নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়জন

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

পরবর্তি ম্যাসেজ না পাওয়ার আগ মুহুর্ত পর্যন্ত ইনবক্সে জমা রাখতে একটা ম্যাসেজ সকালের জন্য,দেখতে ইচ্ছে হয় আজো কি জমা রাখা ছিলো কোন পুরোনো কথা !
আমাকে বলতে তুমি না কি ঘুম ভেঙ্গে গেলে ম্যাসেজ পড়তে বসে পড়ো অধীর আগ্রহে, জগতের সব কিছু উপেক্ষা করে, এমন কি সূর্য কে ও । তাইতো দেখতে চেয়েছি কেমন চোখের গভীর তীব্রতা স্ক্রিনে পরে উজ্জ্বল হয় মুখ গাল আর ঠোট,ব্যস্ত হও নাকি ধীরে ধীরে এমনকি দ্রুত হলে কতোটা বেশি,হৃদস্পন্দন কম্পিত হলে তা কেমন দেখায়,ঐটুকো তেষ্টা নিয়ে বসে পড়ার মানে বুঝি আমায় পাওয়া, তৃপ্তি মেটে পরিপূর্ন দিনের আলো বলতে বুঝি ঐ আলোই! এমন করে আমি রোজ দেখার ছল করে সময় নিয়ে লিখতে বসতাম তখন তুমি হয়তো অন্য চিন্তায় অথবা স্বপ্ন দেখার জলে ডুবে থাকতে ঘুম নিয়ে, ঘুম কাতুরে।
ইচ্ছে হয় তোমায় আকি রাস্তার যে দেয়ালে লেখা থাকে ' পোষ্টার লাগানো নিষেধ' সেখানে আল্পনা দিয়ে একে দিই, নিচে লেখা থাক ' প্রিয় মানুষ ' কেউ বুঝবেনা শুধু আমি দেখবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.