নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

থমকে দাঁড়ায় না জীবন মাঝি, ছুটে চলে প্রজাপতি হয়ে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

হাতে তুলে নাও সুর, সে সুরে মেখে নাও সুখের ক্যানভাস

ক্যানভাসের এক পাশে ছোট্ট করে এঁকে নিও হাহাকার

হাহাকার জুড়েও দিও শুধু তীব্র নীল, ঝলসানো আলো

আলো যদি ফুরিয়ে আসে, জমা আছে আমার নিউরনে।



নিঃশব্দ যাযাবর কোনো শব্দ যদি মধ্যরাতে ঘুম ভাঙ্গায়

তবে দখিনের জানালায় এলোকেশে দাড়িয়ো না

হয়তো তোমায় ছুয়ে যাবে স্নিগ্ধ কোন উদাসী পরশ

তখন হয়তো শিমূল চুড়োয় ডেকে উঠবে কুহু পাখি।



জেনো ঝিনুক কোনে লুকিয়ে যায় না বাচা সময় স্রোতে

রূপ জোনাকী মুক্তো ঝরায় ফোঁটায় ফোঁটায়,

কলির তলে পোকাটাও উঁকি মেরে মুখটি লুকোয়

ছুড়ে দাও গল্প গাথা, লেগেও যেতে পারে অনুচ্চ আকাশে।



মহিমায় যদি হেসে উঠে রবি চরন, চাঁদ বড্ড হিসেবী হয়

বোনাজাল ছিড়ে বের হয়ে আসে মনের অজান্তে প্রজাপতি

ফুলেরাও বিবাগী হয়ে লাল হয়, নীল হয়, হলদে হয়।

তখন চমকে যাওয়া বাতাস থমকে দাঁড়িয়ে অন্য পথেই বৃষ্টি নামায়।

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ভালো লাগলো :) )) ++

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

মাক্স বলেছেন: একজন কবির হাল্কা ধমক খাওয়ার পর থেকে কবিতা উপলব্ধি করা শিখেছি।
ইদানীং কবিতা ভাল্লাগতাসে!
২য় প্লাস!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০

ভুল উচ্ছাস বলেছেন: কোন কবির ধমক খেলেন? :P :P


ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরন্তর।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩

ঘুমকাতুর বলেছেন: ভালো লাগা

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১১

ভুল উচ্ছাস বলেছেন: পাঠে কৃতজ্ঞতা ঘুমকাতুর। :)

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪১

মাক্স বলেছেন: আছে একজন কবি উনার কবিতা নিয়মিত পড়ি। :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: হুম বুঝতে হবে ইহা অতি প্রাইভেট। বাই দা বাই আপনার [ দের ] জন্যে শুভ কামনা। :) :)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

বাঘ মামা বলেছেন: আমি কিন্তু আপনাকে নজরে রেখেছি,আপনার প্রতিটা গতিবিধির দিকে বাঘের তিক্ষ্ণ নজর আছে। :)


যা সন্দেহ করেছিলাম মনে হয় তাই সত্য,হুট করে উচ্ছাসের এত উচ্ছাস কোথা থেকে আাসলো যে দিনে একটা করে কবিতা জন্ম হচ্ছে? প্রেমে না পড়লে নাকি কবিতা আসেনা,আমাকেই দেখুন কবিতারে কষে মাইর দিলেও এক লাইন বের হয়না। :)

তবে খুব ভালো লিখছেন দেখছি,এর আগের পোস্টাও পড়লাম,যতটুকু বুঝি তাতে একদম শব্দের সরলতায় সব টুকু সুন্দর তুলে ধরেছেন।

শুভ কামনা সব সময় উচ্ছাস,উচ্ছাসেই থাকুন সারা জীবন

০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

ভুল উচ্ছাস বলেছেন: আপনার মন্তব্য পড়ে হাসি থামাবো না কমেন্ট রিপ্লাই দিবো ধন্দে পড়ে গেলাম।

