নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

বিজন রয়-কে লিখা কবিতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিজন রয়,
সকলের সাথে কোকিলের ভাষায় কথা কয়।
কাক কি কোকিলের কথা বুঝে?
সে তো কা কা করে আর বিষ্টা খুঁজে।
যদি বলেন কুকুরের সাথে কুকুরের ভাষা,
কুকুরকে পারবেন বোঝাতে। থাকবে না কোন নিরাশা!

বিজন রয়!
জগতটা এমনই হয়!!

মন্তব্য ৮৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সুমন কর বলেছেন: :( :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

স্বতু সাঁই বলেছেন: আসলে আমি ইমোর ভাষা বুঝি না। শুভকামনা রইলো।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



বিজন রয়!
জগতটা এমনই হয়!
পাছে লোকে সবসময়
এমনই কথা কয় ।
তাই ভয়হীন চিত্তে
এগিয়ে যেতে হয়।

শুভেচ্ছা রইল সময়োচিত লেখাটির জন্য ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

স্বতু সাঁই বলেছেন:



তাই ভয়হীন চিত্তে
এগিয়ে যেতে হয়।

আসলেই! মানুষ আল্লাহকে ভয় করা বাদ দিয়ে শয়তানকেই ভয় করে বেশী। তাই সকলে সত্য কথা বলতে ভুলে যাচ্ছে। ধন্যবাদ, শুভকামনা রইলো।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


বিজয় রয় পোস্ট পড়েন, কমেন্ট করেন, এটা স্বাভাবিক।

কাক, কোকিল, কুকুরে ভাগ করেছেন আপনি ব্লগারদের? আপনি কোনটিতে ভাগে আছেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩

স্বতু সাঁই বলেছেন: যে যখন যেভাগে কথা বলে, আমি তার ভাগে কথা বলি। এটাই জগতের চরিত্র, এভাবেই কথা চলে জগতে। এটা ব্লগাদের উদ্দেশ্য লিখা নয়। লিখার মোটিভ বুঝে মন্তব্য করলে ভালো হয়। তাহলে অন্যরা বিভ্রান্ত হবে না। আশাকরি অন্যদেরকে বিভ্রান্তের উদ্দেশ্যে মন্তব্যটি করেন নি।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

বিজন রয় বলেছেন: আরে...... এটা আবার কি করলেন!!

হা হা হা ..........

আপনাকে ধন্যবাদ সাঁইবাবা।

আমি ওদের মতো পারবো না।
তাই আমি কোন ভয় করি না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

স্বতু সাঁই বলেছেন: আসলে সবাই এক। কিন্তু কেউ কারো মতো নই। কারণ আমরা সত্তার আলোকে চলি না। চলি মনের অন্ধকার গোলকে। তাই আমরা কেউ কারো মতো নই। মনের অন্ধকার গোলকের আঁধারে কেউ কাউকে দেখতে পাই না বলে আমরা সকলে অপরিচিত একে অপরের কাছে। ধন্যবাদ, শুভকামনা।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

বিজন রয় বলেছেন: @ চাঁদগাজী ভাই......... আপনি মনে হয় এই পোস্টি দেখেননি.........রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন, সব খরচ আমরা দিবঃ তুরস্কের ঘোষণা

ওই পোস্টে কিছু ব্লগার অশ্লীল মন্তব্য করেছেন।
তাদেরকে আপনি কোন দলে ফেলবেন?

আপনাকেও তো অহরহ শুনতে হয়।
তাদেরকে আপনি কোন দলে ফেলবেন?

আশাকরি এই পোস্টের কারণ বুঝতে পারবেন।
যদিও এই পোস্ট দেওয়ার কোন দরকার ছিল না।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিজন ভাই আপনি কি করছেন যে আপনাকে নিয়ে কবিতা লিখা হইল?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

স্বতু সাঁই বলেছেন: প্রকৃতি ও মানবকে নিয়েই কবির কবিতা। প্রকৃতি যেমন মিশে আছে মানবের মাঝে, মানবও প্রকৃতির প্রতিচ্ছবি। শুধু দর্শনের জন্য দৃষ্টি লাগে মাত্র। ধন্যবাদ, শুভকামনা।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বিজন রয় বলেছেন: @ মোহেবুল্লাহ অয়ন............ কেউ আমাকে পছন্দ করলে আমাকে নিয়ে পোস্ট দিতেই পারেন। ব্লগে এমন হয়ে থাকে।
তবে এই পোস্ট দাতা আমাকে নিয়ে কেন পোস্ট দিয়েছেন তা আমার চেয়ে উনিই ভাল বলতে পারবেন।

