নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

গল্পটি অসম্পূর্ন !!! ( আধুরী কাহানী )

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮

ছিলাম কাছে দুজনে
যেখানে কখোনই কমেনি দূরত্ব,
অসম্পূর্ন আমাদের গল্প...
আর পৃথিবীর নেই কোন গুরুত্ব আকাশের সাথে মেশার..
সত্য যে ভালোবাসা
পায়না তার কোন গন্তব্য।
অসম্পূর্ন...
আমাদের গল্প।
.
রঙ ও ছিলো..
আলো ও ছিলো..
যখন তুমি ছিলে কাছে..
পৃথিবীটাই ছিলো স্বর্গের মতো,
মুহুর্তের বালি ছেড়ে,তুমি চলে গেলে,
লিখে গেলে কিছু আমার নামে।
রেখে গেলে অসম্পূর্ন...
আমাদের গল্প।
.
ছোটেছি তোমার সুভাস পাওয়া ক্ষনে,
হাঠছি দেখো ছিলাম আমরা যেখানে।
যদি জান্নাত এখানে হয়,
পাইনা কেনো খোজে তোমায়।
চাঁদ সূর্য সবি এখানে
শুধু অপেক্ষা তোমার শত যুগ ধরে
তবে কেন তৃস্নার্থ
অসম্পূর্ন...
আমাদের গল্প।
.
তৃস্নার্থ গল্পের ভ্রমন হবে নি:শেষ,
অপূর্নগুলো ও পূর্নতা পাবে,
আকাশ ও প্রনত হবে,
আর দু'পৃথিবী হবে এক,
ঋতু চলবে আসরের সবখানে,
পালকী তৈরী এখানে,
সুভাস ছড়াবে চারিদিকে
এমনকি থাকবে স্বয়ং অব্যক্ত
অসম্পূর্ন...
আমাদের গল্প।

বিঃদ্রঃ Hamari Adhuri Kahani মুভির টাইটেল গান কে কেন্দ্র করে আমার নিজস্ব অনুভূতি দিয়ে বাংলায় অনুভব টা প্রকাশ করলাম!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

শূণ্য মাত্রিক বলেছেন: সকাল বেলায় মনটা ভাল হয়ে গেল। ভাল লেগেছে :)

০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩

শূণ্য মাত্রিক বলেছেন: সকাল বেলায় মনটা ভাল হয়ে গেল। ভাল লেগেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.