নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

অবুঝ বালিকার হাতেই বুঝি লেখা ছিলো মরন। আমায় আবারো জীবন ফিরিয়ে দাও।

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নীরব সৌন্দর্যের মাহাত্য বুঝি

ফুলেরাই ভালো জানে।

লাজুক হয়েও গায়ে জড়াতে

জোস্ন্যার মতো ব্যাকুল

কে আছে আর।

বকুল গাথা মালা

যদি না জড়ালে ও প্রানে,

তবে হলদে পাখির অভিশাপ

লাগবে তোমার।



ডালিম মুক্তোরা

ঝিনুকের কৌটোয়

থাকতো যদি,

অতটা রক্ত লাল হতো কিভাবে,

হয়তো সব গুলো দানা একা হয়ে যেত।

মেঘের আওয়াজ

না রইতো,

তবে জড়াতে কি?

বাহুডোরে রয়েছে নীড়,

পাখির পালকের মতো।



কোমল হলেও

কিছুই কি আছে

পানির মতো বিনাশী?

সূর্যটা যদি আরেকটু কাছে চলে আসে,

ভয় পেতো কি সুজলা পৃথিবী?

দুপুর না হলে

হতে কি তুমি

রাজ্যের উদাসী,

এতো ভেবে কি আর হবে,

বিধাতার নিয়তি।



মরনের পরেই

আপনেরা হয়ে যায়

আরো বেশি আপন।

ভাগ্যিস রবি ঠাকুর লিখেছিলো প্রেম কাব্য,

না লিখলে কি হতো বাঙ্গালীর।

তোমার ডায়েরী দিবে আমায়?

একান্ত কথন?

যাবার বেলায়

ফিক করে হেসে ফ্যালো,

বিনিময়ে নিতে পারো শির।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রবি_জল বলেছেন: ওয়াহ! কি চমৎকার। ++

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ রবি। তোমার নামটা অনেক সুন্দর। :) :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মেহেদী হাসান '' বলেছেন: ভাই, মরন কথাটি শুনলেই মনে হয় জামাত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হইতেছে। :P
যা হোক, চমৎকার লিখেছেন।++++

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ভুল উচ্ছাস বলেছেন: আমি ভাই খুনাখুনি থেকে হাজার মাইল দূরে বাস করি, ভীতুর ডিম আসলে।


ধন্যবাদ আমার ব্লগে আসার জন্যে। শুভেচ্ছা। :) :)

৩| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শামিল কায়সার বলেছেন: আহা, সাধু সাধু!

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ কায়সার। :) :)



পাঠে কৃতজ্ঞতা।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: নীরব সৌন্দর্যের মাহাত্য বুঝি
ফুলেরাই ভালো জানে।
লাজুক হয়েও গায়ে জড়াতে
জোস্ন্যার মতো ব্যাকুল
কে আছে আর।

সুন্দর কবিতা।ভালো ভাকবেন সব সময় ।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকেও।


ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন অনেক। :)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

ইনকগনিটো বলেছেন: সুন্দর গান হয় এটা দিয়ে একটা।

ভাল্লাগলো।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

ভুল উচ্ছাস বলেছেন: গান। :P :P


শুভেচ্ছা।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: বাপরে ভাইয়া!!!


তুমি দেখি একদমই কবি হয়ে গেলে হঠাৎ!!!!!!!!!

অনেক সুন্দর!!!

সত্যি!!!:)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৯

ভুল উচ্ছাস বলেছেন: এভাবে বললে আমার আঙ্গুল আমিই খেয়ে ফেলবো তো। :P :P


এইই লিখছি আজকেই, কালকে থেকেই সব শেষ। আর তোমাকে অনেক ধন্যবাদ আপু এভাবে মিষ্টি মিষ্টি মন্তব্য করার জন্যে।


শুভেচ্ছা আর ভালোবাসা জেনো।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১

বটবৃক্ষ~ বলেছেন: সর্বনাশা কাব্যে....৫ম ভালোলাগা.....

অবুঝ বালকদের মরণ বোধহয় অবুঝ বালিকাদের হা্তেই লিখা থাকে!!
আশ্চর্য আমিও লিখেছিলাম.......অবুঝ বালকের কথা......:(:(:(

০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

ভুল উচ্ছাস বলেছেন: লিখে ফেললাম কি মনে করে যেন, অবুঝ বালক তো আর নই তবে আলাভোলা হয়তো হবো। :P :P


আর মরন ওত ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। রমনীরা বড্ড চতুর হয়ে যে। কি আর করা মেনে নিন।


শুভেচ্ছা রইলো।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৭

মাক্স বলেছেন: ভাগ্যিস রবিন্দ্র সাহেব লিখেছিলেন প্রেমকাব্য!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

ভুল উচ্ছাস বলেছেন: ভুল বলছি? আমি মনে করি রবি ঠাকুর ছাড়া বাঙ্গালী অসম্পূর্ণ। আর আমার প্রথম প্রেম তো সেইই। :P :P

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

ভুল উচ্ছাস বলেছেন: এইভাবে ভালো মন্দ কিছু না বইলে শুধু প্লাস দিলে কি বুঝবো বলেন তো?


