নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

রশিকমন থাকতে হয়, তবেই জীবনকে দেখা যায়..

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

রাস্তায় ঘুরলে জীবনের এক একটি অধ্যায়কে দেখা যায়। আমরা বাদাম খাই অহরহ(যাদের উদরে সমস্যা তারা বাদে)। বাদাম কিনলে বাদামওয়ালা একটা ঠোঙ্গায় বা কাগজের টুকরায় বাদাম মুড়িয়ে দেয়। আমরা বাদাম খেয়ে ঠোঙ্গা বা কাগজের টুকরাটা ফেলে দেই। কখনও দেখি না তাতে কি কিছু লিখা আছে?! তবে আমি বহুবার বাদামের ঠোঙ্গায় দেখেছি জীবনের অনেক গুরুত্বপূর্ণ দর্শন। এমনিভাবে পথে ঘাটে চলতে, পাশে বসা জনদের গল্প থেকে জীবনের অনেক রঙ্গীন আলো বা আমাবশ্যার অন্ধকার দেখতে পাওয়া যায়। শুধু দেখার ও বোঝার জন্য একটা রশিক মন থাকতে হয়। আমার মন যদি আমার না হয়, তবে মন কী কখনও তার রশিকতার আলোকিত চমৎকার দেখায়!!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু চাই দেখার চোখ আর অনুভবের মন!!!

সাঁইজি কি রসিকের সাথে রসিকতা করলেন রশিকমন লিখে ;) হা হা হা

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

স্বতু সাঁই বলেছেন: আমাদের দেহে আমাদের মনটা কোথায় থাকে কেউ বলতে পারে না। কতো অবোধ আমরা তাই না? অথচ ঐ মনের বড়াই আমরা কতো ভাবে করি। মনে হয় একেক জন সর্বজান্তা। অথচ সে তার মনের খবর জানে না। হায় রে রসিক মন, তুই আন্ধা করে রাখিস তা আমি জানি না।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

স্বতু সাঁই বলেছেন: হা হা হা.. সাঁই সাঁইয়ের রসিকতা বুঝে।

২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তুই আর তুই ;)
আমি আর আমি
আমি তুই
তুই আমি

কে যে কারে আন্ধা করে রাখে, আর কেযে আন্ধা হয়ে থাকে
ভাবতেই গেল জন্ম, অনুভব করবে কখন? খেলা তো দূর অস্ত :) হা হা হা

প্রতিমন্তব্যে ভাল বলেছেন সাঁইজি :)

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

স্বতু সাঁই বলেছেন: কাউয়া কি কোকিলের বুলি বলতে পারে? কাউয়া যতোই চিল্লাক, তার ঝাঁঝাঁলো আওয়াজ কা..কা.. ই বারাবে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


বাদামের ঠোংগা বহু ম্যাঁও প্যাঁও দার্শনিকের সৃস্টি করেছে, দেখছি।

১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৭

স্বতু সাঁই বলেছেন: এতক্ষনে একটা সত্য কথা বলেছেন। এসব দার্শনিকরাই কবি হয়, সাহিত্যক হয়। এদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার পড়ে না। বাদামের ঠোঙ্গাই এদের জন্যে যথেষ্ট। তবে প্রতিষ্ঠানি শিক্ষা তাদের জন্যই দরকার পড়ে যারা আমেরিকার পুঁজিবাদীর পাচাটা দালাল হতে চায়। এরকম উদাহরণও আছে আমাদের দেশে, নাম তার চাটগাঁইয়া ইউনুচ চাচা।

৪| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: দাদা কাজ কাম কি কিছু করেন নাকি এই বাল ছাল লিখা ই পেট চলে???

১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৮

স্বতু সাঁই বলেছেন: না চলে না, মাসে মাসে কিছু টাকা মানিওয়ার্ডার করে পাঠিয়ে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.