আশাকরি তিনি আপনাকে উত্তরটি করবেন।
ধন্যবাদ আপনাকে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


@বিজন রয় ,

আপনি যেই পোস্টের কথা বলেছেন, সেটা আমি পড়েছি, কিছু বলতে চাইনি।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

বিজন রয় বলেছেন: @ চাঁদগাজী ভাই.............. এবার তাহলে এই পোস্টের বক্তব্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


@বিজন রয় ,

আমি যখন সেই পোস্ট পড়েছিলাম, তখন সেখানে মাত্র ৩টি মন্তব্য ছিলো; এখন বুঝলাম।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

কূকরা বলেছেন: বিজন রয়,
সকলের সাথে
সুশীলের ভাষায় কথা কয়।
অশীল কি সুশীলের কথা বুঝে?
সে তো ধরে ফেলে মনের ভিতরকার
ভন্ডামীটা খুঁজে।

বিজন রয়!
অশীলরা এমনই হয়!!

পৃথিবীর সবচাইতে দুর্বল
আর অসহায়রা
জেনোসাইডের কবলে পড়ে যখন
আশ্রয়ের খোঁজে ছুটে আসে
মনের ভিতরকার কুৎসিতটা তখন
সুশীলীয় চকমকি মোড়কের
প্যাকেটে ভরে কথা কয়
বিজন রয়

বিজন রয়
বাহিরের চেহারাটাই
আসল নয়

মনের ভিতরের কথাগুলো না লুকিয়ে
অশীলরা কথা কয়
অশীলদের বাহিরের গালির সাথে
সুশীলদের মনের ভিতরের অন্ধকারের কি
কোন তুলনা হয়?
বিজন রয়?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০

স্বতু সাঁই বলেছেন: কুমার কামারের কাজ করতে পারে না এবং কুমারের উচিতও না কামারের কাজ করা। এতে হাত পা খাম হতে পারে। ধন্যবাদ, শুভকামনা।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

বিজন রয় বলেছেন: আপনারা কূকরার ভাষা দেখুন............



১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

বিজন রয় বলেছেন: দেখুন...........

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

বিজন রয় বলেছেন: আরো দেখুন...............


এখন বলুন সে কোন ধরনের মানুষ?????

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পরিস্থিতি বুঝার চেষ্টা করছি। কবি বিজন রয় আমার প্রিয় একজন লেখক। তিনি প্রকৃত কবি। আমার মনে হয় অনেকেরই প্রিয় তিনি।

পোস্টদাতাকে অশেষ ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

স্বতু সাঁই বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শুভকামনা রইলো।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

কূকরা বলেছেন:
ফিলিং ইনসিকিওরড?
বিজন রয়?

ভয় নাই তোমার
সামুর ব্লগ
সুশীলময়

অশীলদের কবল থেকে
বিজন রয়দের
রক্ষার জন্য
কবিতা উপন্যাস লিখে তাহারা
হবে ধন্য

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪

স্বতু সাঁই বলেছেন: মোরগ দেখি পিউ পিউ করে।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরিস্থিতি জটিল। ভাই কূকরা, বিজন ভাই খারাপ বলুক আর ভালই বলুক। আপনার এভাবে গালি দেয়া কোনভাবেই ঠিক হয় নাই।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

উদুম্ভূত বলেছেন:



@অয়ন ভাই,
বিজন রয়ের উম্মুক্ত
ভন্ডামির ক্ষতে
মলম লাগান
চেপে ধরে

নাইলে সামু ব্লগের
সুশীলদের আজ
রাতের ঘুমে খঁটকাঁটা
দূর হবে
কি করে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৯

স্বতু সাঁই বলেছেন: এই কবিতার প্রশংসা করেছে কূকরা। আসল কবিতা প্রেমিকই কবি ও কবিতা চেনে।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: প্রিয় মোহেবুল্লাহ অয়ন.........আপনি বলেছেন, বিজন ভাই খারাপ বলুক আর ভালই বলুক।

আমি কোথাও খারাপ কিছু বলিনি, আমার ব্লগিং জীবনে আমি কোথাও কাউকে এতটুকু অপমান করিনাই, খারাপ ভাষায় কথা বলি নাই। কেউ কোন প্রমাণ হাজির করতে পারবে না। কেউ আমার বিরুদ্ধে সে কথা বলতেও পারবে না।

