নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

প্রশংসায় হাজার মুদ্রা উড়ে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

যদি এমন হতো শাসকের উদ্দেশ্যে একটা কাব্য লিখলেই হাজার টাকা পুরস্কার
হতোনা খুন লাঞ্চিত কিংবা করতো না হুংকার সমাজ
হাতে কলম হতো অস্ত্র নয়
কিংবা ইতিহাস ও হার মানতো যেমন শায়েস্তা খা'র আমল
পৃথিবীর বুকে একটি সুন্দর সতেজ প্রান ফিরে পেতো
কেবল উদ্দেশ্য করে লিখলেই
হাজার টাকা পুরস্কার,
অক্ষর না জানা ছেলে টাও
হাতে কলম নিতো
লিখতো বিশেষ কোন পংক্তি
শুধুই উদ্দেশ্য করে!

এমনটি হতেও পারে,
হয়তো হবে
ইতিহাসের জন্য হলেও
নতুন আশ্বাসের কারনে
লিখবে চেনা জানা
পরিচিত কিংবা পরিচয়হীন নাগরিক,
কিছু টা নয় পুরোটাই সচ্ছল হতো আর্থিকতা
বেচে যেতো হাজারো প্রান খুনাখুনি আর রাহাজানি থেকে!

অপেক্ষা কোটি মানুষের চোখে
দেশ টা এবার দেবে কিছু
অনেক ত হারিয়েছে
স্বজনহারা মায়ের বুক
আর্থনাদ আর বিষাদ
এবার দেবে দেশ,
দেশের কাছেও চাওয়ার আছে,
শাসক ফিরে দেখো নাগরিকের গালে মুখে
লেগে আছে আশ্বাসের দৃঢ় বিশ্বাস,
জয় হোক বাংলার, জয় হোক সবুজের!!

(শিরোনামঃ শাসকের প্রশংসা করলেই হাজারো মুদ্রা উড়ে যে দেশে)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিংবা ইতিহাস ও হার মানতো যেমন শায়েস্তা খা'র আমল
পৃথিবীর বুকে একটি সুন্দর সতেজ প্রান ফিরে পেতো

সমালোচনা কখোনই শাসকরা পছন্দ করে না ।
তাই গঠনমূলক সমালোচনা করাই ভালো, চাইকি পুরস্কার
মিলতে পারে ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.