নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

অনার্য চাতকের ভুলে থাকা আদ্র দিনের স্মরণ

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১০

নিশ্চুপ রাতেই যদি ছুয়ে যায় দীর্ঘশ্বাসে

তবে ঘাসের ডগায় বসে থাকা

প্রজাপতির কি হবে বাতাসে?

বলে গেলে না তো।




অনার্য এক তরুন হয়ে ফিরে চলি হাজার কোটি বছর আগের কোন নিস্তব্ধ বিকেলে আর বাকল জড়ানো কোন এক কিশোরী ধরা দেয় আমার চোখে নৌকো হয়ে, আমি হাত বাড়াতে চাইনি, শুধু একটি মুহূর্তে তার চাহনি দেখতে পেলেই বর্তে যেতাম।



পুচ্ছ তুলে ময়ূরের দল ছন্দে নাচে

তবে দর্শক সারিতে বসে

চড়ুই পাখির কি দোষ?

বলে গেলে না তো।




সুফলা রশ্নিরা তোমার এলো কেশে এসে প্রতিসরিত হয় যে তরুনের বুকে তার কথা কেউ ভাবে নাই, সেও ভাবে নাই রশ্নির উৎস, সেও শুধু মুগ্ধ নয়নে তাকিয়েছিলো, সে চোখে ছিলো প্রেতাত্মা ঘোর আর তন্দ্রালু ঘুম, এ ঘুম ভাঙ্গিয়ে দিও না সখি।



নিরন্তর ছুটে চলা শুভ কামনার দলে

সময়ের বার্তা ছুটি নিয়ে আসে

রংধনু রঙ ফুরোবে কবে?

বলে গেলে না তো।




তেপান্তরের ওপাশেও আছে আরেক তেপান্তর সে গল্প শোনা হয় না তরুনের, সে যে সেই গল্প শোনার প্রতীক্ষায়, ডাহুক রানির অর্বাচীন ডেকে চলা, আর দুর্গম আরণ্যক সন্ধ্যা সব কিছুই তুচ্ছ করেছে, যদি ছুটে চলা শেষ হবে তবে শুরু হলো কেন।



দোয়েলের শিস বেয়ে নেমে আসে যে পথ

সেথায় বারেবারে কে ফিরে চায়

কি আসে ভেসে?

বলে গেলে না তো।




কান্নার রঙেই আবাস গেড়েছে আজন্ম লালসা, ছুটে আসে তরুনের দল, আপেক্ষিক এক তরুন চারপাশের এতো তরুন দেখেই বুঝতে পারে দ্রোহের মেলায় আজ পূজারিণীরা যোগ দিবে, তবু তরুন যেন থেমিসের বানীর অপেক্ষায় থেমে থাকে।



নীল পদ্মেরা অভিযোগে জর্জরিত অভিমান সংকুল

পথে বেওয়ারিশ ঝরে থাকে

এখন আর কেউ তুলে নেয় না কেউ কেন?

বলে গেলে না তো।




তরুনের সব কিছু আজ অগ্নির কাছে সমর্পিত দংশন হয়ে ঝরে পরে কারো লালা আর কারো জ্বালা বাড়িয়ে তবু তরুনের তাতে কি আসে যায়, তরুন ছুটেছে আলেয়ার মায়ায়, সে সন্তুষ্ট অবশেষে, কে পায়নি সে ভাবেনি, শুধু ভালোবেসে।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

বোকামন বলেছেন: +

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: :) :)

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: চমৎকার একটা লেখা। অনেক অনেক ভাললাগা রইলো।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ কবি। :)

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০১

বেবিফেস বলেছেন: ++++

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৬

ভুল উচ্ছাস বলেছেন: :) :)

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

ঘুমকাতুর বলেছেন: অনেক ভালো লাগা রইলো

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০০

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। :) :)

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩২

রবি_জল বলেছেন: ভাই আপনিতো সাহিত্যিক মানুষ! সুন্দর কবিতা +++

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০১

ভুল উচ্ছাস বলেছেন: রিয়েল লাইফে আমি পুরাই উলটা, পড়ি একটা আর করি আরেকটা। অদ্ভুত লাইফ লিড করি। ছন্নছাড়া। এ জীবনের মজাই আলাদা। রক্স। :) :)

