নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান যখন ভাবায়..........

Syed Emad Uddin Shubha

আমি বিজ্ঞানমনস্ক এক যুবক।

Syed Emad Uddin Shubha › বিস্তারিত পোস্টঃ

কাব্যহীন

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৬


আমি আর কবিতা লিখতে পারি না,
আগে লিখতাম মাঝে মাঝে,
আর আজ! হৃদয়ে কোন কবিতাই নাহি বাজে,
সব-ই যেন আজ বিলীন হয়ে গেছে;
কেনো জানো?
তোমার জন্যই আমার সব কবিতা হারিয়ে গেছে স্রোতে,
অবাক হচ্ছো?
ভাবছো?
এ কেমন কথা!
কী এমন করেছিলাম তোমার সাথে?
ভালোবাসতাম, এটাই কী তবে ত্রুটি?
কী এমন চেয়েছিলাম তোমার কাছে?
ভালোবাসা?
একটু দয়া করেই ঠাঁই নাহয় দিতে,
ঠকতে তো না মোটে,
কিন্তু তুমি স্থান দাও নি তখন,
আমায় ছেড়ে গেলে,
মুখ ফসকে বলেই ছিলাম- হয়তো মনের ভুলে,
তুমি চলে গেলে, আর;
কাঁদালে আমায়,
জানো না তুমি,
কতদিন খুঁজেছি তোমায়,
কাছে খুঁজেছি, দূরে খুঁজেছি, রাতের আঁধার, চাঁদের মায়া, আরও কত কি;
শুধু একটু দেখবো বলে,
তুমি চাইলে কেবল তোমায় দেখেই পার করতে পারতাম এ জীবন,
কিন্তু তুমি চাইলে না!
বুকভরা যাতনার করুণা শেষে, অবশেষে পেলাম সন্ধান তোমার,
কিন্তু ততদিনে হয়ে গেছে অনেক কিছু,
আমি হারিয়ে ফেলেছি আমার সকল ছন্দ, সকল অলঙ্কার, সকল শব্দ;
আমার কাব্যবোধ সব তুমিই নিলে,
তাই আজও কলম নিই, লিখতে চাই, কিন্তু সব লেখার পাতা হারায় নষ্ট নীড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.