যদি তাই করতাম তো এতদিন আমি ব্লগিং করতাম না।

আপনাকে ধন্যবাদ।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

কূকরা বলেছেন: বিজন রয় নাকি ব্লগিং জীবনে কোথাও কাউকে এতটুকু অপমান করে নাই !! কত বড় সুশীল আর ভন্ড !!! একটু আগে একজনরে মূর্খ কইয়া অপমান করছে, এই দেখেন প্রমান:



২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

কূকরা বলেছেন: উদুম্ভূত, আপনার কবিতা ভাল হইছে, +++

বিজন রয় কবি থেকে কবিতার বিষয়বস্তুতে পরিনত হচ্ছে, হা হা হা

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাইউদুম্ভূত, আমি মলম লাগানোতে ভাল না। আপনাকে হতাশ করায় দুঃখিত।

বিজন ভাই , কি বলব বুঝতাছি না। ভাল কথা, স্বতু সাঁই মানে কি?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩২

স্বতু সাঁই বলেছেন: যার কোন অর্থ নেই তা একেবারেই অন্ধকার। ঠিক তেমন স্বতু সাঁই। ধন্যবাদ।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিজন সাহেব, আপনিও তো আরেকজনকে খারাপ কথা বলছেন। আপনে তো ইগনোর করতে পারতেন বা রিপোর্ট।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

বিজন রয় বলেছেন: @ মোহেবুল্লাহ অয়ন.......... এটা দেখেন...........



আমি আমার ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য পলাতক মুর্গের ব্লগে যেয়ে দুঃখপ্রকাশ করে এসেছি।

আপনি এখানে যেয়ে একটু দেখে নিন..........পরমাণু বোমার কাছে হাইড্রোজেন বোমা ‘দানব’!

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

বিজন রয় বলেছেন: @ মোহেবুল্লাহ অয়ন.......... ব্লগে সবাই আমাকে জানে। তাদের কথা ফলো করুন।

আর ওই মন্তব্যে আমি কিন্তু কোন বাজে ভাষা ব্যবহার করিনি।

২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৮

অন্তরন্তর বলেছেন: সাইজি আপনার পোস্ট হাইজ্যাক হয়ে গেছে কিছু অতি মুসলিমের ( মহান আল্লাহ্‌ পাকের কাছ থেকে ইসলামের লীজ নিয়ে এসেছে এরা )। এরাই একমাত্র সঠিক আর পৃথিবীর সবাই ভুল। এদের গালিগালাজ দেখে আমারও এদের প্রপার মুসলিম মনে হচ্ছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪১

স্বতু সাঁই বলেছেন: কানার পথ চেনা লাগে না। কারো হাত ধরে চলতে পারলেই চলে। সে কানারে খালে না বিলে নিলো তা তো কানায় বুঝে না। যখন কানায় গর্তে পড়ে তখন না কানায় টের পায়। ধন্যবাদ, শুভকামনা।

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

বিজন রয় বলেছেন: হা হা হা .................
কি আমার একটি প্রমাণ দিয়েছে!!!!

হা হা হা .............

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাইলে তো ভাই হইছেই। আপনি ঠিক কাজই করছেন। আসেন ভাইসব আমরা কারোও ধর্মীয় অনুভূতিতে আক্রমণ না করি। যিনি করবেন তার পোস্ট এড়ায় যাই। :-B

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩

স্বতু সাঁই বলেছেন: ধর্মে না হয় আঘাত না করলাম, অধর্মে তো আঘাত করতেই পারি।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

কূকরা বলেছেন: গরু মেরে জুতা দান
প্রকাশ্যে একজনকে "মুর্খ" ট্যাগ দিলেন, তারপর বিষয়টা উনাকে ধরায় দেয়ার পর গোপনে একটা অখ্যাত পোষ্টে যেয়ে ক্ষমা চেয়ে আসলেন।
সুশীল কি আর গাছে ধরে?

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজন রয় - এখানেও দেখলাম। ওখানেও দেখলাম!

সাঁইিজ সংক্ষেপে যা বলেছেন- এর উপরে কি আর কথা চলে?