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৩

রবি_জল বলেছেন: কেরী অন..। :D

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:০২

ভুল উচ্ছাস বলেছেন: ফোকলা হাসি যে। :P

৭| ০৩ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০৫

বাঘ মামা বলেছেন: আমি সাধারণত কবিতায় আসার সাহস পাইনা,
এই একটা বিষয়ে আমার অজ্ঞতা মারাত্মক,
আপনার ব্লগে এমনিতেই আসার খুব ইচ্ছে কাজ করে সব সময়,
সময় করে আজকাল আসা হয়না আসলে।এসেই দেখি কবিতা পালাতে যাবো এরি মধ্যে লাইন গুলোর সুন্দর ব্যখ্যা দেখে থেমে গেলাম,এবং পড়ে খুব ভালো লেগেছে।চমৎকার দৃষ্টি ভঙ্গী আপনার যা আমাকে মুগ্ধ করেছে।

তবে আপনার নিক টা আমাকে খুব ভাবায়,সময় হলে বিস্তারিত জানাবেন ঠিক এমন নাম করণের কারণ কি ? :)

শুভ কামনা সব সময় আপনার জন্য।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

ভুল উচ্ছাস বলেছেন: আপনি সব সময় বলেন কবিতায় আসার সাহস পান না কিন্তু অনেক কবিতায় আপনার সরব উপস্থিতি অনেক কিছুই প্রমান করে। পোস্ট গুলো মুছে ফেলেছেন কেন বলেন তো? ভালোই তো ছিলো। আমার কবিতা আপনাকে মুগ্ধ করেছে, ভালো লাগছে খুব, ব্লগের এই অবস্থায় কেউই আসলে কবিতা পড়ার মুডে নাই। তাও কেউ আসলে ভালো লাগে।

আর আমার নাম নিয়ে এতো প্রশ্ন শুনেছি যে মাঝে মাঝে ধন্দে পরে যাই কেন এই নাম নিয়েছিলাম? হ্যা মনে পড়েছে আমি আসলে শুধু উচ্ছাস নিতে চেয়েছিলাম কিন্তু সামু দিলো না। তাই সাথে ভুল এড করে দিয়েছি। থাকে না থাকে তো কেউ কেউ বড় অদ্ভুত রহস্যময়। আপনার মতো।

আপনার জন্যেও রইলো অনেক শ্রদ্ধা। ভালো থাকবেন নিরন্তর। :)

৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

মায়াবী রূপকথা বলেছেন: পড়িনি, ভালোলাগছেনা আপাতত। কবিতা পড়তে হয় আগ্রহ নিয়ে। পরে একসময় আগ্রহ নিয়ে পড়তে আসবো। :)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: আচ্ছা। :) :)

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ মুনশি সাহেব। আমার ব্লগ বাড়িতে স্বাগত জানাই। :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

মায়াবী রূপকথা বলেছেন: বেশ ভালোছিলো। আরো অনেক অনেক প্রশ্ন কর, এতো প্রশ্ন করতে থাকো, যেন প্রশ্নগুলো নিজে থেকেই থেমে যায়।

ভালোলাগা রইলো।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ভুল উচ্ছাস বলেছেন: হয় সুইসাইড করার প্ল্যান নিয়ে আসছেন তাইলে এইবার। বুঝতে পারছি। :(( :((


যাই হোক পড়ার জন্যে থেঙ্কু। আর ভালো থাকুন সবসময়।

১১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

নাছির84 বলেছেন: ‌‌দুর্দান্ত। লিখে চলুন সঙ্গেই আছি।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ নাছির সাহেব। ভালো থাকবেন সব সময়। শুভেচ্ছা। :)

১২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এই লেখাটা দুর্দান্ত ।

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ নাহোল আপনাকে। ব্লগে ফিরে আসায় ভালো লাগছে। সত্যি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.