নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

মৃত বৃষ্টির ঘুম..!!

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০১

বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে
ছাতা নিয়া আমিও বাইরে গেলাম
আসার সময়ে মেঘও কোথাও উধাও হয়ে গেলো
আমি ছাতা মাথায় নিয়া রাস্তা পার হচ্ছি
এমন কোন মানুষ নেই যে ভিজে নাই
শুধু আমি দেখছি তাদের
চোখের পলকে এতোগুলা মানুষ ভিজে গেলো
দাঁড়িয়ে নির্বাক ভাবছি
কি এমন ক্ষতি ছিলো অপেক্ষা করতে
আমি ঠায় দাঁড়িয়ে রইলাম
প্রশ্ন মাথায় ঘোরপাক খাচ্ছে
আমি ও কি অপেক্ষায় আছি?
তবে, আমিও কি পথের পথিক!

নিজের মাঝেই রেখে দিলাম উত্তর
কোন কালেই বুঝি এসব উপেক্ষা সম্ভব নয়
কোন অজুহাতেই বুঝি না ভেজলেই হয়না
অকারনে ছাইগুলো ও ধোয়ায় উড়ে না
ছায়াও বুঝি তখন থাকেনা
মায়াও বুঝি তখন জমেনা
বাইরে তবু প্রচন্ড বৃষ্টি হচ্ছে
ভেতরে ঝাপসা এলোমেলো চোখ
দূরে থাকানো যায়না
আমি দাঁড়িয়ে জানালার গ্রীল ধরে
কাক ভেজা মানুষ গুলো ছুটছে..

অবান্তর সব কথা
মিথ্যে আশ্রয় খানা
শীতল বাতাসের আনাগোনা
খানিক শুয়ে পড়লেই চোখ বুঝে যাবে
তবুও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে..!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

প্রথমকথা বলেছেন:



খুব সুন্দর কবিতা। মুগ্ধ কবি।

০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ☺

২| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সিগনেচার নসিব বলেছেন: অন্যরকম একটা কবিতা পড়লাম
চমৎকার লাগল

০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইলো আপনার জন্য।
ভালো থাকবেন। ☺

০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইলো আপনার জন্য।
ভালো থাকবেন। ☺

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.