ভাল থাকুন সকলে :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৫

স্বতু সাঁই বলেছেন: হা হা হা.... আজ কাল কম দেখা যায়।

৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

বিজন রয় বলেছেন: @ মোহেবুল্লাহ অয়ন............ ধন্যবাদ।

তবে আমি যদি কোন খারাপ ভাষা ব্যবহার করি, কারো অনুভূতিতে আঘাত করি তো অবশ্যই আমাকে দোষ দিবেন, তারা আমাকে বা অন্যদেরকে যা বলেছে সেটা কোন পর্যায়েরও তা একটু ভেবে দেখার অনুরোধ থাকল।

আর স্বতু সাঁই মানে উনিই ভাল বলতে পারবেন।

৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

বিজন রয় বলেছেন: হায়রে, হায়!! আর কত ধরা খাবে রে!!!!

আমি পলাতক মুর্গের কাছে তার ব্লগে দুঃখ প্রকাশ করে এসেছি সেই সন্ধ্যা ৬.২৪ মিনিটে!
আর বলে কিনা সে রাত ১০.৪০ মিনিটে বলার পর!!!!!!!!!!!!!

হা হা হা ............. এরই নাম..... ???

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চাদ্গাজী কই? উনি মাঝে মাঝে স্যাভেজ টাইপ কমেন্ট করে। =p~

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



@কূকরা,

ব্লগে ব্লগারেরা ব্লগিং করেন; তাঁরা তাঁদের জগতে আছেন; আপনার নিজের জগত আছে, সেখানে থাকেন; সেটা হবে সবার জন্য ভালো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

স্বতু সাঁই বলেছেন: নিজে না লিখতে পারলে কি করার আছে। অন্যেরে তো খুজলাইতে হইবো। এই আর কি....



পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৬০টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৪ সপ্তাহ ১৩ ঘন্টা
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

৩৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: সতুসাঁইকে অনেক অনেক ধন্যবাদ পোষ্ট করার
জন্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১

স্বতু সাঁই বলেছেন: ধন্যবাদ আপনাকেও। শুভকামনা রইলো।

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯

রাবেয়া রাহীম বলেছেন: বিজন রয়!
জগতটা এমনই হয়!!


জগতের নিয়মেই জগত চলে যে সাইজী !!

ভাল লাগলো কবিতার কথাগুলি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৬

স্বতু সাঁই বলেছেন: জগত গড়েছে ওরা,
জগতে পরেছি বাঁধা মোরা।


ধন্যবাদ, শুভকামনা।

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২২

ওমেরা বলেছেন: নানাজান অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্ত কথাগুলো গুছিয়ে লিখতে পারছি না বলে খুব কষ্ট লাগছে । আপনাকে অনেক ধন্যবাদ নানাজান ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯

স্বতু সাঁই বলেছেন: নাতনীর আবেগ প্রকাশই নানার হৃদয়ে গেঁথেছে। আর নাতনীর বলার প্রয়োজন কি আছে? ধন্যবাদ, শুভকামনা।

৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৭

ফেল কড়ি মাখ তেল বলেছেন: বাপ দাদাদের মুখে শুনেছি, কোন হিন্দু দশ মাইল হেটে হলে আরেক হিন্দুর নিকট সদায় কিনবে তাও কোন মুসলমানকে দুই টাকা ব্যবসা করতে দিবে নাহ??

ব্লগে এত কুকিল কন্ঠি ব্লগার লাঞ্চিত হয়, আমাদের সাই ঠাকুরের কারো দিকে দৃস্টি পড়লো নাহ, এখানে একদম নিজের সজাতি ভাইকে নিয়ে কবিতা উৎসগ করা???

সাই বাবু আবার ইদানিং ব্লগে ভাই গিরিস চন্দ্র মত ইসলামী স্কলার সাজছে??? কোরবানি গাই গরু উনার মনে নানাবিধ প্রশ্ন???

তো বাবু মশাই আপনাদের রাম শিতা কে নিয়ে কিছু লিখুন, আমারা কিছু জানি????

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬

স্বতু সাঁই বলেছেন: সাঁইজীর শিশ্নের অগ্রভাগের মাংশপিণ্ড ছেদন করা। তাই সাঁইজী আগে নিজেরটাই কচ্ছে। নিজেরটা শেষ হলে তারপরে অন্যেরটা ধরবে। বুঝতে পেরেছেন মশাই?

