নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

বাঙালীরা বিদেশ যায় কেনো

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিদেশে বাঙালীরা কেন যায়? বিদেশে গেলে বিদেশীরা কি অনেক সম্মান করে?

আজ একটা সত্য ঘটনা বলবো। সত্তর দশকের শেষের দিকে বুয়েট থেকে তড়িৎ প্রকৌশলে প্রথম শ্রেণীর দ্বিতীয় হয়ে উচ্চতর ডিগ্রী নেবার জন্য আমেরিকা গিয়েছিলেন আমার পরিচিত একজন। ডিগ্রী নেবার পরে ঐ বিশ্ববিদ্যালয়ে চাকুরী নিয়ে সেখানে থেকে যান। পাঁচ বছর পর তার অনুভূতি আসে, সে কেন এখানে আছে! সেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমেরিকান তার সহকর্মীও একজন শিক্ষক। কিন্তু তাদের এসোসিয়েশনে মিশতে পারে না, আমন্ত্রণ পায় না, বন্ধুত্ব করতে চায় না। তবে কেন সে এখানে পড়ে আছে? অনেক ভেবে সে বুঝতে পারলো, শুধু টাকার জন্যে সে এখানে পড়ে আছে। কারণ তখন বুয়েটে শিক্ষকতা করলে সে যে বেতন পেতো, ওখানে দশগুন বেশী পায় এই কারণে পড়ে থাকা। তখন সে অনুসন্ধান করে দেখে ট্যাক্সি ডাইভাররা তার চেয়েও দশগুণ বেশী উপার্জন করে। তখন সে সিদ্ধান্ত নেয় যেহেতু সে টাকার জন্য সাত সমুদ্র তের নদী পারে পড়ে আছে, সেহেতু সে শিক্ষকতা করে নয়, ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করবে। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে দশ বছর ট্যাক্সি চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে। দেশে এসে তার শিক্ষার সনদগুলো পুড়িয়ে ফেলে। যদি তার কোন আত্মীয় বিদেশ যেতে চাইতো, ওর বিদেশ যাওয়ার টাকার সাথে সে কিছু টাকা যোগ করে দেশে কিছু একটা কাজে লাগিয়ে দিতো। অতিরিক্ত মদ্যপানের কারণে বছর তিনেক আগে সে মারা গেছে। মদ্যপানের কারণ ছিলো ঐ একটাই.... তার যোগ্যতার মূল্যায়ন করে নি বিদেশীরা।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সুমন কর বলেছেন: সে তো সত্তর দশকের শেষের দিকে কথা !! এখন দিন কিছুটা পরিবর্তিত হয়েছে।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কলাবাগান১ বলেছেন: টাকার জন্য শিক্ষিকতা!!!! আড়তের চালের ব্যাপারীর যে টাকা তা দিয়ে সে ১০০-২০০ শিক্ষক কিনতে পারবে কিন্তু তাই বলে শিক্ষক যে আত্মতৃপ্তি পায়, সেটা আড়তদার কখনই পায় না

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

স্বতু সাঁই বলেছেন: তিনি বুয়েট থেকে প্রথম শ্রেণীর দ্বিতীয় হয়েছিলেন। তাই তার জ্ঞান বুদ্ধি আপনার চেয়ে কম ছিলো বলে মনে হয় না। উনি যা বুঝেছিলেন, সেটা আপনার বুঝে আসবে না।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সোহানী বলেছেন: বিদেশ সম্পর্কে সম্পূর্ন ভুল ধারনা আপনার।

একজন শিক্ষকের টাকার চাইতে সন্মানটা অনেক বড় এ সত্যটা যদি সে বুঝতে না পারে তাহলে তার জন্য ট্যাক্সি ড্রাইভার পেশাই ঠিক আছে।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২০

স্বতু সাঁই বলেছেন: সামাজিক আত্মসম্মানবোধ ও মর্যাদা সম্পর্কে আপনার ধ্যান ধারণ নেই।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

কলাবাগান১ বলেছেন: "পাঁচ বছর পর তার অনুভূতি আসে, সে কেন এখানে আছে!"
পাচ বছর পরে কেন? টেনিউর হয় নাই তাই...

