নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ভাবনার সাথে নিজের আন্দোলন...

সৈয়দ জায়েদ আহমদ

সৈয়দ জায়েদ আহমদ › বিস্তারিত পোস্টঃ

চিরকুটে প্রেম !

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

গাঢ় লাল ঠোট,লাল-সবুজে শাড়ি,গুছানো চুল,সোনালী ডোরায় আচল, খোলা চুলে,অনেক খানি সময় নিয়ে সেজেছো,রূপ,বর্ণ,রং সবকটাই আকড়ে আছে তোমার দশমহাবিদ্যা ষোড়শী মূর্তির মুখে,এ ধরনের অনুপম,মহিমময় স্নিগ্ধ সৌন্দর্য আমি দেখেছি।

এবার তুমি যখন আসবে নীল শাড়ি'টা পড়ে এসো,আলতা মাখা পায়ের নূপুর পড়ো,সাদা ফুলের মালা গলায়,কাজল মাখা চোখে,স্পর্শ করো হাতে,হারিয়ে যাবে সুখের মোহনায়!!

স্বপ্ন ভেঙ্গে ভেঙ্গে টুকরো করে যদি কোন দেবী করা যেতো তবে আমি তোমায় করে নিতাম!


গল্প বলতে বলতে হঠাত তার মৃদু চোখের কোণে জল এসে গেলে তাকে জিজ্ঞেস করলে বলে,আনন্দে চোখের অশ্রু লুকিয়ে রাখা কঠিন।
বারান্দায় ইজি চেয়ারে বসে চা'এর কাপে চুমুক দেয়া মানেই সুখ নয়,দুঃখের কারন ও হতে পারে!


সেদিন জ্বর এসেছিলো কপাল ছুয়ে গেছে,বলেছে আবার আসবে তবে জ্বর নয়,অন্য রূপে,কেড়ে নিতে হৃদয় মন!!


আমাকে খোজোনা তুমি অন্য কারো মাঝে,ভুল করবে,সম্ভব হবে ও না,আমি আমিই,আমাকে পেতে তোমার কিছুই করতে হবেনা শুধু ঠোটের কোনে একটু হাসি রেখো হোক সেটা কৃত্তিম তাতে কি,আমি খুশি হবো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.