নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

অণুগল্প
সিগারেট ছাড়ার ৩৬৫ দিন
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আগে একদিনে প্রায় ১০টি বেনসন লাগতো। ভালো মন্দ সব বিষয় শেষ বা শুরুর আগে সিগারেট এর এমন নেশা পেতো যেন মনে হতো এই মুহুর্তে সিগারেট এ টান না মারলে চলবে না। ভালো বাসতে যাবো সিগারেট লাগবে। সিনেমা দেখতে যাবো সিগারেট লাগবে। খাওয়ার পর সিগারেট লাগবে। একটি সুন্দর চিন্তা করছি সিগারেট লাগবে। ব্রেইন যেন সিগারেট ছাড়া কিছুই বোঝে না। সেই ইন্টারমিডিয়েট পাশের পর থেকে অনেক বছর সিগারেট চলতে লাগলো। সকাল, বিকাল, দুপুর, রাত সব সময়েই সিগারেট হয়ে গেল প্রাণের চেয়েও প্রিয়। দিনে দিনে চাকরি বাকরি হলো। বিয়ে করে সংসার হলো। ঘর আলো করে দু দুটো ফুটফুটে কন্যা সন্তান হলো। দুটোই এত ভালো, এত মজার, আমার জীবনটাই পাল্টে গেল। আর তাদের মায়ের কথা কি বলবো, সব সময় আমাকে বোঝাতো, তোমার এখন সিগারেট ছেড়ে দেয়া উচিত। এতে তোমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে, মনমেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বাচ্চারাও তোমাকে পছন্দ করছে না। আমি এরপর অনেক চিন্তা ভাবনা করে অনেকদিনের প্রিয় সাথী আমার প্রাণের দোস্ত সিগারেট ভাইকে এক নতুন বছরের পয়লা জানুয়ারি ছেড়েই দিলাম। সেই থেকে অনেকবার তার কথা মনে পড়লেও বাচ্চাও বাচ্চার মায়ের কথা চিন্তা করে আর তার দিকে মুখ ফিরে তাকাইনি। এখন তাকে ছাড়ার বর্ষপূর্তি হতে যাচ্ছে। আগামী বছরের ১ জানুয়ারি বর্ষপূর্তি হবে আমার সিগারেট ছাড়ার। ওই দিন ঠিক করেছি তিনশো পঁয়ষট্টি দিনে সিগারেট বাবদ যে ৪২ হাজার টাকা বেচে গেল, তার থেকে দুই বাচ্চার জন্য দুটি সুন্দর ড্রেস, মায়ের জন্য একটি সুন্দর শাড়ি এবং আমার জন্য একটি সুন্দর পাঞ্জাবি কিনবো। আর যেই টাকা গুলো বেচে যাবে সেগুলো খরচ করবো কিছু খাওয়া দাওয়া এবং গরীব দুটো ছেলেকে পড়াশুনার কিছু খরচ দিয়ে। এ রকম সুন্দর স্বপ্ন দেখানোর জন্য আমার দুই মামনি ও তাদের মাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো ভালো কাজ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

আশরাফুল উতপল বলেছেন: দারুণ ।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: আশরাফুল উতপল, অনেক ভালো লাগলো। গল্প পড়ে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

চঞ্চল হরিণী বলেছেন: ভালো গল্প। সুন্দর।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: চঞ্চল হরিণী, অনেক ধন্যবাদ গল্প পড়ার জন্য। আর মন্তব্যের জন্য আবারো একবার। ভালো থাকবেন।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

স্রাঞ্জি সে বলেছেন: আপনার অণুগল্পগুলো খুব ভাল লাগে।
আচ্ছা এই পর্যন্ত কয়টি লিখেছেন অণুগল্প।।

সিগারেট কিভাবে পারলেন ছাড়তে। আমি হলে তো....

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: স্রাঞ্জি সে, আপনাকে অনেক ধন্যবাদ। আমার গল্পগুলো আপনার ভালো লাগে জেনে আরও ভালো লাগলো। আমি অণুগল্প লিখি শুধু এই ব্লগে। এই হবে ১৮ কিংবা ২০ টির মতো। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে অন্তত ৬টি গল্প লিখে যাবো এই ব্লগে। তাহলে বছরে অন্তত ৩০০টি অণুগল্প হবে। অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আমার সারাদিনে ২০ টা বেনসন লাগে।

ভালো থাকুন।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর, ভাই কমিয়ে আনুন আস্তে আস্তে সিগারেট। একটু একটু করে নিকোটিন এর সঙ্গে প্রেম কমিয়ে আনুন। এর পরে একেবারে ডিভোর্স দিয়ে দিন নিকোটিন কে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

এস.এম এরফান বলেছেন: আমার প্রতিদিন ১০ টা লাগে। আর যেদিন থেকে ছাড়তে চাই সেদিন লাগে ১৫ টা।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: এস এম এরফান, আপনি কমিয়ে আনুন। প্রতিদিন একটু একটু করে। ভালো থাকুন।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

আল ইমরান বলেছেন: হুম!! ভালো আইডিয়া।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: আল ইমরান। আপনাকে অনেক ধন্যবাদ। গল্পটি পড়ার জন্য। তবে আইডিয়াটা আপনার ভালো লেগেছে, এজন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.