৩৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

চেংকু প্যাঁক বলেছেন: কূকরার কবিতা কিন্তু একেবারে খারাপ হয় নাই।
এবং -
"বিজন রয়দের
রক্ষার জন্য
কবিতা উপন্যাস লিখে তাহারা
হবে ধন্য"
- এই অংশটা একদম প্রায় আক্ষরিক ভাবেই পরের কমেন্টগুলোতে বাস্তবায়িত হয়েছে।

আর বিজন রয়ের ভন্ডামি তো একদম স্পষ্ট। প্রকাশ্যে অপমান করলে প্রকাশ্যে মাফ চাইতে হয়, উনি সেটার ধারে কাছ দিয়েও যান নাই। আবার বিষয়টা নিয়ে ব্লগার পলাতক মূর্গ কমেন্ট করার আগ পর্যন্ত উনি ঘাপটি মেরে ছিলেন।

শুধু তাই নয়, উনি যখন ১৯ নম্বর কমেন্টে বুক ফুলিয়ে দাবি করলেন "আমি কোথাও খারাপ কিছু বলিনি, আমার ব্লগিং জীবনে আমি কোথাও কাউকে এতটুকু অপমান করিনাই, খারাপ ভাষায় কথা বলি নাই। কেউ কোন প্রমাণ হাজির করতে পারবে না। কেউ আমার বিরুদ্ধে সে কথা বলতেও পারবে না।" তখন কিন্তু ১০:২৫ বাজে। এর কয়েক ঘন্টা আগেই কিন্তু উনার প্রচ্ছন্ন ভন্ডামি ব্লগের পাতায় রেকর্ড হয়ে গেছে।

একটা কথা জিগ্যেস করি: সন্মানিত সাঁই বাবা অথবা কবি বিজন রয়দের চামড়ার পুরুত্ব কতখানি? গন্ডারের চেয়ে বেশি না কম?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

স্বতু সাঁই বলেছেন: বিজন রয়ের কথা বলতে পারবো না, তবে আমি আমার কথা জানি। আমার একটা মিনি চিড়িয়াখানা আছে। সেখানে কিছু পশু পাখি আছে। তাদের সাথে থাকতে থাকতে, তাদের ভাষা শিখে গেছি। যেহেতু পশু পাখির সাথে থেকে ওদের ভাষা শিখেছি এবং ওদেরকে পোষ মানাতে পারি, তাহলে বলা যেতে পারে যেকোন পশুর চেয়ে আমার গায়ের চামড়া অনেক মোটা। আশাকরি এতোক্ষনে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

৪০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

সনেট কবি বলেছেন:





রোহিঙ্গা দায়িত্ব

রোহিঙ্গা নির্যাতনের অপরাধী মগ
আর বাঙ্গালী কাদের দ্বারা নির্যাতীত
হয়েছিল, সে কথাকি ভুলেছি আমরা?
সব জানোয়ার এক, সবাইকে ঘৃণা।
রোহিঙ্গা একা বাঙ্গালী নিবেনা, তাদের
বিশ্বের সবাই নিবে, তাতে বাঙ্গালীর
ভাগে যে ক’জন পড়ে তা’নানিলে পরে
কিছু বলার থাকলে তখন বলবে।

মিয়ানমার জাতির রাখাইন মগ
বিশ্বসেরা অসভ্যের জানোয়ার জাতি
সেটা অকপটে বলি, এ অনস্বীকার্য।
তবে তাদের আঘাতে বিতাড়িতদের
সামলানো আমাদের একার দায়িত্ব
কখনো হতে পারেনা এটাও স্বীকার্য।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

স্বতু সাঁই বলেছেন: সনেট কবি দেখি রহিঙ্গার প্রচারণার দায়িত্ব পেয়েছেন ভালোই। হা হা হা.... কবি এসবে কি ভালোই পয়সা কড়ি মেলে তাই না?!!!

৪১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২

বিষাদ সময় বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ স্বতু সাঁই। একজন মানুষ হিসাবে আপনার পাশে আছি বিজন রয় আর আপনার উপর যে সব ভাষা প্রয়োগ করা হয়েছে একজন মুসলিম হিসাবে সে জন্য লজ্জিত। মুসলিম, হিন্দু তো মানুষের মাঝে হয়...........অনেকে মানুষ হওয়ার আগেই হিন্দু, মুসলিম হয়ে যায়...............

