নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী !! কোথায় তোমার মানবতা , কোথায় হারিয়ে গেলো আলো!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯


বাঙ্গালি আমরা কিন্ত আমাদের স্বপ্ন বিশাল !! আমাদের আমোদ প্রমোদ আর মনোরঞ্জন করার খায়েশ টা খুব ভালোই রয়েছে। আমরা অন্যের বুকে পা রেখে আকাশ ছোঁয়ার চিন্তা করি। আমাদের মাঝে সামাজিক জীব এর যা বৈশিষ্ট থাকাটা প্রয়োজন সেখানে তার বিন্দু মাত্র আঁচ টুকু নেই।
সমাজতন্ত্রে এবং সাধারণভাবে ধারণা করা হয় যে, অর্থনৈতিক সমস্যাই প্রধান সমস্যা। এতে নিশ্চয়ই সত্য আছে। তবে সামাজিক সমস্যা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। কয়েকজন দুর্বৃত্ত একটি জনপদকে অশান্ত করে তুলতে পারে। যৌতুক সমস্যা গোটা সমাজে অশান্তির কারণ। এ থেকেই সামাজিক সমস্যার গুরুত্ব বোঝা যায়।

বাংলাদেশের একটি প্রধান সামাজিক সমস্যা হচ্ছে, যৌতুকের সমস্যা। এটা বিবাহে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। নারী নির্যাতনের আধিক্য, হত্যা ও আত্মহত্যা এ কারণে ঘটছে। মেয়েদের বিয়েতে গায়ের রঙও একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। রঙ নিয়ে আজকের সমাজে অনেক বাড়াবাড়ি আছে। অথচ ইসলাম বলেছে, সব রঙ ও ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। (সূরা রুম)। রাসূল সা: বলেছেন, কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। কিন্তু মুসলমানেরা এসব শিক্ষা ভুলে গেছে। যৌতুকের কোনো বিধান ইসলামে নেই। ইসলামে আছে, পুরুষ কর্তৃক নারীকে মোহরানা দেয়া। যৌতুকরূপী সামাজিক সমস্যার বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া প্রয়োজন। বিশেষ করে আলেমদের।
কতটা নিচু আমাদের মন এ থেকেই ধারন করা যায় খুব সহজেই।
এই সমাজ কি আমরা চেয়েছি???!!

বখাটেদের উৎপাত একটি মারাত্মক সামাজিক সমস্যা। এদের দ্বারা কিশোরীরা নির্যাতিত হয়, তাদের অপহরণ ও ধর্ষণ করা হয়। বখাটে তৈরি হচ্ছে পরিবারের অবহেলায়; শিক্ষায় যথার্থভাবে নৈতিক শিক্ষা না থাকায়। পথশিশুদের মধ্য থেকে অসংখ্য অপরাধী ও বখাটে তৈরি হচ্ছে। সমাজকল্যাণ বিভাগ, করপোরেশন ও মিউনিসিপ্যালিটিগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা ও পরিকল্পনার মাধ্যমে তাদের পুনর্বাসন করা। নৈতিক শিক্ষা দেয়ার ব্যবস্থা অবশ্যই বাড়াতে হবে। টিভি প্রোগ্রামের অশ্লীলতা ও যৌনতা কমাতে হবে। স্কুলপর্যায়ের বইয়ে বেশ কিছু মহৎ ব্যক্তিত্বের জীবনী অন্তর্ভুক্ত করা উচিত।
বখাটেদের উৎপাতে নারীশিক্ষা বাধাগ্রস্ত এবং অল্প বয়সে অনেক মেয়েকে বিয়ে দিতে হয়। এ সমস্যাটির প্রতি সবার নজর দেয়া দরকার।
আর কতো?? এরপরেও কি আপনি বসে থাকবেন চুপ করে??!!

আপনার বিবেক কি বলে ? আপনি কি পারবেন বসে থাকতে যদি আপনার পরিবারের কেউ তার স্বীকার হয় আজ অথবা কাল!!

ফেসবুক’ বর্তমানে বাংলাদেশসহ গোটা বিশ্বের অন্যতম একটি সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় মাধ্যম। কিন্তু এই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এখন সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবেও মূল্যায়িত হচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে ফেসবুক ব্যবহার হওয়ার কথা তা থেকে এখন সরে এসে নেতিবাচক উদ্দেশ্যে এটি ব্যবহার হচ্ছে বলে সমাজবিজ্ঞানী ও মনস্তাত্ত্বিকরা বলছেন। এখন অনেকের অশান্তি, দুর্ভোগ ও যন্ত্রণার অন্যমত কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। সামাজিক এ যোগাযোগ মাধ্যমটির কারণে অনেক ঘরে অশান্তি দেখা দিয়েছে। ফেসবুকে বন্ধু হতে গিয়ে অনেকের মধ্যে গড়ে উঠছে পরকীয়ার সম্পর্ক। আর এতে ভাঙছে অনেকের সাজানো সংসার। অনেকে সংসারের চেয়ে ফেসবুকে যাচ্চেতাই সময় দিচ্ছে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহের দানা বাঁধছে। তরুণ-তরুণীরা প্রতারণামূলক সম্পর্কে জড়িয়ে সর্বস্বান্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রেমের ফাঁদে পড়ে মেয়েদের যৌন নির্যাতনের শিকার হয়ে প্রাণ দিতে হচ্ছে। শিশু-কিশোরদের মাত্রাতিরিক্ত ফেসবুক আসক্তি থেকে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। সমাজের উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিতদের নামে এ যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটিয়ে কখনোবা দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এমনকি তারকা ও শিল্পীদের ভুয়া অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাদের মানহানি করা হচ্ছে। সব মিলিয়ে সামাজিক রক্ষাকারী এ মাধ্যমটি এখন সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এরপর আপনি আমি বলব দেশটা ভালোই আছে!!

দেশটা বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে , দেশের সুনাম হবে! দেশ ও দশের লাভ হবে হ্যাঁ হবে কিন্তু দেশ দশের নয় !! শুধু মাত্র ঐ সকল দের পেট শান্তি হবে যারা দেশকে মগের মুল্লুক হিসেবে কাজে লাগাচ্ছে। আমরা সাধারন আমাদের মত বিনিময় বা সভা সম্মীলন করে কোন লাভ নাই , দেশ এর ভালো চিন্তা করতে গেলে আমাদের বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে প্রতিটা ঘর থেকে বের হতে হবে ! দেশ কেমনে শান্তি হয়না তা দেখা যাবে তখনি, হয় ভালো হোক নয় ধ্বংস হোক ।

দেশটা কারো একার নয় ...
দেশটা আমার আপনার আমাদের মাতৃভূমি ...
সময় কবে আসবে আমরা ছুটবো আলোর মশাল নিয়ে নতুন কোন সংশোধনের সংসদে, যেখানে অভাব শব্দটার বিলুপ্তি হবে।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

আলী হাসান উসামা বলেছেন: চমৎকার লিখেছেন!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.