না বাঘমামা আমার দিকে নজর দিলেও যা না দিলেও তাই। যা ভাবছেন তার কিছুই না। জাস্ট চেষ্টা করতেছি কবি হবার, চেষ্টা করতেছি একজন ব্লগার হবার। শুধু কবিতা গল্প নয় কিংবা শুধু পলিটিক্যাল আলোচনা নয় আমি সব কিছুতেই বিচরন করতে চাই। সেই জন্যেই লিখছি। এতদিন কবিতা খুব অপছন্দ করতাম, অসহ্য লাগত এখন একটু একটু ফিরে এসেছে কবিতার প্রতি ভালোবাসাটা। আর আপনি আমাকে টোটাল ব্লগ লাইফেও কনফু খাওয়াবেন মনে হচ্ছে। আপনি যে ভালো লিখেন এটা আমি জানি, এটাও বুঝি আমি অন্য নিকে লিখে যান নিয়মিত, কিন্তু বুঝতে পারি না আমি। বুদ্ধু তো।


কবিতা ভালো লেগেছে শুনে খুব আনন্দ হচ্ছে। আপনিও ভালো থাকুন নিরন্তর। :) :)

৬| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ভাল লাগলো কবিতা। বিরামচিহ্নগুলির বিকল্প ব্যবহার, কিংবা লাইনগুলির বিকল্পবিন্যাস করার একটা বড় সুযোগ আছে মনে হল। আমি আমার মত করে পড়ে নিলাম।

আরো বেশি ভাল লাগায়া নিলাম :)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

ভুল উচ্ছাস বলেছেন: এই কবিতাটা যে এডিট করছে তার দোষ, সে বিরামচিহ্নগুলির ব্যবহার জানে না। আমার স্পেলিং মিস্টেক বেশি হয় তাই অন্যদের দিয়েই এডিট করাই।


আমার ব্লগে আসার জন্যে অনেক ধন্যবাদ। আপনিও কিন্তু বেশ সুন্দর লিখেন আর আপনার ভাবনার পরিধিও অনেক বিশাল।

ভালো থাকুন নিরন্তর।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০

সুফিয়া বলেছেন: ভালো লাগল। ++++

আমার ব্লগে আমন্ত্রণ।

Click This Link

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ সুফিয়া।

আপনার ব্লগ বাড়ি থেকে ঘুরে এসেছি। সুন্দর লিখেন আপনি।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

ইখতামিন বলেছেন:
৮ম ভালো লাগা.
অসাধারণ লেগেছে.

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ ইখতামিন। আমার কুটিরে স্বাগত। :) :)

৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: বুঝায়েয়া কইতারুম না ,কিন্তু ভাল লাগছে :)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ভুল উচ্ছাস বলেছেন: এইটা মান্তারলাম্না, লখনউ বুঝবেন, নবাবী কাবাব বুঝবেন আর কবিতা বুঝবেন না। ;) ;)


আপু আপনাকে দেখে ভালো লাগছে বেশ। নিশ্চয়ই ভালো আছেন। শুভ কামনা।

১০| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর কবিতা.. :)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসার জন্যে। আর হ্যা আপনার গল্পটা দেখলাম, পড়িনি এখনো, মাথাটা একটু ধরে আছে, তবে অবশ্যই পড়বো।


ভালো থাকুন নিরন্তর। কেমন। :) :)

১১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

স্পাইসিস্পাই001 বলেছেন: চমৎকার ..... কবিতা যদিও কম বুঝি তারপরেও অনেক ভাল লাগলো.....

উপস্থাপনা প্রশংসনীয়...... +++++

ধন্যবাদ ... ভাল থাকবেন.. !:#P !:#P

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্যে। আর বুঝবেন না কেন? কত্ত সহজ করেই না লিখেছি। বুঝতেই হবে। :P :P


আপনিও ভালো থাকবেন। আচ্ছা শেষে ঐ পার্টি সাইনের ইমু কেন? /:) /:)

১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

সায়েম মুন বলেছেন: কবিতাটা বেশ ভাল লাগলো উচ্ছাস। :)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: কবির পদচারনা আমার কবিতায়, এ আমার অনেক পাওয়া। কৃতজ্ঞ করে গেলেন কবি।



ভালো থাকুন নিরন্তর।

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

অপ্‌সরা বলেছেন: বৃষ্টি নামুক তোমার কবিতায় ভাইয়া!:)

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: অপ্সরা আপু আমার ব্লগে, ইয়ো ম্যান এইটাই তো আসল পার্টি টাইম।



পার্টি পার্টি পার্টি। :) :) !:#P !:#P !:#P

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: ++++++ কি দারুন ইশ!!!

