নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার প্রধান অন্তরায় কি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

বাংলা ভাষার প্রধান অন্তরায় কি?
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

৫২ এর ভাষা আন্দোলন। বাংলাকে প্রতিষ্ঠিত করতে হবে। শহীদদের লালরক্তে রঞ্জিত হয়ে বাংলাভাষা পায় জাতীয় মর্যাদা ১৯৫২ সালে। এরপর পদ্মা যমুনা বুড়িগঙ্গা ধলেশ্বরী কর্ণফুলী দিয়ে কত প্রবাহিত হলো পানি। পানিও পেল নানা বৈচিত্র্যের স্বাদ। কিন্তু বাংলা ভাষা অচল থেকে আর সচল হলো না। এটা সবক্ষেত্রে না। বিশেষ করে আইন আদালত, শিক্ষাব্যবস্থা ও এলিটদের মুখে এখনও জায়গা করে নিতে পারলো না আমার প্রিয়তম বাংলাভাষা। এখনও এলিটরা গালি দিলে ইংরেজিতে দেয়। বক্তৃতা দিলে ইংরেজি তে। এমনকি ভালোবাসার প্রকাশেও দেখি ইংরেজি বুলির অবাদ প্রয়োগ। বাংলা কি তাহলে ব্রাত্য ভাষা? এ ভাষা দিয়ে কি শুধু মা ডাকো, সবজিওয়ালা সবজি বিক্রি করবে, গাড়ির ড্রাইভার গালি দেবে বাংলাভাষায় কথা বলবে রিক্সা ওয়ালা, কুলি, ড্রাইভার, মিস্ত্রি আর অন্ত্যজ শ্রেণীরা?। তাহলে যাঁরা বাংলাভাষাকে একটি স্বতন্ত্র্য ভাষা হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম আত্মত্যাগ করে গেলেন, এটা কি শুধুই বৃথাই? এটার কি আর কোন মাহাত্ম্যই নেই আমাদের এলিটদের কাছে। আমাদের বিদেশীদের কাছে দাসত্বের অভ্যাস ছিল এখনো আমরা বিদেশী বলতে অজ্ঞান। বিদেশীরা তাঁদের দেশে পূজ্য না হলেও আমাদের দেশে খুবই পূজ্য। তাদের সাথে সাথে তাদের মুখের বুলিও পূজ্য। আহারে টাকার কাছে ভাষার আত্মবলিদান! টাকার কাছে বিক্রি হতে হতে আমরা ভাষা কেন আমাদের পুরো সংস্কৃতিকেও তো ভুলতে যাচ্ছি। অথচ ভাষার মাস এলেই ভাষার জন্য দরদ একেবারে উথলে উঠে। বাংলাদেশের সবগুলো এফএম রেডিও বাংরেজিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন। ইংরেজি গানের প্রচারক হয়ে উঠছে এফ এম গুলো। টেলিভিশন গুলোও ইংরেজি বাংলা মিলিয়ে খিচুড়ি একটা বাংলা ভাষার চর্চাকে এগিয়ে রেখেছে। উচ্চশিক্ষায় বাংলার ব্যবহার, আইন আদালত ও অফিসে বাংলা ভাষার ব্যবহার পুরোমাত্রায় না হলে, কিংবা এলিটরা বাংলাকে একটি মর্যাদাপূর্ণ ভাষা হিসেবে না নিলে আমাদের বাংলাভাষার অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠবে। পরে পালি সংস্কৃতি ও সাধু ভাষার মতো একটি মৃত ভাষা হিসেবে জায়গা পাক আমাদের প্রাণপ্রিয় মাতৃভাষা তা আমরা চাইনা। সরকার, আপনি আমি প্রত্যেকের সদিচ্ছাতেই
বাংলা পাবে প্রাণ। বিশ্বে বাড়বে বাংলা ভাষার মান। বাংলা ভাষার মান দিন দিন বৃদ্ধি পাক।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আ-মরি বাংলা ভাষা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.