নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

আল্লাহই যদি আল্লাহর নাম ধরে ডাকে,
তাহলে গুরু বলি আর কাকে?!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ওমেরা বলেছেন: আল্লাহ আল্লাহই । তবে গুরু বলতে পারেন হযরত মুহাম্মাদ (সাঃ) কে ।

আল্লাহই ভাল জানে কোন প্যাচে যে পড়ি ।

নানাজান আগেই বলে দিলাম কোন প্যাচে ফেলবান না ।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:২৩

স্বতু সাঁই বলেছেন: নাতনী, ভয় নাই। কোন প্যাচে ফেলবো না। তোমরা মুখস্থবিদ্যার দ্বারা যেভাবে মানুষকে জ্ঞান দান করো, আমি ঠিক সেভাবে মানুষকে জ্ঞানদান করতে পারি না। যদি পরীক্ষিত জ্ঞান না হয়, তাহলে তা অন্যকে দান করাও পাপ। আমি সেই পাপ করতে চাই না। জ্ঞানী জ্ঞান দান করে অন্যকে শুধুমাত্র জ্ঞানের মার্গ প্রদর্শন করতে পারে। কাউকে জ্ঞানী বানানো জ্ঞানীর কর্ম না। যে জ্ঞানী হতে চায়, সে জ্ঞানীর প্রদর্শিত মার্গ ধরে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞানী হয়। তাই আল্লাহ বলেছেন, 'হে মুহাম্মদ, তুমি শুধু পথ প্রদর্শক মাত্র। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ!' আল্লাহ কখনও বলেন নি, হে মুহাম্মদ, তুমি মানুষকে জোর করে ধরে মুসলিম বানাও। যে মুসলিম হতে চায়, সে আপনা থেকেই মুসলিম হবে। তদ্রুপ যে জ্ঞানী হতে চায়, সে আপনাতেই জ্ঞানী হবে।

২| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


বিরাট প্রশ্ন? উত্তর জানা কি আবশ্যক?

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৬

স্বতু সাঁই বলেছেন: জ্ঞান অর্জনের জন্য প্রতিটি মানুষের উচিত প্রতিটি প্রশ্নকে খণ্ডন করে প্রশ্নের অন্তর্নিহীত ভাবকে বের করে সঠিক জ্ঞান অর্জন করা। সে ক্ষেত্রে জানাটা আবশ্যক।

নিগুম ঘরে দম ধরে রাখ রে মন।
পেলেও পেতে পারিস অমূল্যধন!!

ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য করবার জন্য। বুঝি না রে ভাই, কেন যে কর্তৃপক্ষ বেঁধে রেখেছে। কিচ্ছু বুঝছি না। তিনদিনের জায়গায় তিনদিন হতে চললো, তারপরেও অনুমতি পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.