যাই হোক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন। :) :)

১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস! আনকমন! :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: আন কমন মানে? পরীক্ষায় লিখতে পারবেন না?


আমার বাড়িতে স্বাগত বালিকা। ওহ খেয়াল করি নাই, আমার কবিতায় একজন বালিকা আছে। :P :P

১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

রেজোওয়ানা বলেছেন: বাহ!

সুন্দর কবিতা!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

ভুল উচ্ছাস বলেছেন: রেজো বু অনেক ধন্যবাদ, প্রথমত আমার ব্লগ বাড়িতে আসার জন্যে এবং কবিতা পড়ার জন্যে।



শুভেচ্ছা আর ভালোবাসা জেনো। :) :)

১২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ.. চমৎকার হয়েছে কবিতাটা :)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: শুকনো পাতাকে ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা রইলো।


বারবার আসবেন আমার ব্লগ বাড়িতে। আমন্ত্রন জানিয়ে রাখলাম।


ভালো থাকুন। শুভেচ্ছা।

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

মাথাল বলেছেন: ফিক করে হেসে ফেলো,
বিনিময়ে নিতে পারো শির।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: মিছা কি কইছি? ;) ;)



পড়ার জন্যে ধন্যবাদ মাথাল। আপনার মুভি রিভিও বেশ আকর্ষণীয় কিন্তু।


ভালো থাকুন নিরন্তর।

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

বাংলার হাসান বলেছেন: অসাধারন

পোষ্টে ভাল লাগা।+++++++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: আপনার পোষ্টের নিরপেক্ষ অভিব্যক্তি গুলো এক কথায় দারুন, দেখেই তবে এখনো তেমন পড়া হয়নি। পড়বো সময় করে অবশ্যই।


প্লাসের জন্যে ধন্যবাদ। শুভ কামনা জানবেন হাসান ভাই।

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

সবুজ মেঘ বলেছেন: হুমম

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: :P :P

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৩

আমি-টর্নেডো বলেছেন: আচ্ছা ;)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: এই ইমু ক্যান। :P :P


আমার ছোট্ট ব্লগে স্বাগত রইলো টর্নেডো ভাইয়ের প্রতি। ভালো থাকুন নিরন্তর। :)

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪১

আশিক মাসুম বলেছেন: ফিক করে হেসে ফ্যালো,
বিনিময়ে নিতে পারো শির।


মাইরালা আম্রে মাইরালা টাইপ ব্যাপার স্যাপার :P :P

ভাল লাগছে নতুন প্রেমের কবিতা।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

ভুল উচ্ছাস বলেছেন: আশিক সাহেব মাইরালা টাইপ কিছুই নাই, সিম্পল একটা কবিতা, তবে আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। আপনাদের পদচারনায় মুখোরিত হয়ে থাকুক আমার ব্লগ বাড়ি সব সময় সেটাই চেয়েছি।

টুগেদার।


ধন্যবাদ জানবেন সাথে শুভেচ্ছা। :)

১৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ""তোমার ডায়েরী দিবে আমায়?
একান্ত কথন?
যাবার বেলায়
ফিক করে হেসে ফ্যালো,
বিনিময়ে নিতে পারো শির। ""

আমার ভাল লেগেছে.....এককথায় সুপার্ব......

ধন্যবাদ ... ভাল থাকবেন.... ;)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: প্রশংসা বৃষ্টিতে ভিজিয়ে গেলেন দেখি। ধন্যবাদ অনেক।



শুভেচ্ছাও রইলো। :)

১৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর,,,,,,,,অতি সুন্দর এবং সাবলীল,,,,,,,,,,,,,,অনেক ভাল লাগা রইল

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

ভুল উচ্ছাস বলেছেন: আপু আপনার ব্লগেও দেখি বেশ কিছু চমৎকার কবিতা রয়েছে, সময় করে পড়তে হবে।


আমার ব্লগ বাড়িতে স্বাগত জানাই। ভালো থাকুন নিরন্তর। শ্রদ্ধা জানবেন। :)

২০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

۞ বলেছেন: জয় বাংলা .... ঃপি

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

ভুল উচ্ছাস বলেছেন: অবশ্যই বাংলাদেশের বিজয় হোক প্রতিটি ক্ষেত্রে।



বাংলাদেশ বেচে থাকুক প্রতিটি বাংলাদেশীর চেতনায় হাজার বছর ধরে।

ধন্যবাদ। ইয়ে আপনার নামটি পড়া যাচ্ছে না।

২১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: নাইস। সুখপাঠ।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনি আমার ব্লগে আসলে খুব ভালো লাগে।


ভালো থাকুন নিরন্তর। :)

২২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

নাছির84 বলেছেন: কবিতার কিছু লাইন যেন জী্বনের স্পন্দন। ডাহুকের সুরে ডেকে চলছে অনুক্ষন।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

ভুল উচ্ছাস বলেছেন: বাহ খুব সুন্দর করে বলেছেন তো। ধন্যবাদ পড়ার জন্যে। ভালো থাকুন সবসময়।


শুভেচ্ছা।

২৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

ইখতামিন বলেছেন:
হায়রে কপাল!
কবি হইতে পার্লাম্না
৫১তম ভালো লাগা. :P

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

ভুল উচ্ছাস বলেছেন: ৫১ তম ভালো লাগা? কেম্নে?


