নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

রিয়েলি সরিইই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

আমি ব্লগে এসেছি আজ এক বছর চার মাস। কিন্তু কখনই তেমন কিছু লিখি নাই, লিখতেও পারি না। এসেছি একজনের পিছু বেয়ে যার ধারনা আমি ঠিক করে বাংলাও বলতে পারিনা। আমার আঞ্চলিকে কথা বলার অভ্যাস। এইই আমি। আমি জানি অনেকেই নেক্সটে আসবেন আমার ব্লগে কারন আমি অনেকটা অনিয়মিত ভাবে নিয়মিত ব্লগ পড়ি। মাঝে মাঝে লগ ইন করি। তখন যাদের যাদের ব্লগে যাই তখন তারা চলে আসে আমার ব্লগে এবং হতাশ হয়। কিন্তু আমি নিজেই আমার এই লিখতে না পারার অক্ষমতা নিয়ে তেমন চিন্তিত নই। সবাইই যদি রাইটার হয় তাহলে রিডার বলতে কেউ থাকবে না।

সে যাই হোক যারা আমার ব্লগে এসে ইতিমধ্যে হতাশ হয়েছেন, আমি তাদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

ধন্যবাদ সবাইকে।

ওহ হ্যা এই পোস্ট প্রথম পাতায় কিছুক্ষন থাকবে ভাবতেই আমার লজ্জা লাগছে, কতো সুন্দর সুন্দর পোষ্টের ভিড়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মির্জা৯৯৯ বলেছেন: :) :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: :( :(
এতো খুশির কি হইলো?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আমি ব্লগার হইছি! বলেছেন: হ্যাপী ব্লগিং।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ভুল উচ্ছাস বলেছেন: ভাই পুরান হয়া গেছি।। হ্যাপি ব্লগিং।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্বাগতম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ভুল উচ্ছাস বলেছেন: থেঙ্কু মিস লোহ মানবী।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বোকামন বলেছেন: পড়ুন, জানুন, বুঝুন সত্যের সাথেই থাকুন......

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ভুল উচ্ছাস বলেছেন: উখে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

নুর ফ্য়জুর রেজা বলেছেন: বিনয়ী ব্লগার !! হ্যাপি ব্লগিং !!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ভুল উচ্ছাস বলেছেন: :!> :!>

হ্যাপি ব্লগিং।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

মায়াবী রূপকথা বলেছেন: আমার লিখবার তেমন কোন ক্ষমতাই নেই, আর আমি রাজনীতিবিদও নই যে একবার লিখবোনা বলে আবার লিখবো। এজন্য আমার ব্লগে আমি কারো উত্তরও দেইনা। মাঝে মাঝে ব্লগে এসে কেবলই পড়ি আর ইচ্ছে হলে কিছু কমেন্ট করি। ব্যাস, এটুকুই আমার জন্য যথেষ্ঠ।

তবে ধন্যবাদ আপনার শুভকামনার জন্য। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: না ভাই রাজনীতিবিদরা লিখবে না বলে আবার লিখবেও বলে কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত লিখেই না, আপনি মে বি এটা ধরতে পারেন নাই। আর আপনি লিখতে পারেন না এটা আমাকে বলবেন না, আমি জানি আপনি লিখতে পারেন নাকি পারেন না, এই যে আমি চার মাস পর সেফ হইছি, প্রথম প্রথম খুব বোরড হয়েছি। কিন্তু এখন ঠিক হয়ে গেছে সব, সে যাই হোক আমি তো আপনাকে তেমন জানিনা, আমি আপনাকে জোর করবো সেই রাইট আমার নাইই তবে আপনাকে অনেকেই খুব মিস করে তাই আমি শুধু বলেছি .......
একটু দ্বিতীয়বার ভাবুন।

ইয়ে আমি সরি আশা করি লিমিট ক্রস করি নাই। :(

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

মায়াবী রূপকথা বলেছেন: আপনার কবিতাটা হয়েছে মোটামুটি। ঠিক এমন, হুম ঠিক এমন অনুভূতির মধ্যে দিয়ে পৃথিবীর ৫০ ভাগ মানুষই যায়। অনেকে কষ্ট পেয়ে কবিতা ধরেন, আবার অনেকে কষ্টে কবিতা ভুলে যান, আপনি ২য় দলে পরেন।