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


মানুষের ভাবনা নির্ভর করে অনেক কিছুর উপর; আপনি যেই উদাহরণ দিয়েছেন, তা সম্ভব।

আমেরিকা কানাডা আনেক ভালো। কিন্তু বিদেশ বলতে যা বুঝায়, আমাদের ৯০% মানুষ কাজ করে আরব ও পুর্ব এশিয়ায়; তাদেরকে কস্ট করতে হয়; তাদের উপর আদম ব্যাপারী ও সরকার এত বেশী লাভবান হয়েছে যে, এদেরকে আধুনিক যুগের ক্রীতদাস বলা যায়।

সরকার, বেগম জিয়া, শেখ হাসিনা, মতিয়া চৌধুরী জানে না, আরবে গিয়ে বাংগালী মেয়েদের কি কাজ করতে হচ্ছে? এই মহিলাগুলোর শাস্তি হওয়ার দরকার আছে।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০

স্বতু সাঁই বলেছেন: যতোদিন দাস রপ্তানী না বন্ধ হবে ততোদিন জাতিসত্তার মূল্যবোধ বৃদ্ধি পাবে না।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১

কূকরা বলেছেন: পাঁদগাজীর কমেন্ট দেখছেন? লেখকের লেখার বিষয় কি, আর পাঁদগাজী মন্তব্য করল কি? লেখার বিষয়বস্তু হালার মাথার উপর দিয়া গেছে।

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: শিক্ষক হলে দেখত কিছু অপদার্থ রাজনৈতিক ব্রান্ডের জোরে তার কলিগ হয়ে গেছে। নীল সাদা না করলে একসময় অপদার্থরা তার সুপিরিয়র হয়ে যেত। এর চাইতে বিদেশই ভালো।

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনি উপরের ৪ টা মন্তব্য স্কিপ করে চাঁদ গাজী সাবের মন্তব্যের প্রতিউত্তর দিলেন ????

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

স্বতু সাঁই বলেছেন: উপরেরগুলোতে প্রত্যুত্তর করবার কিছুই ছিলো না তাইI

৯| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

ফ্যাক ইঞ্জিনিয়ার বলেছেন:


আমার মত হংকং এর দামি কুম্পানিতে চারকী করলে বুঝতেন বিদেশ কি জিনিষ। বালডা লেখছেন।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০

স্বতু সাঁই বলেছেন: হাসালেন। এমন একটা রাষ্ট্রের নাম বললেন যেটা চোর বাটপার চোরাকারবারীদের রাষ্ট্র। সেখানে কোন ভদ্রমানুষ বসবাস করে না। তাদের কাছে আপনি নিজেকে সম্মানী মনে করলে বোঝা যায় আপনার অবস্থানটা কি।

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৬

রাখালছেলে বলেছেন: এখনও তাই অবস্থাই আছে । কোন পরিবর্তন হয়নি।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬

স্বতু সাঁই বলেছেন: বুঝি। ওসব দেশের সচিব কেরানীরা আমাদের দেশে আসলে, আমাদের ম্লেচ্ছ সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমাদের মন্ত্রী মিনিস্টার গেলে তোয়াক্কায় করে না। এতেই বোঝা যায় সেসব দেশে বসবাসকারী প্রবাসী বাঙালীরা শুধু পেটের দায়ে কতো নিগৃহের মতো থাকে।

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

করুণাধারা বলেছেন: "সে শিক্ষকতা ছেড়ে দিয়ে দশ বছর ট্যাক্সি চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে। "

শুধু কোটি নয়, কোটি কোটি!!! মাত্র দশ বছর ট্যাক্সি চালিয়ে!! এই কাহিনী আগে শুনলে সব ছেড়ে ট্যাক্সি চালানো শিখতাম!!

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৭

স্বতু সাঁই বলেছেন: এটা আপনার জানা উচিৎ ছিলো। না জানাটা আপনাপ ব্যর্থতা।

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনার বিদেশ সম্পকে ভুল ধারনা?? আমদের ব্লগার চাঁদগাজী ও কলাবাগানের মর্যাদা আমেরিকান কোন কংগ্রেস ম্যন থেকে কম নাহ???

