নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২

অণুগল্প
আঙুল
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

তর্জনী আর বৃদ্ধাঙ্গুল এর মধ্যে কথাবার্তা হচ্ছে। এই আঙুল দুটি আবার বিখ্যাত জনপ্রিয় কথা সাহিত্যিকের আঙুল। বৃদ্ধাঙ্গুল : শোন আমরা দুজন লেখকের অন্যান্য আঙুলের চেয়ে প্রিয়, কারণ আমি আর তুই মিলে কলম ধরি, আর কলম নিয়ে চিন্তা করতে করতেই তো লেখক লিখে যান। আমাদের সঙ্গে তার কলমের সম্পর্ক প্রায় ৪০ বছরের। সুতরাং আমাদের দুজনের জন্য তিনি একটা উৎসব করতে পারেন, কি বলিস। তর্জনী বললো : এভাবে তো ভাবি নি কোনদিন! ঠিক বলেছিস আমরা উনার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আছি, কিন্ত আমরা তো দুটি অন্য সত্ত্বা। তাই নয় কি?। বৃদ্ধাঙ্গুল : অবশ্যই, আমরাও তো তার লেখার প্রতিটি ভাবনা, প্রতিটি চিন্তা ও সৃষ্টির সঙ্গে জড়িত। সুতরাং আমরাও তার খ্যাতির অংশ কি বলিস?। তর্জনী : চল কাল দুজনেই ধর্মঘট করে বসি। দুজনেই ব্যাথার ভান করি, দেখি উনি কি করে। যেই কথা সেই কাজ। পরদিন লেখক দেখলো তার বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে ব্যথা। লিখতে পারছে না, দুশ্চিন্তার মধ্যে আছেন লেখক। কারণ এই দুই আঙুল ছাড়া যে তার লেখা হবে না। কারণ লেখক আবার কম্প্যুটারে লেখেন না। সুতরাং আর কি করা ডাক্তারের কাছে চললো লেখক..........।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

স্রাঞ্জি সে বলেছেন: বেশ, ভাল লাগা

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: স্রাঞ্জি সে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল। ভালো থাকবেন, অনুপ্রেরণা দেবেন।

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৫

কল্পদ্রুম বলেছেন: গল্পের বিষয়ের বৈচিত্র্য আমার ভালো লাগে।আপনার গল্প ভালো লেগেছে।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: কল্পদ্রুম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার গল্প আপনার ভালো লেগেছে এজন্য আমারও ভালো লাগছে। অনুপ্রেরণা দেবেন ভাই সবসময়। ভালো থাকুন।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

কাইকর বলেছেন: সুন্দর গল্প।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: কাইকর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: আপনার এই অনুগল্প গুলো আমার খুব ভালো লাগে।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করে যাচ্ছি অণুগল্প লেখার। আপনাদের অনুপ্রেরণায় আরো ভালো কিছু লিখতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করবো। ভালো থাকুন।

৫| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরেকটু এগিয়ে ফিনিসিং দিলে ভাল লাগত...

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো ভালো লেখার চেষ্টা করবো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.