নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অণুগল্প
কান্না
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

মায়ের কান্না দেখে ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করে, মা: তুমি এত কান্না করো কেন সারাদিন?
মা: মা রে, আমাদের দেশটাই একটা কান্নার দেশ। সাত কোটি মানুষের প্রতিদিনের কান্না থেকেই জন্ম নিয়েছিল পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী ছাড়াও অনেক অনেক নদী। আর ষোলকোটি মানুষের কান্না থেকে জন্ম নিচ্ছে একটি হৃদয় বিদারক বাংলাদেশের। দেখিস না মা, ভোর হলেই খাওয়ার জন্য কান্না করে ভিখারীর ছেলে মেয়েরা। কান্না করে ওষুধ পথ্যের অভাবে দুঃস্থ সাধারণ মানুষ। দুর্ঘটনায় মারা গেলে কান্না করে তাদের মা বাবা আত্মীয় স্বজন। কারো মা বাবা আত্মীয় মারা গেলে কান্না করে নিকজ স্বজন। দেউলিয়া হয়ে কান্না করে একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবার নদীর ভাঙ্গনে সব হারিয়ে কান্না করছে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ। বন্যার ঢলে ফসল ভেসে গেলে কান্না করছে লাখো কৃষক। লঞ্চ ডুবি, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট ও গার্মেন্টস দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে প্রতিদিন কত কত মানুষ, তাদের স্বজনদের চোখেও তো মা শুধু কান্না আর কান্না। আমরা যে কান্নার দেশের বাসিন্দা মা। তাই সারাদিন আমাদের চোখে কান্না....।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Click This Link

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: আব্দুল্লাহ আল মামুন। আপনার ওখানে ক্লিক করেছিলাম। ভালো লাগলো। ভালো থাকবেন।

২| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও জীবন থেমে থাকবে না। কান্না করা কোন সমাধান নয়...

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার । কান্না সমাধান নয় আমরাও জানি। কিন্তু এ জাতির মানুষ তবু এতো কান্না করে কেন?। ভালো থাকবেন।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

সাইন বোর্ড বলেছেন: কান্না একদিন শক্তিতে পরিণত হোক...

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: সাইন বোর্ড। কান্না একদিন শক্তিতে পরিণত হোক। এটা আমরাও চাই। তবে আর কোন মানুষকে যেন কান্না করতে না হয়, সেই ব্যবস্থাও করতে হবে।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: বেশ ভালো।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর। ভাই আপনি বলেছেন বেশ ভালো। তাহলে ভালোই। কি বলেন?। ভালো থাকবেন।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

দৃষ্টিসীমানা বলেছেন: বড্ড কঠিন অনুগল্প লিখেছেন আর এই গল্পে মন্তব্য করা আরও কঠিন , ভাল থাকুন ।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: দৃষ্টিসীমানা : এটাই বাস্তবতা। রবীঠাকুরের ভাষায়। কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.