আর আমার কবিতা ঐ ওখানেই থেমে গেছে, নিজের জন্য নয়, কিন্তু মানুষের সামনে তুলে ধরবার জন্য। আমার মনে হয় কোন মানুষের জন্য কষ্ট পেলে অন্য মানুষদের আরো বেশি করে আঁকড়ে ধরতে হয়, অনেক বেশি আউটগোয়িং হতে পারলে ভালো হয়। নিজের মধ্যে ডুবে গেলে আরো কষ্ট বাড়ে। ভালো আছি নাকি খারাপ আছি এটা জেনে ওঠার আগেই যেন আপনারও চেকমেট না হয়ে যায় এই কামনা রইলো।

ভালো থাকবেন। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

ভুল উচ্ছাস বলেছেন: দেখেন আমি ইতিমধ্যে কিভাবে জানি কয়েকটা কবিতা পরে ফেলেছি। একটু সমস্যা যে হয়নাই তা নয় তবে পড়েছি। আর আমি কিন্তু কবিতা লিখতে চাইনি বা ঐ যোগ্যতাও আমার নাই। তবে এক সময় আমার সব ছিলো রবী ঠাকুর কে ঘিরে। মাঝে আরো কিছু বা কেউ।

ঐ হইলো লাউ আর কদু সেইম কথা। কিন্তু আপ্নে চেষ্টা করলে অনেক দুর যাইতে পারবেন কারন আপ্নের প্রকাশ ভঙ্গি সুন্দর।

ও আমি দাব খেলতে পারি না। তবে একটু আধটু ফুটবল খেলার অভ্যাস ছিলো তাও পা ভাঙ্গার পর অফ করে দিসি।

নিজের মধ্যে ডুবে যাবার মজাই মজা, মানে জম্মের মজা। নিরজঞ্ঝাট থাকতে চাইলে এইয়ার বিকল্প নাই।
আঞ্চলিকে কথা গুলা কইলাম, আশা করি বুঝবেন। ভালো থাকবেন আপনিও।

আচ্ছা হোয়াইট কালার ক্রাইম কি বুঝেন?

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

মায়াবী রূপকথা বলেছেন: সেটাই তো প্রব্লেব ব্রো, কাছে কিংবা দূরে কোথাও যাবার ইচ্ছাই যে নাই। :P আপনার আঞ্চলিক ভাষা ধরতে পারিনি। গ্রামের বাড়ি কোথায় আপনাদের?

আর হোয়াইট কালার ক্রাইম কি জিনিস সেটা নিয়ে আইডিয়া নেই, গুগল করে দেখতে পারি, ওখানে হয়তো কোনো ক্লু পাবো।

ভালো থাকবেন। :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: হেইয়া জম্মের মজা বলার পরেও না বুঝতে পারলে কি আর করা।

কাছে দূরের কথা না, নিজের জন্যেই লেখা লিখি করা উচিত যদিও আমি নিজেই এইটা মানি নাই। :P


আর হোয়াইট কালার ক্রাইমটা আপনি করতেছেন, ওইটাই বলছি, কোন কিছুই অজুহাত হতে পারে না না লেখার ছুতো হিসেবে।


জি ভালোই আছি আল্লাহর রহমতে।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

মায়াবী রূপকথা বলেছেন: পিচ্চিবেলার ডায়রী দেখেই ভালো ছিলো। পিচ্চিবেলার অথবা পিচ্চিদের সবকিছুই সুন্দর হয়। আমার প্রথম ডায়রী হচ্ছে ভাইয়ার নিউজপেপারের খাতার কয়টা পেজ কেটে ষ্টেপল করে বানানো কয়েকটা পাতার একটা কিছু। যেটা নানুবাড়িতে নিয়ে গিয়েছিলাম যখন বয়স ৭-৮ এর মত হবে হয়তো। লিখেছিলাম কোথায় গিয়েছি, কি খেয়েছি এসব হাবিজাবি। এরপর ভুলেও গিয়েছিলাম, কিন্তু আম্মু বাসায় খুঁজে পেয়ে রেখে দিয়েছিলো। ওইটা আমার সবচেয়ে প্রিয় ডায়রী। :)

আর আমি একরোখা কিংবা জেদী তবে বদমেজাজী খুব একটা না।ইদানিং আমাকে ভীতুই বলা যায়। আর এই ভীতু জীবনও খুব একটা খারাপ নয়। সুখী এবং এপারেন্টলী সম্পূর্ণ জীবন। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

ভুল উচ্ছাস বলেছেন: মে বি আপনার রিয়েলিটি গুলো আপনার ড্রিমের মধ্যে অ্যাবজরব হয়ে গেছে। সুখীই বটে। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.