নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

বাক-স্বাধীনতাকে আবার নতুন করে দেখলাম

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

খুব বাধিত হতাম কোরান সত্য নাকি হাদিস সত্য, কোন সত্যে ধর্ম সত্য সরানোর কারণ দেখিয়ে নোটিশ পেলে। যাই বলুন, বাক-স্বাধীনতাকে আবার নতুন করে দেখলাম।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

আবু তালেব শেখ বলেছেন: আপনার সমস্ত আলোচনা ইসলাম বিদ্বেষী। বাকা পথ ছেড়ে সোজা পথে আসুন

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

স্বতু সাঁই বলেছেন: পোস্টে গিয়ে কোনটা বিদ্বেষমূলক তা কোট করে আলোচনা করুন। অন্ধকারে তীর ছুঁড়লে হবে না।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,মানুষের মনে আঘাত দিয়ে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখে লাভ কি? তারচেয়ে ভাল সমাজের অনেক অংসগতি নিয়ে লিখুন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

স্বতু সাঁই বলেছেন: অনুভূতি কি সব অজ্ঞদের অন্তরে বাস করে?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

অস্থায়ী জীবন বলেছেন: ব্লগের এডমিন তোমার মতই একজন নাস্তিক মনে হয়। খুব চালকির সাথে তোমার মূল পোষ্ট সরিয়ে দিয়েছে আর এই পোষ্টের মাধ্যমে সেই সরানো পোষ্ট সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছে। হা হা

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

স্বতু সাঁই বলেছেন: নাস্তিকের সংজ্ঞাটা কি বাপজান?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

স্বতু সাঁই বলেছেন: দুঃখিত। আপনি যদি সন্তান মনে করে তুমি সম্বোধন করে বলতে পারেন, তবে আমিও শ্রদ্ধা জানিয়ে বাপজান ডাকতে পারি। তাই নয় কি?

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্টে মন্তব্য ০ থেকে শুরু হইছে দেখি!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ফাউল লোক । ;)

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

আবু তালেব শেখ বলেছেন: সবাই একতা বদ্ধ হয়ে আপনার পোস্টে মন্তব্য করা বন্ধ করার দিন ঘনিয়ে এসেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

স্বতু সাঁই বলেছেন: আপনি কি মনে করেন, সামুর ব্লগাররা মেরুদণ্ডহীন। উনাদের নিজস্ব কোন চিন্তাভাবনা নেই? পারসোনালিটি নেই? নিজস্ব ভাবনার জগত নেই? তারা কি ভালো মন্দ কিছুই বুঝে না? আপনি সামুর ব্লগারদেরকে এতোটা নিম্নমানের ভাবেন? আছে আপনার মতো এইরূপ একটি শ্রণীভুক্ত কিছু ব্লগার অথবা আপনি একাই হয়তো এসব একাধিক নিকের অধিকারী, যে বিশৃংখলা তৈরী করতে চান ব্লগে। কিন্তু সবাই আপনার মানসিকতার না। ব্লগে অনেক ব্লগার আছে, যারা আপনাদের অকথ্য কথনের উত্তর দিতে ঘৃণা বোধ করে বলে নিরবে থাকে। তাদের নিরবতাই প্রমান করে আপনারা কতোটা জঙ্গী। সভ্যতা শিখুন এবং সমাজটাকে সভ্য সমাজে গড়ে তুলুন। নইলে একদিন আপনারাই বিতাড়িত হবে সভ্য সমাজ থেকে।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

টারজান০০০০৭ বলেছেন: মতপ্রকাশের স্বাধীনতার নাম বিচি প্রদর্শনের অধিকার কখনো মানবাধিকার হইতে হইতে পারে না ! X( উহা পাঁঠাধিকার হইলেও হইতে পারে ! :D ব্লগ যেমন ছাগু সম্প্রদায়ের ল্যাদানির জায়গা নহে তেমনি পাঁঠাদের বিচি প্রদর্শনের জায়গায়ও নহে ! মডু ঠিক কাজটিই করিয়াছে ! মডুকে ধন্যবাদ !

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০

স্বতু সাঁই বলেছেন: আপনি ছাগলের পাঁঠা ও বকরী দু'টি প্রকার ভেদের কথা উল্লেখ করলেন। আরও একটু ভেদ আছে যা বলা হয় খাসী। খাসীদের কর্ম কি?

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

টারজান০০০০৭ বলেছেন:
পাঁঠাদের বিচি ফেলাইলেই খাসি হইয়া যায় ! উহাদের শ্রেণীকরণ এখনো হয় নাই ! করিতে হইবে দেখিতেছি ! মনে করাইয়া দেওয়ার জন্য ধন্যবাদ !

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

নতুন নকিব বলেছেন:



সাঁই,
আপনার সাথে কথা বলে মজা হচ্ছে না। আগের পোস্টের সেই প্রশ্নের (১৪ নং) কোন জবাব দিলেন না। আয়-বানিজ্য কেমন? ব্যবসায় নামতে চাই। বুদ্ধি শুদ্ধি কিছু দেন না ভাই।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

স্বতু সাঁই বলেছেন: মাথায় কি মগজ আছে?

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



আপনি রাগছেন কেন, দাদা? কথায় বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন!

আসুন, দুই ভা্ই মিলে চা পান করি।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

স্বতু সাঁই বলেছেন: এই জন্যই তো কইলাম, মাথায় মগজ নাই। থাকলে ঠাণ্ডা জবাবের মানেটা বোঝন যাইতো।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

নতুন নকিব বলেছেন:



মগজ কি জিনিষ, দাদা?

ঠান্ডা জবাব কেমন? ইহা কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে এখন কি শীতকাল চলছে? শীত-গ্রীষ্ম কেন হয়?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

স্বতু সাঁই বলেছেন: মগজ থাকলে না মগজ চেনা যায়।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

টারজান০০০০৭ বলেছেন: আমার মন্তব্য , "কোনো কিছুতেই যদি বিচির ভারমুক্ত হইতে না পারেন, তাহা হইলে রেললাইনে বিচি পাতিয়া ট্রেনের জন্য অপেক্ষা করুন !" ডিলিট করার তেব্র প্রতিবাদ জানাই !

মতপ্রকাশের স্বাধীনতার এমন বাধা অবশ্যই নিন্দনীয় !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.