নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

অনুগল্প : বইখোর
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

গ্রামটার নাম নিশ্চিন্তপুর। এখানে সবাই নিশ্চিন্তে থাকে। খায়, দায়, ঘুমায়, সন্তান উৎপাদন করে। পুরোপুরি একটি রূপকথার গল্পের মতো পরিবেশ এই গ্রামটির। এই গ্রামে থাকে একজন পাগল। সেই পাগল করে কি, গ্রামে ঘুরে ঘুরে মানুষের ঘর থেকে বই সংগ্রহ করে। পড়ে না, কিন্তু বইয়ের পাতা খায়। সে ভাবে যা খাবে তাই মনে থাকবে। এই ভেবে সে এ পর্যন্ত প্রায় একহাজার বইয়ের পাতা খেয়ে ফেলেছে। সে আরও ভাবে তার চৌদ্দগুষ্টির মধ্যে কেই বই পড়েনি বা খায়নি সেজন্য তারা জ্ঞানী হতে পারে নি। এই দর্শন থেকে সে বই খাওয়া শুরু করে। এ পর্যন্ত সে রবীন্দ্রনাথ, নজরুল, শেক্সপীয়র, জীবনানন্দ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পাবলো নেরুদা থেকে হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনের অনেক গুলো বইয়ের পাতা খেয়ে দেখেছে। তবে সেই পাগলের নাকি একেক জনের বই একেক রকম স্বাদ লাগে। কোনটা দইয়ের মতো, কোনটা পোলাওয়ের মতো, কোনটা চাটনী আবার কোনটা রাজভোগ এর মতো। কিন্তু কিছু বইয়ের পাতা মনে হয়েছে চটপটির মতো। তবে সে সবশ্রেণীর বইই খায়। এ ব্যাপারে তার কোন বাছবিছার নেই। সে যা পায় তাই খায়। তবে বই খেতে খেতে তার এমন অবস্থা হয়েছে যে অন্য কোন খাবার খেয়ে তার তৃপ্তি মেটে না। ভালো লাগলেই সে বই খায়। সে মনে করে বই খেতে খেতে একদিন সে বইখোর হিসেবে গিনেজ বুক অব রেকর্ড এ নাম লেখাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.