নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

আমি এবং তুমি ০২

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

"তোমাকে খোজতে মন আমার পথে পথে অনেক হোচট খেয়েছে, তোমার খোজেই জীবন অনেক ব্যাথা পেয়েছে, রাতের পর রাত কেটেছে নির্ঘুম, কেউ জানেনি কেউ একটুও বোঝতে পারেনি,এতোটা পথ হেটেছে, পাবো বলেই আমি চলেছিলাম,হেটেছিলাম,থামিনি, ক্লান্ত হইনি,জানি পাবো,ছিলো বিশ্বাস বুক ভরা, তাই তো পেয়েছি, ধরেছি তোমার হাত,পেয়েছি স্পর্শ, শুনেছি তোমার কন্ঠে ভালোবাসি,আমি এতেই সুখ পেয়েছি,আমি তাতেই সব ক্লান্তি সব ব্যাথা ভুলে গিয়েছি, তাইতো চাইনা হারাতে,পারবোনা রাখতে দূরে, পারছিনা যে থাকতে তোমায় ভুলে যেতে,একেই বুঝি বলে ভালোবাসা,একেই বুঝি বলে সত্য প্রেম,আমি সুখি, আমি পৃথিবীর সুখিদের একজন, শুধুমাত্র তোমার কারনে,তোমার ছোয়াতে,তোমার ভালোবাসাতে,ধন্য হয়েছি,স্বার্থক আমার তোমায় ভালোবেসে!!
তোমার রক্তে স্বপ্ন যতটা আছে সব করবো পূরন,তোমার পাশেই থাকবো আজীবন,রাত দূপুর রবো তোমার চোখেরর ছানিতে,তোমার মনের মাঝেতে,অনেক অনেক অনেক ভালোবাসি এই আমি শুধুই তোমাকে!!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.