নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আমার পরিচয়

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

কবিতা
আমার পরিচয়
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমার পরিচয় আমি মানুষ
আমার পরিচয় আমি বাংলাদেশের মানুষ
আমার পরিচয় আমি বাংলায় কথা বলি
আমার পরিচয় আমি মাকে ভালোবাসি
ভালোবাসি পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ইছামতি
আড়িয়াল খাঁ, মাতামুহুরী, হালদা, কীর্তনখোলা।
আমার পরিচয় আমি একবেলা খাই
তিনবেলা উপোস থাকি, তবুও আনন্দে বাঁচি।
আমার পরিচয় বিশ্ব জানে ঝড় জলোচ্ছাস, বন্যা মহামারি
আর না খেতে পাওয়া কোটি কোটি মানুষের আহাজারি।
আমার পরিচয় রূপালী ইলিশ, বিলের পর বিল জুড়ে ধানক্ষেত।
আমার পরিচয় রবীন্দ্র নজরুল জীবনানন্দের অপরূপ বাংলার কবিতা ও গান
আমার পরিচয় লাল নীল পদাবলী দূর্বাঘাস সুপোরি চুন ও সবুজ পাতার পান।
আমার পরিচয় নৌকা সাম্পান ভেলা ডুগডুগি একতারা দোতরা বাঁশের বাঁশি
আমার পরিচয় আহারে শ্যামলি বাংলা আহারে বাংলাদেশ বড্ড ভালোবাসি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মানুষে মানুষে ভালবাসাই একমাত্র মুক্তির পথ।
মানুষকে ভালবাসুন।
মানুষেরে পাশে থাকুন।
আপনার গর্ব আপনি একজন বাঙালী।
বাংলা আপনার মা।
অনন্য সুন্দর উপস্থাপনা।
বাংলার মাটিতে আছে বিপ্লবের বীজ,
বাংলার মানুষ দেশের তরে শহীদ হতে জানে।
কারণ বাংলার আশমানে আছে পরমপিতার আশীর্বাদ।
কবিতা পাঠে বিমুগ্ধ হলাম প্রিয়কবি।
হে স্বদেশপ্রেমিক কবি! আপনাকে জানাই রক্তিম অভিনন্দন।
প্রিয় কবিবন্ধুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত আর প্রতিনিয়ত।
পাশে থাকুন, পাশে রাখুন।
সদা-সর্বদা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: আমার পরিচয়
আমি জম্মেছি এখানে, এই মাটিতে
আমি বাংগালি, বাংলা আমার মা,
আমি স্বাধীন বাংলার সন্তান।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


এসব পরিচয় অনেক শুনেছি, আপনি বরং ব্লগার হিসেবে পরিচয় দিলে কিছুটা নতুনত্ব আসবে

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে বিমুগ্ধতা রেখে গেলাম কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.