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

ভুল উচ্ছাস বলেছেন: আমি আহ্লাদে তিন খানা হয়ে যাচ্ছি কিন্তু। :P :P


ধন্যবাদ বটবৃক্ষ। ভালো থাকবেন নিরন্তর।

১৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

শায়মা বলেছেন: বৃষ্টি কি নেমেছে ভাইয়া???:)

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

ভুল উচ্ছাস বলেছেন: এখনো নামে নাই আপু। তবে নামবে আশা করি। :D :D


আপু বারবার আসিও আমার কুটিরে, তোমাকে আমার ব্লগ বাড়িতে দেখলে সত্যই আমার অনেক ভালো লাগবে।


ভালো থেকো, ভালবাসা জেনো। :)

১৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: নিঃশব্দ যাযাবর কোন শব্দ যদি মধ্যরাতে ঘুম ভাঙ্গায়
তবে দখিনের জানালায় এলো কেশে দাড়িয়ো না
হয়তো তোমায় ছুয়ে যাবে স্নিগ্ধ কোন উদাসী পরশ
তখন হয়তো শিমূল চুড়োয় ডেকে উঠবে কুহু পাখি।

ভাল লাগলো।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

ভুল উচ্ছাস বলেছেন: পিপিতে যার ছবি ঝুলিয়েছেন, আমার অনেক প্রিয় একজন ব্যক্তি। সে যাই হোক আমার ব্লগ বাড়িতে স্বাগত।

১৭| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: সরি তখন তাড়াহুড়ায় কমেন্ট করেছি...:)

আবার পড়লাম.....তাই আবার না লিখে থাকতে পারলামনা,,,,,আপনি ছয় খানা হলেও আমার কিস্সু করার নেই :P :P

হাহাকারে ভরপুর কবিতাটায় কি নিঃসীম মায়া ছড়িয়ে ছিটিয়ে আছে!!!!!!
মহিমায় যদি হেসে উঠে রবি চরন, চাঁদ বড্ড হিসেবী হয়
বোনাজাল ছিড়ে বের হয়ে আসে মনের অজান্তে প্রজাপতি
ফুলেরাও বিবাগী হয়ে লাল হয়, নীল হয়, হলদে হয়।
তখন চমকে যাওয়া বাতাস থমকে দাঁড়িয়ে অন্য পথেই বৃষ্টি নামায়।

কি আশ্চর্য!!!!!

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: হুম ছয়খানাই হয়ে গেলাম দেখা যাচ্ছে। কবিতাটা এভাবে সবাইকে ছুয়ে যাবে ভাবিনি। কিন্তু ছুয়েই গেলো, ভালো লাগছে খুউব। ভাষায় প্রকাশ করা পসিবল না, বড্ড এমেচার কবি তো। :P :P


বাই দা বাই আবার এসে এরকম সুন্দর একটা মন্তব্য করার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।


আপনার পিপিটা কেমন সুখী সুখী।


শুভেচ্ছা জানবেন। :)

১৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া..........

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ রহস্যময়ী আপু। :) :)

১৯| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++++

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭

মোঃ নুর রায়হান বলেছেন: তখন চমকে যাওয়া বাতাস থমকে দাঁড়িয়ে অন্য পথেই বৃষ্টি নামায়

আহা, প্রান জুড়িয়ে যায়।

বাঘ মামার সাথে আমি একমত, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার হয় নি।
তবে পুরো কবিতার মাঝে একটা মোহ আছে। যে কেউ একটানে কবিতাটা অনেক আগ্রহ নিয়ে পড়ে যাবে।