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

স্বতু সাঁই বলেছেন: মুসলিম ইতিহাস ভালো কোনদিনই ছিলো না। কারণ এরা ধর্মান্তরিত সম্প্রদায়। ধর্মান্তরিত কখনও উচ্চবর্ণের লোকেরা হতো না। কারণ উচ্চবর্ণের লোকেরা সমাজের সকল সুবিধা ভোগ করতো। ফলে তাদের ধর্মান্তরে কোন লাভ ছিলো না। তাই ধর্মান্তরিত হতো নিম্নবর্ণের লোকেরা। এরা বরাবরই ধর্মান্তর হতো কারণ এরা উচ্চবর্ণের দ্বারা সব সময় নির্যাতিত হতো। একটু সুখের আশায় এরা বার বার ধর্মান্তরিত হয়ে শেষে এসে মুসলমানে ঠেকেছে। এদের মধ্যে না ছিলো শিক্ষা, না ছিলো সংস্কৃতির দিক্ষা। এই হলো মুসলমানের ইতিহাস। এদের কাছে কি আর আশা করা যা্য। ধন্যবাড, শুভকামনা।

৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



@ফেল কড়ি মাখ তেল,

আপনি ব্লগিং'এর কেহ নন, আপনি ভয়ংকর কিছু একটা, জঘন্য

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

স্বতু সাঁই বলেছেন: এতোক্ষনে ক্লাসিফিকেশন হয়তো বুঝতে পেরেছেন।

৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

বিজন রয় বলেছেন: অন্যায়ভাবে যারা আমাকে ক্রমাগত আক্রমন করছে তাদের জন্য নয়, একটি বিষয় নিয়ে কথা বলছি শুধুমাত্র আমার শুভাকাঙ্খী প্রিয় ব্লগারদের জন্য, যেন আপনারা বিভ্রান্ত না হন................

বিষয়টি হলো, তারা অন্য কোন কিছু না পেয়ে একটি ব্যর্থ অজুহাত সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে, আমি কেন পলাতক মুর্গকে পলাতক মূর্খ বলেছি

আমি সেটা কেন বলেছি বা আমার কেন অমন হলো, বিষয়টি যখনই গতকাল আমার নজরে এসছে সাথে সাথে সেটা আমি পলাতক মুর্গর ব্লগে যেয়ে বলে এসেছি এবং দুঃখ প্রকাশ করে এসেছি। এই পোস্টের ২৪ এবং ৩২ নম্বরে করা আমার মন্তব্য দুটি দেখুন।

তারপরও তারা অজুহাত দাঁড় করাচ্ছে............ তাই আরো পরিস্কার করি...........

ব্লগার আদর্শ সৈনিকের সেই পোস্টে পলাতক মুর্গ আমাকে প্রথম বলেন.............০৯ নম্বর মন্তব্য......... বিকেল ৫.০১ মিনিট। আমি উত্তর করি ১২ নং মন্তবে বিকেল ৫.২০ মিনিট, পলাতক মুর্গ আমাকে ভুল ধরিয়ে দেয় ১৯ নং মন্তব্যে সন্ধ্যা ৬.০৮ মিনিট, আর সেটা আমার চোখে পড়ার সাথে সাথে আমি পলাতক মুর্গর ব্লগে যেয়ে দুঃখ প্রকাশ করি ০১ নং মন্তব্যে ৬.২৪ মিনিট।

এটা থেকে সব পরিস্কার।

তারপর থেকে পলাতক মুর্গ অার আমাকে কিছু বলেন নাই, কিন্তু তারা অহেতুক বাজে কথা বলেই চলেছেন। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন।

আমি পলাতক মুর্গর জায়গায় পলাতক মুর্খ ( ভুল বশত ) কেন বললাম সেটা বড় নাকি তারা যেসব অশ্লীল ভাষায় আক্রমণ করছে সেটা বড় তা আপনারই বিচার করুন।




০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

স্বতু সাঁই বলেছেন: ওদেরকে বোঝানোর চেষ্টা ব্যর্থ চেষ্টা। কথায় আছে "বুনো কচু বাঘা তেঁতুল", "ইট মারলে পাটকেল খেটে হয়", "লোহায় লোহা কাটে", "বিষে বিষ মারে"। এদের উপর এসব প্রবাদ প্রযোজ্য। এরা ম্লেচ্ছ, এরা ভদ্রতা কখনই শিখবে না।

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

ফেল কড়ি মাখ তেল বলেছেন: @চাঁদগাজী বলেছেন ব্লগে বলেছেন ব্লগিং এর কেঊ নন???? জঘন্য কিছু একটা??

