নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

সবই পুঁজিবাদীর ইচ্ছা

১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭

ধর্মে মানুষ যদি উপকৃত হয় তবে ধর্মের মন্দটা কি? ঠিক তেমনি বিজ্ঞানে যদি মানুষের উপকার হয় তবে বিজ্ঞানে আপত্তি কি? আবার ঠিক তেমনি ধর্ম যদি মানবতা লঙ্ঘনকরী কর্ম করে তা যেমন মানবের জন্য অকল্যাণকর, ঠিক তেমনি বিজ্ঞানও যদি মানবতা লঙ্ঘনকারী কর্ম করে তাও মানবের জন্য সমানভাবে অকল্যাণকর। আমরা এ পর্যন্ত ধর্ম ও বিজ্ঞানকে মানবের জন্য অকল্যাণকর কর্মেই বেশী উৎসাহী বলে দেখছি। তবে ধর্মের অপব্যবহারে বিরুদ্ধে মানুষ যত প্রচার প্রচারণা চালাচ্ছে, সে তুলনায় বিজ্ঞানের অপব্যবহারে মানব অকল্যাণকর কর্মের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানোর কেউ নেই। তাই সার্বিক বিবেচনায় ধর্মের ভুলটা ধরা পড়ে, কিন্তু বিজ্ঞানের ভুলটা ধরা পড়ে না। এর মূল কারণ হলো পুঁজিবাদী ভাবনা। কারণ পুঁজিবাদীরা যখন চেয়েছিলো ধর্মের আফিম গিলিয়ে মানুষকে শোষণ করা যায়, তখন তারা ধর্মকে উৎসাহীত করেছিলো। আবার যখন দেখে বিজ্ঞানের আফিম গিলিয়ে শোষণ করা সহজতর তখন বিজ্ঞানকেই উৎসাহ দান করছে। অর্থাৎ সকল ইচ্ছার মূল উৎসই হলো পুঁজিবাদের ইচ্ছা। অন্যের ইচ্ছার কি যায় আসে। ধর্মের জয় জয়কার বা বিজ্ঞানের জয় জয়কার করে পুঁজিবাদের কোন মাথা ব্যথা নাই। ওদের একটাই ইচ্ছা ধর্ম ও বিজ্ঞান নিয়ে সমাজে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা, যাতে কেউ পুঁজিবাদের শোষণ প্রক্রিয়া নিয়ে মাথা ঘামাবার সময় না পায়। এতেই পুঁজিবাদীরা সফল।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


ধর্মের সাথে মানুষের মৌলিক জ্ঞানের সংঘর্ষ হচ্ছে; এবং তাতে ধর্ম ক্রমেই নিজের অবস্হান হারাচ্ছে; কারণ, ধর্ম যখন এসেছিল, ঠিক সেই সময়ের সমস্যাগুলোর সমাধান করার মতো সত্যকে কাজে লাগায়েছে; সময়ের সাথে নতুন ভাবনা ও সমস্যাকে সমাধান করার মতো লজিক সেখানে নেই; কিন্তু মানুষ সমসাময়িক সমস্যার সমাধান দিচ্ছে নিজেই; ফলে, ধর্মের ভুমিকা কমে যাচ্ছে।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৩

স্বতু সাঁই বলেছেন: হ্যাঁ মানুষের মৌলিক ভাবনার সাথে প্রচলিত ধর্মের সংঘর্ষ আছে, এতে কোনই সন্দেহ নেই। এর মূলতঃ কারণ হলো ধর্মকে রাজনীতিকরণ করায় এটা ঘটেছে। ধর্ম মানুষের আত্মতত্ত্ব ও দেহতত্ত্বগত বিষেয়ের উপর জ্ঞান চর্চ্চার বিষয় বা মাধ্যম যা একান্ত মানুষের ব্যক্তিগত বিষয়। কিন্তু সেটাকে নিয়ে আসা হয়েছে সামাজিক শাসন ব্যবস্থাপনায়। ফলেই ধর্মের সাথে দ্বন্দ্ব। তবে এখানে একটু কথা বলার আছে, ধর্মীয় প্রজ্ঞা দ্বারা মানুষ যে মানব হতে পারে তা সুনিশ্চিত। কিন্তু ধর্ম যখন থেকে জীবিকা অর্জনের মাধ্যম হয়ে গেছে তখন থেকে ধর্ম থেকে প্রজ্ঞা হারিয়ে গেছে। ফলে ধর্ম নিঃসার একটি ধারণাতে পরিণত হয়েছে। সে জন্যে ধর্ম মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে পারছে না।

২| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধর্ম থেকে সরে গিয়ে মানুষ বিপথগামী হচ্ছে। সত্য ধর্মই পারে সঠিক পথের সন্ধান দিতে । মানবতাবিরুধি কোন কিছু ইসলামে নেই। তবে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা মানুষকে বিভ্রান্ত করতে পারে ।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩২

স্বতু সাঁই বলেছেন: আপনারা যারা বলেন, কেবল ইসলামই সঠিক ও সত্য ধর্ম, তারা কেন এর দায়িত্ব নিয়ে সঠিক ও সত্যভাবে ইসলাম ধর্মকে উপস্থাপন করে মানুষের মনের দ্বন্দ্ব ও বিরোধ দূর করছেন না? কেন দিনে দিনে ইসলাম ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে? সাধারণ মানুষ কেন দাঁড়ি টুপি পরা মানুষ দেখলে ভয় পায়? এই ধর্মের কথা শুনলে কেন মানুষ আতংকিত হয়? ইসলাম ধর্মকে এই সংকট থেকে দূর করার দায়িত্ব তো আপনাদের সকলের। এর জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?

ইসলামী যেহাদীরা যা করছে তা কি মানবতার কাজ করছে বলে আপনি মনে করেন?

৩| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পুঁজিবাদের কল্যাণে সকল অকল্যাণের আয়োজন। এমন হীন মনবৃত্তি দূর হওয়া অত্যাবশ্যক।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

স্বতু সাঁই বলেছেন: তাহলে আপনার উচ্চ মনোবৃত্তির ভাব ব্যক্ত করুন।

৪| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উচ্চ মনভাব হলো কারো সর্বনাশ না করে নিজের মঙ্গল চিন্তা।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩০

স্বতু সাঁই বলেছেন: তাহলে পুঁজিবাদীরা সমাজের কি কি মঙ্গলচিন্তা করছে?

৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পুঁজিবাদীরা সব সময় নিজেদের মঙ্গলের চিন্তা করে। আর তারাকি সমাজের বাইরে নাকি?

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪

স্বতু সাঁই বলেছেন: তারা সমাজ থেকে বাইরে না, তবে আপনি, আমি তাদের সমাজ থেকে বাইরে। তাই তো প্রথম পাতায় লিখতে পারি না।

৬| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার সমাজ যদি এক রকমই হবে তবে তাদের চেষ্টাটাই জলে যাবে। কারণ তারা ভিন্নতা কামনা করে, সাম্যতা নয়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২

স্বতু সাঁই বলেছেন: অন্যেরটা বিচার করলেন, কিন্তু নিজেরটা? নিজে তো সাম্য চান না। আপনি তো দেখি এরশাদের বড়ভাই। সকালে কি কথা বলেন দুপুরে ভুলে যান। এরশাদ তো ভুলা ভুলির কথা বছরে দুই একবার কয়।

৭| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেদরকারী কথা আমি সাধারণত মনে রাখিনা। বড় দুই দলকে ক্ষমতার বাইরে রেখে এরশাদ নয় বছর ফাও দেশ চালিয়েছে। সুতরাং সে মহা জিনিয়াস।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২১

স্বতু সাঁই বলেছেন: সেটাই তো হয় অংশিদারী প্রথায়, ছোটভাই জিনিয়াস হলে বড়ভাই হয় হতভাগা।

৮| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গণিতের হিসাব সুধু এক সূত্রে হয়না।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

স্বতু সাঁই বলেছেন: গণিতসূত্রের তো অভাব নাই, কিন্তু জন্ম হয় অংশিদারীসূত্রে। এতে কোন ভুল নাই।

৯| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জন্মের রকম সকমেও বিভিন্নতা আছে!

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

স্বতু সাঁই বলেছেন: তা যদি না হয় একই বাপ মায়ার সন্তান একজন চোর আর একজন ইমানদার হয় কেমনে?! এও গণিতসূত্ররই বিষয়!!

১০| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইতিবাচক নেতি বাচক হলে যা হয় আর কি!

১৬ ই জুন, ২০১৭ ভোর ৬:৪৬

স্বতু সাঁই বলেছেন: যেমন গণিতে +১ ও হয় আবার -১ ও হয়, আবার অপদার্থ ০ ও হয়।

১১| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৫

শৈবাল আহম্মেদ বলেছেন: সুবিধাবাদী ও পুজিবাদী দের নিয়ে বেশ বাস্তব ও যুক্তিসংগত কথা বলেছেন। এজন্য ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৬

স্বতু সাঁই বলেছেন: ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এসে আমার পোস্ট পড়ে যেয়েন। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.