নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

অণুগল্প
বৃষ্টির সঙ্গে তুমি
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আজ সারাদিন ঝর ঝর বৃষ্টি। ঝরছে তো ঝরছে কিন্তু থামার কোন লক্ষণ নেই। আজ এই বৃষ্টি বৃষ্টি দিনে কি করে কাটানো যায় তা ভাবছে লিয়ন। বাসায় একা একা তো আর বৃষ্টিবিলাস করা যায় না। তাই অন্য প্ল্যান মাথায় আসলো। এমন দিনে যদি অহনার সঙ্গে কাটানো যেতো তাহলে মন্দ হতো না। যেই ভাবা, টেলিফোন বাটনে চেপে অহনার নাম্বারে কল দিলেই অপর প্রান্ত থেকে অহনা’র কন্ঠ। এই বৃষ্টির দিনে তোমারও একই অবস্থা। আমিও ভাবছিলাম তোমাকে কল দেবো নাকি? কিন্তু তোমার অফিসের কথা ভেবে আর দিলাম না। লিয়ন ফটাফট বলতে লাগলো: শোনো প্রথমত আজ তুমি আমি একসঙ্গে কাটাবো একাকী দুজনা, দ্বিতীয়ত তুমি আজ তোমার পছন্দের যত খাবার রাঁধতে পারো তার পরীক্ষা দেবে, আর তৃতীয়ত। অহনা বলে : তৃতীয়ত কী?। তুমি যে রকম ভাবছো সেরকম কিছু না। তৃতীয়ত হলো তুমি আমি আজ সারাদিন বৃষ্টির গান গেয়ে কাটাবো। খাবো, গানের সঙ্গে কাটাবো দু’জনা। আজ পরে থাক কাজ, কর্ম, টেনশন, অফিস সবই। শুধু তুমি আর আমি। আর কোন ড্রেস পরে আসছো?। আজ কিন্তু রোম্যান্টিক ড্রেস চাই। অহনা : রোম্যান্টিক ড্রেস কিনা বলতে পারবো না তবে তোমার দেয়া একটি অসাধারণ ড্রেস পরে আসবো। লিয়ন : ঠিক আছে হারি আপ। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, রাখি। প্ল্যানের তৃতীয়টা বলা হলো অহনাকে, কিন্তু চতুর্থ, পঞ্চম কিছুই তো বলিনি। তবে মনে মনে ঠিক করে রেখেছি, আজ তার ছবি আঁকবো একটা, যতক্ষণ সে সময় দেবে ততক্ষণে আমার পুরনো অভ্যেস ছবি আঁকার কাজে ব্যয় করবো। আর পঞ্চমটা হলো....এটা প্রকাশ্যে বলা যাবে না। একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একসঙ্গে একাকী দুজন দুজনার হলে যা করতে মন চায় তার কিছুটা হয়তো করা হবে। এটা নিশ্চয় দোষের কিছু না।এই রোম্যান্টিক মুহুর্তে রবীঠাকুরের গানটি বার বার মনে পড়ছে খালি লিয়নের...আজি ঝর ঝর মুখর বাদর দিনে, জানি না জানি না.....

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪২

ইব্‌রাহীম আই কে বলেছেন: চতুর্থটা :P

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: ইব্রাহীম আই কে। আপনাকে অনেক ধন্যবাদ। গল্প পড়ে মন্তব্যের জন্য। চতুর্থটা ছবি আঁকা।

২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

রাকু হাসান বলেছেন: মোটামুটি লাগলো আমার B:-)

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাকু হাসান। আপনার মোটামুটি, আমার জন্য ফাটাফাটি। ভালো থাকবেন। খুশিতে থাকবেন। কিসের ঝড় কিসের বৃষ্টি মনে যদি থাকে অনেক সৃষ্টি।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: শ্রাবনের বরষা পথঘাট ডোবানোর সাথে সাথে মানব মনেও নানাবিধ তরঙ্গের সৃষ্টি করে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: খায়রুল আহসান। ভালো থাকবেন। আপনি আমাদের অনুপ্রেরণা এ কারণে যে, এই বয়সে আপনি ব্লগে লিখছেন, পড়ছেন। অন্য বুড়োদের মতো খালি ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছেন না। আর প্রকৃতি থেকে ইনফ্লুয়েন্স তো পাবেই মানুষ। কারণ মানুষ প্রকৃতির সন্তান, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক। ভালো থাকবেন।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: নুরুন নাহার লিলিয়ান। আপনার ভালো লেগেছে বলে আমারও ভালো লাগলো। ভালো থাকবেন। আর মন্তব্য করে উৎসাহিত করবেন।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ভালো।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর। আপনার ভালো লেগেছে মন্তব্যটা আমারও ভালো লেগেছে। ভালো থাকবেন।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বৃষ্টিতে কীভাবে আসবে? গাড়ি পাঠিয়ে দিতে হবে...

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার। পাঠাতে হবে কেন? এখন উবারে চলে আসবে। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.