সামুতো গাজী সাহেবের পিতা মহের সম্পত্তি যে ওনি যাহা বলিবেন তাহা ই হইবে।

বামপন্থি ইনু, মেনন এর চেলা ঘোর নাস্তিক এই ব্লগার চাঁদগাজী। শেখ মুজিব কে মেরে এরাই টেংক এর উপর নিত্য করেছিল। এখন ব্লগে এসে তিনি সাম্যর বাণী গান। তিনি মুক্তিযোদ্ধা গেরিলা বলে ইতিমধ্য তিনি সামুতে পাবলিক সিমপেন্থি অর্জন করেছেন।

ওনার মত ঘৃনিত নিল্লজ ব্লগার বাংলা ব্লগ সাইটে আর কেঊ নেই??? ব্লগে সুরুতে ওনার অশালীন, অমার্জিত মন্তব্য সবাই এসে ওনার মুখে থুথু দিয়ে গেছেন, বেন হয়েছেন অনেক ব্লগে, সামুতে অনেক সৃজনশীল পুরুষ মহিলার পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য জন্য ওনার কে নিয়ে পোস্ট দিয়ে ওনার মুখে থুথু চিটিয়েছেন??

ওনার মত মানুশ কিভাবে ব্লগি সুন্দর করার কথা বলে?? ওনি নিজে ই তো ব্লগিং জগতে এক দাগী আসামী।

৪৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

কানিজ রিনা বলেছেন: ফেল করি মাখতেল শান্ত হও কেউ ভুল
মন্তব্য দিয়েছে মনে হলে তাকে বুঝিয়ে
সুন্দর উত্তর দেওয়া প্রকৃত শিক্ষিতর পরিচয়।
কুকরোকে শান্ত হওয়ার অনুরোধ রইল।
ব্লগে সবাই সবার এখানে জাতপাত রেখে
কথা বলা গালাগাল করা ব্লগের পরিবেশ
নষ্ট করা কোনও ব্লগার দায়িত্ব্যহীনতার কাজ
করবেনা বলে আসা রাখি।
আমরা প্রলয়ংকারী বন্যাকবলীত মানুষের
নিয়ে সেই সাথে রহীঙ্গারা মানবতা লঙ্ঘীত
এক করাল গ্রাসে নিপানিত। আমরা লেখার
মাধ্যমে তাদের বেঁচে থাকার প্রেরনা হতে
পারি। এখানে নানান মতবাদ আসতে পারে
তা সুন্দর ভাষার মাধ্যমে বুঝিয়ে দেওয়াই
জ্ঞানী ব্লগার হবার প্রয়াস রাখে। ধন্যবাদ।

৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

স্যাম উইনচেষ্টার বলেছেন: বিজন রয়ের এরকম সস্তা, সারবত্তাহীন গণকমেন্টের স্বভাব পাল্টানো দরকার। উনি মনে করছেন উনি সবার সাথে ভাল সম্পর্ক বজায় রাখছেন। বাস্তবে পুরো লেখা না পড়ে এরকম সাধু, চোর, খুনী, মেধাবী সবার সাথে একজনের যোগাযোগটা বালখিল্যতা ছাড়া কিছু না। আগেও উনার এরকম আলোর গতিতে দুইপয়সা দামের গণ কমেন্ট করার ব্যাপারে পোস্ট এসেছে ব্লগে। এরকম সব পোস্টে গণহারে সস্তা কমেন্ট করাটাও একরকমের ফ্লাডিং।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

স্বতু সাঁই বলেছেন:

পোস্ট করেছি: ২টি
মন্তব্য করেছি: ৩৭টি
মন্তব্য পেয়েছি: ১টি
ব্লগ লিখেছি: ১ বছর ৩ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

১ বছর ৩ মাসে পোস্ট করেছি: ২টি। আহা!! এই মুখে উপদেশ বাণী!!!! হাসি পাইলো, একটু হাসি, হা হা হা..........

৪৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

বিষাদ সময় বলেছেন: আমার মন্তব্যের উত্তরে আপনার পাইকারি মন্তব্যে কিছুটা আহত হলাম। আসলে আপনার কাছ থেকে আরও পরিপক্ক মন্তব্য আশা করেছিলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

স্বতু সাঁই বলেছেন: জ্বী ভাই বুদ্ধি কম। পরিপক্ক উত্তরটা আপনি সকলকে জানিয়ে দিন। যেহেতু আপনি আমার ভুলটা বুঝতে পেরেছেন সেহেতু সঠিকটা আপনারট জানা।

৪৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: উপরে একজন ভীষণ জনপ্রিয় ও জ্ঞানী ব্লগারকে দেখতে পাচ্ছি!!!!