নিঃশব্দ যাযাবর কোন শব্দ যদি মধ্যরাতে ঘুম ভাঙ্গায়
তবে দখিনের জানালায় এলো কেশে দাড়িয়ো না

এই দুটি লাইনের জন্য আপনাকে কিছু সাজেশন নেই। ( অন্য কিছু মনে করবেন না। বাংলা শব্দ "কোন" আর "কোনো" এই দুইটার ব্যবহার অধিকাংশই ভুল করে। আপনি মনে হয় এখানে কোনো এই শব্দ বুঝাতে চেয়েছেন।
এলোকেশে শব্দটা একত্রে লিখবেন। মাঝখানে ফাঁকা হবে না।

তবে আপনার কবিতা তুলনাতীত

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: রায়হান সাহেব ধন্যবাদ জানবেন চমৎকার মন্তব্যের জন্যে। আর ভুল দুইটি ঠিক করে নিয়েছি। আর প্রশংসার যে বৃষ্টিতে ভিজিয়েছেন তাতে আমি আসলেই উচ্ছাসে ভেসে যাবো মনে হচ্ছে।

আপনিও দেখলাম বেশ কিছু কবিতা লিখেছেন, পড়িনি এখনো তবে এখন থেকে নিয়মিত সময় করে পড়া হবে আশা করি।

ভালো থাকুন নিরন্তর, শুভেচ্ছা জানবেন।

২১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

মোঃ নুর রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

ভুল উচ্ছাস বলেছেন: :) :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

মায়াবী রূপকথা বলেছেন: ভালো আছি ভাইয়া, বেশ ভালো। বিজ্ঞাপন পড়িনি, ঘুমিয়ে কাটিয়েছি গত ২ টা দিন। কি যে শান্তি পাইছি। :P :P

বেশ কিছু পোস্ট দিয়েছো দেখলাম, পড়বো সময় করে। এই কবিতাটাও বেশ ভালো। আমি তেমন কবিতার সমঝদার নই, তবে বুঝতে পারছি তোমার শব্দ সাজানোর ক্ষমতা বেশ ভালোই। :) :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

ভুল উচ্ছাস বলেছেন: অনেক অনেক জমে গেছে, সব গুলা পড়তে হবে কিন্তু। আমি কিন্তু আসলেই আপনাকে অনেক মিস করছি আপু।


যাক তাও ভালো দেরীতে হইলেও ফিরলেন। :) :)

২৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপু। :)

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

মোঃ নুর রায়হান বলেছেন: হয়তো এই পোস্টের মাধ্যমেই আপনার সাথে আমার পরিচয়।
তখন জানতাম না আপনি এতো বড় একজন কবি।
সত্যিই, আপনার লেখায় জাদু আছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: রায়হান সাহেব ডোন্ট, আমার হজম হয় না প্রশংসা একদম। আর আমি একদম এমেচার কবি। এটাই সত্য।

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

বোকামন বলেছেন:






তবে দখিনের জানালায় এলোকেশে দাড়িয়ো না
হয়তো তোমায় ছুয়ে যাবে স্নিগ্ধ কোন উদাসী পরশ ....

বাহ্ খুব সুন্দর শোভন লাইনগুলো +

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে বোকামন ভাই। :)


আপনার এই মন্তব্য আমাকে একটু শান্তি দিলো।

২৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

বোকামানুষ বলেছেন: মহিমায় যদি হেসে উঠে রবি চরন, চাঁদ বড্ড হিসেবী হয়
বোনাজাল ছিড়ে বের হয়ে আসে মনের অজান্তে প্রজাপতি
ফুলেরাও বিবাগী হয়ে লাল হয়, নীল হয়, হলদে হয়।
তখন চমকে যাওয়া বাতাস থমকে দাঁড়িয়ে অন্য পথেই বৃষ্টি নামায়



অনেক ভাল লেগেছে
+++++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

ভুল উচ্ছাস বলেছেন: বোকামানুষ ভাই অনেক শুভেচ্ছা জানবেন। কতোটা বিধ্বস্ত বুঝাতে পারবো না। কবিতার পোষ্টে ফিরতে পেরে অনেক শান্তি পাচ্ছি ভাই।


ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.