নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

তোমায় নিয়ে!!!

২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৫৯

"তোমাকে চাওয়া যদি আমার অপরাধ হয় তবে তোমাকে ছেড়ে একা থাকা টা মৃত্যুযন্ত্রণা প্রতিটা মুহুর্ত!!
জীবনে আর কি বাকি থাকে তোমায় পাওয়ার পর তুমি পাশে থাকলেই সব হয় এমনিতেই হয়ে যায়!!
নিজের বলে কিচ্ছুই আর রাখিনি যা ছিলো সব তোমার অধীনে অনেক আগেই করে দিয়েছি।
বোঝবে একদিন ঠিকই তোমাকে চাইতে গিয়ে পৃথিবী যখন আমাকে রাখবেনা, দিবেনা ঠাই কোন খানেও, আমি চির নিদ্রায় শুয়ে থাকবো, আর আসবেনা কোন কন্ঠ, জাগবোনা কোনদিন,পারবোনা বলতে তোমাকেই চাই, কারন - ফিরিয়ে দিয়েছো তুমি অবহেলায়, দাওনি একটুও ঠাই, আমি চোখ বোজে এভাবেই হারিয়ে যাই!!
ভেতরে ক্রমাগত অশান্তির আন্দোলন আর যন্ত্রনার কাঁটাতার অনুভব করছি, জ্বলে পুড়ে যাচ্ছি রাত দিন!
এতোটা পথ হেটে হেটে আমি এখন খুব ক্লান্ত, অসহায়, আশ্রয়হীন, স্বপ্নহীন,অন্ধকারময় আমার এ জগত!!
আমার কন্ঠে নেই কোন অভিমান,রাগ,অথবা আবেগের ছোঁয়া!
আমি মানুষ নাকি যন্ত্র সেটারও খেয়াল নেই আর,
আমি অদ্ভুত এক অসুস্থ মানব!!
যার কোন চিকিৎসা নেই তুমি ছাড়া!!
ভুল করে একটি বার যদি আসতে, একটি বারের তরে যদি বুকে মাথা রাখতে, এক পলক যদি চোখে চোখ রাখতে তবে বোঝতে পারতে আমি কতটা উন্মাদ হয়ে তোমার মাঝেই আছি!! "

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৯

চাঁদগাজী বলেছেন:

প্রতি লাইন এক একটি কোটেশন!

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ!! ভালো থাকুন। :)

২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭

শূণ্য মাত্রিক বলেছেন: সত্যিকারের আবেগ টুলু তুলে দিছেন একদম :(

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ধন্যবাদ :) ভালো থাকবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে গেলো -চমৎকার ...

সতত শুভকামনা ...

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: ভালো লাগাতে পেরে খুশি হলাম। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.