নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

মুসলিম কি ও কে

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:২০

কথিত অধিকাংশ মুসলমানই জানে না মুসলিম শব্দের আভিধানিক অর্থ কি। অথচ কথিত এসব মুসলমানরাই নিজেকে মুসলিম বলে পরিচয় দানে উল্লম্ফন করে। এরা এও জানে না যে কোরানে স্পষ্ট উল্লেখ আছে, জন্মগতসূত্রে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন ,
আল্লাহকে জানতে হলে আগে নিজেকে জানা প্রয়োজন এমন ইসলামী বর্ণনা তুলে ধরতে গিয়ে কবি ওমর খৈয়াম লিখেছেনঃ
“বিশ্ব-দেখা জামশেদিয়া পেয়ালা খুঁজি জীবন-ভর
ফিরনু বৃথাই সাগর গিরি কান্তার বন আকাশ-ক্রোড়।
জানলাম শেষ জিজ্ঞাসিয়া দরবেশ এক মুর্শিদে
জামশেদের এই জাম-বাটি এই আমার দেহ আত্মা মোর। ”

নীজের আত্মাকে পরিশুদ্ধ না করা পর্যন্ত সত্যিকার মুসলমান হওয়া যাবে বলে মনে হয়না এমনকি মুসলমানের ঘরে জন্ম হলেও না ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

স্বতু সাঁই বলেছেন: ইসামের পাঁচ স্তম্ভর প্রথম স্তম্ভ ঈমান। ঈমানের কথা কেউ বলে না। সিঁড়ির প্রথম ধাপে না উঠে দ্বিতীয় ধাপে যায় কেমনে। তাতে তো গুহ্য ফেটে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশী। ধন্যবাদ।

২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমান দাবীকারীরা ঐ আয়াতটুকু কেবলই পাঠ করে, আবৃত্তি করে...
হে বিশ্বাসীরা, মরার আগে মর, এবং মুসলমান না হইয়া মরিও না।
কিন্তু বাক্য সমূহ উপলদ্ধি করে বলিয়া বোধ হয় না। প্রমাণ তাদের কথায় ! যুক্তিতে!

অতীব সত্য কথা- জন্মগতসূত্রে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হয়।

++++

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

স্বতু সাঁই বলেছেন: শুধু ঐআয়াতে নয়, নুহর, লুতের, ইব্রাহীমের, মুসার উাখ্যানে স্পষ্ট উল্লেখ আছে। নুহের ছেলে ও বউ মুসলিম ছিল না। লুতের বউ মুসলিম ছিলো না। ইব্রাহীমের বাপ মুসলিম ছিলো না। ফেরাউনের বউকে আল্লাহ তার অনুগত বলেছেন। এসব কি বোঝে ঐ আহাম্মকেরা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.