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২২

স্বতু সাঁই বলেছেন: ব্যতিক্রম বলে কথা আছে। ব্যতিক্রমকে উদাহরণ হিসাবে ধরা হয় না। মাঝে মাঝে মানুষে তিনটা হাত হয় বা দুইটা মাথা হয়, তাই বলে মানুষ বলতে তিন হাতের মানুষ বা দুই মাথার মানুষ বলা হয় না। বিষয়টা যদি বুঝে থাকেন তবে আমার বিদেশ জ্ঞানটাও বুঝে থাকবেন।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

ফেল কড়ি মাখ তেল বলেছেন: হতে পাড়ে আপনার ওঠা বসা সৌদি মালেশিয়ার কর্মরত মানুশের সাথে। তাই চাঁদগাজী কলাগাছীর মর্যাদা বুঝবেন নাহ??

কুয়ার ব্যাঙ কে সাগর এর জ্ঞান দিয়ে লাভ নাই, সাগর কি জিনিষ সে সেটা জানে নাহ???

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

স্বতু সাঁই বলেছেন: আপনি আপনাকে জানতে পারলেই যথেষ্ট। আগে নিজেকে জানার চেষ্টা করুন।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁইজি ভাল আছেন?

হুম। জীবন দর্শন এভাবেই বদলায় আপেক্ষিকতায়, বোঝা না বোঝায়!

জ্ঞান মূল্যায়িত হলে পন্ডিত মশাইয়ের ল্যাংড়া কুকুর নিয়ে আক্ষেপ করতে হতো না!
আজো যে শিক্ষকতার নৈতিক অধ:পতন আমাদের সমাজে- নিয়ন্তা কিন্তু অর্থই!

বদলাক সমাজ। শিক্ষা মূল্যায়িত হোক সর্বোচ্ছ মর্যাদায় ! তবেই যদি কিছু হয়।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

স্বতু সাঁই বলেছেন: হুজুররা পয়সা না পেলে মিলাদ করে না, পয়সার ওজন দেখে দোয়া ছোট বড় করে। দুর্নীতিবাজ বেশী টাকা দেয় বলে জুম্মার দিন অকারণে তার সুস্বাস্থ কামনা করে লম্বা দোয়া করে, নামাজির পেট ক্ষুধায় জ্বলে হুজুর তা বুঝে না। এই তো দুনিয়াদারী, এভাবেই চলছে।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

নতুন বলেছেন: ভাই এটা আপনার ভুল ধারনা।

উনি হয়তো সেই সমাজের মানুষের সাথে মিসতে পারেনাই। তাই তিনি একা হয়ে ছিলেন।

বুয়েটের সেকেন্ড হলেই সে ভালো মানুষ হবে সেটা কি ঠিক???

আমি প্রায় ১২ বছর দেশের বাইরে। বিশ্বের নামকরা জায়গায় কামলা দিয়েছি এবং দিচ্ছি... সবার সাথেই প্রতিযোগিতা করেই উপরে উঠেছি। আমি মদ খাইনা, ক্লাবে যাইনা। কিন্তু কলিগরা ঠিকই আমন্ত্রন করে তাদের অনুস্ঠানে যাই।

আর একটা কথা :-

কারণ তখন বুয়েটে শিক্ষকতা করলে সে যে বেতন পেতো, ওখানে দশগুন বেশী পায় এই কারণে পড়ে থাকা। তখন সে অনুসন্ধান করে দেখে ট্যাক্সি ডাইভাররা তার চেয়েও দশগুণ বেশী উপার্জন করে। তখন সে সিদ্ধান্ত নেয় যেহেতু সে টাকার জন্য সাত সমুদ্র তের নদী পারে পড়ে আছে, সেহেতু সে শিক্ষকতা করে নয়, ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করবে। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে দশ বছর ট্যাক্সি চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে।

যে টাকা উপাজ`নের জন্য শিক্ষকতা ছেড়ে দেয় তার ভেতরে শিক্ষা কতটুকু কাজ করেছে সেটা ভাবার বিষয়.... সে বিদেশে গিয়েছিলো টাকা উপাজ`নের জন্য....

