নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

টিভি প্যাঁচালি

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

টিভি প্যাঁচালি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


আরো নতুন ৫টি চ্যানেল অনুমোদন পেল আজ তা জানতে পারলাম আজকের বিভিন্ন দৈনিকের সংবাদে। এই ৫টি সহ এখন মোট অনুমোদনপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়ালো ৪৩এ। আর চালু আছে ২৬টি। আমার কথা হলো বাংলাদেশে জনসংখ্যার ন্যায় যেভাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাড়ছে সেহারে দর্শকপ্রিয়তা পাচ্ছে কি টেলিভিশন গুলো? আর এতগুলো চ্যানেলে কাজ করার মতো দক্ষ টেলিভিশন কর্মী কি পর্যাপ্ত আছে বাংলাদেশে? নাকি শুধু আমার একটি চ্যানেল আছে, বা আমার বাবার একটি টেলিভিশন চ্যানেল আছে, আমাদের প্রতিষ্ঠানের একটি চ্যানেল আছে, এইসব বুলি আওড়ানোর জন্য কি টেলিভিশন চ্যানেল বাড়ছে নাকি আসলে আমাদের দেশে আরো টেলিভিশন চ্যানেল দরকার। প্রকৃত তথ্যহলো পত্রপত্রিকা থেকে যা জানতে পারছি তা হলো : যে চ্যানেলগুলো বাজারে চালু আছে যেইসব চ্যানেল থেকে মাত্র ৫টি চ্যানেল লাভে আছে, এবং বেতন টেতন দিয়ে মোটামুটি ভালো আছে। চালু আরও ২১ চ্যানেলের অবস্থা মোটামুটি চলছে। এর মধ্যে যদি আরও চ্যানেল আসে, তাহলে প্রতিযোগিতাটা কেমন হবে বলে মনে হচ্ছে চ্যানেলে চ্যানেলে? এটাই ভাবাচ্ছে টেলিভিশনে কর্মরত কর্মীদের। শুধু চ্যানেলের জন্য চ্যানেল আসা দিয়ে বাংলাদেশের গণমাধ্যম শিল্পের কোন লাভ হবে বলে মনে হয় না। করতে হবে মানের চ্যানেল। করতে হবে টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের জন্য দক্ষ জনশক্তি। করতে হবে টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এছাড়া নিউমিডিয়া যেভাবে অগ্রসর হচ্ছে নিউজ, বিনোদন, ইনফোটেনমেন্ট সব সেক্টরে, সেখানে সনাতনি টেলিভিশন চ্যানেলগুলো কি করবে একমাত্র যাঁরা অনুমোদন দিচ্ছে তারাই বুঝতে পারবে। তবে দক্ষ কর্মী সৃষ্টি করা আগে প্রয়োজন। প্রয়োজন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান মানউন্নয়ন এবং সর্বোপরি স্পেশালাইজড চ্যানেল করা খুবই প্রয়োজন। কারণ খিচুড়ি এবং একই ধরণের অনুষ্ঠান, সংবাদ নির্ভর চ্যানেলের দিন বোধহয় ফুরিয়ে আসছে দিনে দিনে। তাহলে ভবিষ্যতে টেলিভিশন সেক্টরটা আবার না শেয়ারমার্কেটের মতো হয় কে জানে? তবুও আমরা চাইব ভালো চ্যানেল আসুক, ভালো ভালো অনুষ্ঠান প্রচারিত হোক, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারিত হোক চ্যানেল গুলো থেকো। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের বেসরকারি চ্যানেল যাত্রার। আপনি কি ভাবছেন??????????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B-) বাংলাদেশী গুণী শিল্পীরা কয়দিন পর পর রোডে নামে শুধু সেগুলো প্রচার করেই চ্যানেল গুলো ভাল ইনকাম করতে পারে। কারণ, গুনী শিল্পীদের রাস্তার তিড়িংবিড়িং জাতিকে ব্যাপক বিনুদিত করে! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.