আরে পারবেন পারবেন। চেষ্টা করিলে কি না হয়।


আমার ব্লগ বাড়িতে স্বাগত জানাই। :) :)

২৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শিপন মোল্লা বলেছেন: কবিতা এক কথায় চমৎকার।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আবুশিথি সাহেব।


ভালো থাকুন। স্বাগত আমার ব্লগে। :)

২৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হায়রে কপাল!
কবি হইতে পার্লাম্না
৯৩ তম ভালো লাগা :P

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

ভুল উচ্ছাস বলেছেন: ভূত নাকি? B:-) B:-)

২৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আপনি অনেক সুন্দর লিখেন ভাইয়া.......

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

ভুল উচ্ছাস বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ আপু। ভালো থেকো কেমন। :)

২৭| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭

বাঘ মামা বলেছেন: হুম উচ্ছাস,দারুন


আপনি দেখছি আমাকে শেষ পর্যন্ত কবিতা বুঝিয়ে ছাড়বেন।:)

পরের পোস্টটা পড়তে হবে সময় করে

শুভ কামনা সব সময় আপনার জন্য

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১২

ভুল উচ্ছাস বলেছেন: বেশ তো বুঝবেন। আমি জানি আপনিও লিখতে পারেন। ভাব নিয়েন নাহ। :P :P


আর আপনার জন্যেও অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো। :) :)

২৮| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: সত্যি বলছি অনেক ভালো লেগেছে! সানন্দে প্লাস :)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ। তা হটাৎ রহিম মিয়ার মতো আরে আরে তাকাচ্ছেন ক্যানো? :P



ব্লগ বাড়িতে স্বাগত। ভাল থাকা হোক নিরন্তর। :) :)

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:



===============================
কোমল হলেও
কিছুই কি আছে
পানির মতো বিনাশী?
সূর্যটা যদি আরেকটু কাছে চলে আসে,
ভয় পেতো কি সুজলা পৃথিবী?
===============================

অনেক সুন্দর।

++++++

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ। ভালো থেকো নিরন্তর। :)

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

মায়াবী রূপকথা বলেছেন: এটা আরো বেশি ভালো। এতো এতো প্রশ্ন কেন এটাই ভাবছি!! তবে আশেপাশের অনেককিছু উপমা হিসেবে এনে কবিতা গড়ে তোলা বেশ ভালো একটা ক্ষমতা। কবিতা তোমাকে আবার ধরা দিচ্ছে মনে হয়। এবার ভেসে যাও তাহলে, জান্নাতে অথবা জাহান্নামে যেখানে নিয়ে যেতে চায় এইসব শব্দগুলো। পরিনতি নিয়ে বেশি ভাবতে নেই। :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

ভুল উচ্ছাস বলেছেন: পরিনতি নিয়া ভাবলে তো আর এসব লিখতাম না। যা মনে আসে তাই লিখি। চেষ্টা করেছি কিছু একটা ফুটিয়ে তুলতে। চেষ্টা করি প্রতিটি কবিতায় একটা মেসেজ সাজাতে। অবশ্য সবাই তো আর ক্রিপ্টোগ্রাফার না।


সন্মানিতবোধ করছি আপুনি। :) :)

৩১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
ভাল লাগা।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন। :)

৩২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সবুজ মেঘ বলেছেন: বালিকারাই দেশের যুবসমাজকে বন্দী করে রাখছে মায়ার ঘোরতালে ... তাই তো দেশের এই দুরবস্থা ..... /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ভুল উচ্ছাস বলেছেন: ;) ;)


মায়ার ঘোর কেটে যাক।
লাগ ভেল্কি, ভেল্কি লাগ।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

মোঃ নুর রায়হান বলেছেন: ভাগ্যিস রবি ঠাকুর লিখেছিলো প্রেম কাব্য,
না লিখলে কি হতো বাঙ্গালীর।
তোমার ডায়েরী দিবে আমায়?
একান্ত কথন?
যাবার বেলায়
ফিক করে হেসে ফ্যালো,
বিনিময়ে নিতে পারো শির

ভালো লাগা।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান সাহেব, পুরান পোস্ট সাধারনত কেউই পড়ে না। পড়ার জন্যে ধন্যবাদ। :) :)

৩৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

ফারজানা শিরিন বলেছেন: কবিতাটা ভালা পাইছি ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

ভুল উচ্ছাস বলেছেন: থেঙ্কু শিরিন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.