উনার কথা শুনে আমার মনে পড়ছে ব্লগার শতদ্রু একটি নদীর নাম অরফে বৈশাখের আমরণ নিদাঘ <<< স্যাম উইনচেষ্টার????

তা আপনার কি খবর??

বলি নিজের কাজ করুন।
আর যদি পারেন তো ব্লগিং করে আমার সবকক্ষ হন।

দেখুন যারা কাজ করে তাদের ভাল-মন্দ দুটোই নিয়ে মানুষ কথা বলতে পারে, তাতে যে কাজ করে তার কিছু যায় আসে না।

আপনি ভাল থাকুন।
আপনার জন্য শুভকামনা রইল।

৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০

স্যাম উইনচেষ্টার বলেছেন: ১ বছর ৩ মাসে পোস্ট করেছি: ২টি। আহা!! এই মুখে উপদেশ বাণী!!!! হাসি পাইলো, একটু হাসি, হা হা হা..........


আমার পরিসংখ্যান আমাকে দেখানোটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? আপনি নিজেই তো এই নিকে তিন মাস ব্লগিং করে সবাইকে নসিহত দিয়ে বেড়াচ্ছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮

স্বতু সাঁই বলেছেন: আমি তো আপনাকে না সকলকে দেখালাম, এটাও বুঝলেন না?!!!!

৫০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৪

স্যাম উইনচেষ্টার বলেছেন: দেখা যাচ্ছে শতদ্রু একটি নদীর নামও এখন বিজন রয়ের তুলনায় ফালতু ব্লগার হয়ে গেছে সামুতে। হাহা। বিজন রয় সাহেব দেখা যাচ্ছে নিজেকে এখন মহান ভাবা শুরু করে দিয়েছেন কমেন্ট ফ্লাডিং করে। করেন। তবে আপনার সমকক্ষ হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই এভাবে ব্লগের ডাটা নষ্ট করে জায়গায় জায়গায় ছোলাবুটের কমেন্ট ফ্লাডিং করে।

৫১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

স্যাম উইনচেষ্টার বলেছেন: নিজেই আমার বক্তব্যের প্রমাণ দেখিয়ে দিলেন প্রতিমন্তব্যে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৮

স্বতু সাঁই বলেছেন: আর আপনার এই মন্তব্যে কি নিজেকে ভীষন বুদ্ধি প্রমান করলেন??!! আবারও হাসি পেলো, হা হা হা ..

৫২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

স্যাম উইনচেষ্টার বলেছেন: হাসতে থাকেন। আপনার মত স্বঘোষিত নসিহতদানকারীরা সামুতে গত বারো বছর ধরেই বিনোদন দিয়ে আসছে সবাইকে। ঠিক আপনার মতই চালচলনের একজন নিজের নামে উইকিপিডিয়ায় পেইজও খুলেছিল। সেখানে আপনি তো কমই করছেন =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

স্বতু সাঁই বলেছেন: পেজটা কি আপনি খুলে দিয়েছিলেন? বিনোদন ছাড়া আছেই কি? লাইফকে এতো অল্পতেই ফ্রাস্ট্রেশনে ফেলেছেন?

৫৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

কাছের-মানুষ বলেছেন: বিজন বয় উদিয়মান ভাল কবি।
পোষ্টের পড়ে বুঝার চেস্টা করছি।

৫৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

স্যাম উইনচেষ্টার বলেছেন: লেখক বলেছেন: পেজটা কি আপনি খুলে দিয়েছিলেন? বিনোদন ছাড়া আছেই কি? লাইফকে এতো অল্পতেই ফ্রাস্ট্রেশনে ফেলেছেন?



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
সারাদিন অনেক কষ্টে আপনার বিনোদন দেখেও হাসি আটকে রেখেছি, এবার আর পারলাম না, হাসির শব্দে আশেপাশের লোকজনের ঘুম ভেঙ্গে গেছে। চালিয়ে যান। চাইলে আমাকে বেকুব, গাধা, ছাগল, ভেড়া লিখে পোস্টও করতে পারেন, সামুর ভাড় আমার নামে পোস্ট দিলে এই তুচ্ছ জীবন ধন্য হয়ে যাবে আমার।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

স্বতু সাঁই বলেছেন: কারণ ছাড়া হাসে পাগলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.