নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন বাবুকে খোলা চিঠি

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

জীবন বাবুকে খোলা চিঠি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

জীবন বাবু (জীবনানন্দ দাশ) আপনাকে লিখছি
রবীন্দ্রনাথের সেই ডাকঘর ও নেই অমলও নেই
তাই ডাকে আপনাকে চিঠি পাঠাইনি লিখছি সরাসরি
সেদিন গ্রামে গেলাম, আপনার রূপসী বাংলা ঠিকই আছে
কিন্তু গ্রামের সেই মানুষগুলো সব বদলে গেছে মনে হয়।
তারা আর প্রকৃতি ও পাখির ডাকে জাগেনা, জ্যোস্না মেখে ঘুমায় না
চাঁদ দেখে তারা আর কবিতা লেখে না, সারাক্ষণ তাকিয়ে থাকে সেলফোনে
শহুরে বাতাস লেগেছে গাঁয়ে তাই গাঁ আর গাঁ নেই মানুষ আর মানুষেতে নেই।
সারা গ্রাম একসময় সন্ধ্যা হলেই আঁধারের স্বরলিপি হয়ে বাজতো
আর হারিকেন কিংবা কূপির আলোয় গ্রামগুলোকে মনে হতো রূপকথার গ্রাম
আর এখন শহরের মতো ঝিকিমিকি আলোর নাচনে টিভির কম্পনে
সিএনজি’র শব্দে শহরকেও হার মানিয়ে দেয় অনেক সময়।
জীবনবাবু জীবনের চলার নিয়মে সবকিছু বদলায় সবকিছু ভেঙ্গে নতুন হয়
কিন্তু গ্রামবাংলার প্রকৃতিও যে এত কমসময়ে দ্রুত বদলে যাবে কে জানত?
বেতফলের ম্লান চোখের কোন তরুণিকে আমি খুঁজে পাইনি গাঁয়ে
কোন মুনিয়া, দোয়েলের শিস কিংবা কাকের কর্কশ ধ্বনি কবুতরের ওড়াওড়ি
কিছুই পাইনি এবার গ্রামে গিয়ে। তাহলে কি রূপসী বাংলার রূপের পসরার হাট ভেঙ্গে গেছে?
পুঁজির কাছে হেরে বসে আছে জীবনের গান, মানুষ হচ্ছে খালি ম্লান আর ম্লান।
সবকিছু দেখে শুনে চোরা কান্না পায় বুকে, আহা জীবনের জয়গান, আহা প্রকৃতির জয়গান
জীবনবাবু আপনি সারাজীবন প্রকৃতির সাধনা করেছেন লিখেছেন প্রকৃতির কথা কত কবিতায়
আহা সবকিছু আজ শুধু ব্যর্থ মনে হয়, শূন্য মনে হয়, কোথাও নেই আজ বনলতা সেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

ন্যায়দন্ড বলেছেন: জীবনবাবু, রবিবাবু আর নাই, তাদের কীর্তি আছে।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

সালাউদ্দীন খালেদ বলেছেন: আর একটু কাব্যিক হলে ভাল লাগত। ধন্যবাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: সবই হারিয়ে গেল।
তবু মনে পড়ে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



পরিবর্তনের দরকার ছিলো, তবে মুল্যবোধহীন পরিবর্তন ঘটেছে

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.