আমি বিদেশে এসেছি একটা ক্যারিয়ার গড়ার জন্য... দুনিয়া ঘুরে দেখার জন্য... ভালো জীবন জাপনের জন্য...

চিন্তার পাথক্য থাকলে ফলও অন্যরকম হবে।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

স্বতু সাঁই বলেছেন: সারা বাংলাদেশের সেরা মেধাবী ছাত্ররা পড়াশুনার সুযোগ পেতো। তাই তার সম্পর্কে আপনার ধারণা ঠিক না। আপনার জীবন যাত্রা আর তার ভাবনায় জীবন যাত্রার পার্থক্য একটু না অনেক আছে। তাই তার শিক্ষকতা ছেড়ে দেওয়া এবং তার সারাজীবনে অর্জিত শিক্ষার সনদ পুড়িয়ে ফেলার মধ্যে সমাজ নিয়ে অনেক গভীর ভাবনা রয়েছে, যা আপনার জ্ঞান দ্বারা তা অনুভব করা সম্ভব না।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

নতুন বলেছেন: শিক্ষার সতন পুড়িয়ে ভালই কাজ করেছেন তিনি। কারন তার উদ্দেশ ছিলো টাকা আয় আর সেটা সে করতে পেরেছিলেন ট্যাক্সি চালিয়ে তাই বুঝতে পেরেছেন তার সনদের দরকার নাই্।

আলীবাবার চ্যাক মা তার সনদ পুড়িয়েফেলেন নাই যদিও সেই কাগজের জোরে তিনি কোথাও ভালো চাকুরি করতে পারেনা নাই।

আপনার রিলেটিভ হতাশাবাদী মানুষ ছিলেন তাই তিনি তার সনদপুড়িয়েছেন।

আর অবশ্যই আমার জ্ঞান দ্বারা তার ভাবনা অনুভব করতে পারবো না। তিনি সাটিভিকেট ধারী... আমার জ্ঞান অজ`নের চেস্টা করি।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মনের আনন্দে নিশ্চয়ই যায়না । ভাল কিছুর প্রত্যাশায় যায় ।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

স্বতু সাঁই বলেছেন: ভালো উদ্দেশ্য কি অর্থ উপার্জন? অনেকেই তা অনেকভাবেই নিজের জন্য করে।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

আল ইফরান বলেছেন: শিক্ষকতা পেশায় যোগদান ও টিকে থাকার পিছনে যে মানবিক দর্শন ও অনূভুতি থাকতে হয় সেইটার অভাব ছিলো বলে অনুমিত হয়। তবে আপনার আত্বীয়ের এই উপলব্ধি আমি ব্যক্তিগতভাবে অনেক পক্ককেশধারী প্রফেসরদের মাঝেও দেখেছি, কিন্তু তারা কেউ ট্যাক্সি চালাতে যান নাই কারন পয়সার চিন্তা থেকে কেউ শিক্ষকতায় আসেন নাই।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

নতুন বলেছেন: ভাই আরেকটা কথা...বাংলাদেশীরা বিদেশে গিয়ে ট্যাক্সি চালানো ছাড়াও অন্য কিছুই করতে পারে কিছু প্রমান এই ব্লগে পাবেন...

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -পর্ব - ১৫৭ -১৬০
http://www.somewhereinblog.net/blog/Giasliton007/30205455#c11893177

২০| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

হিরকরাজা বলেছেন: উনার যে বোধ টা ছিল সেটা যোক্তীক। কিন্তু তিনি অন্য ভাবে এটার প্রতিবাদ করতে পারতেন

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

স্বতু সাঁই বলেছেন: আমরা কথায় কথায় তাদেরকে দেখিয়ে সভ্যতার উদাহরণ দেই। কিন্তু যে সমাজে এখনও বর্ণবাদ প্রথা বিদ্যমান, তারা কিভাবে নিজেকে সভ্য বলতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.