নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

আচ্ছন্নতায় আক্রান্ত সময়ের পুজারী।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

আমার ঘোর লাগা সমুদ্রে জেগে উঠেছে কৃষ্ণগহ্বর।

প্রস্তুত সে পুরো জোস্ন্যাটা গিলে খেতে,

চন্দ্রদেবী মুখ লুকোয় মেঘ পর্দায়,

মুগ্ধ সেও এমন পুজারী পেয়ে,

আর তাইতো চন্দ্রদেবী আজ গলে যাওয়া আইস্ক্রিমের মতো,

আঙ্গুলের ফাক বেয়ে গলে গলে পড়ছে।



মাঝে মাঝে অভিমানী হও,

অঝোর ধারায়, আমায় করো উর্বর।



আমি সিগারেট পুড়ে খাই,

ছাই হয়,

স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,

হয়ে যায় পোড়া পাথর।

ইলাস্টিক মননে শব্দেরা যেমন তীরের মতো বিঁধে যায়

তেমনি করেই সময়ের স্রোতের অপেক্ষায়

পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,

বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।





একজনের কবিতা পড়ে প্রথমে ঘোর এলো আমার দুই চোখ জুড়ে তারপর এলো নেশারা এক এক করে। এখন আর কিছুতেই নিজের পাঠ্য বই পড়তে পারছিলাম না, তাই হাটতে বের হলাম কিছুক্ষনের জন্যে। আর তখনি মনে হলো একজনের কথা, যে বাস করে আমার অনেক গভীরে। যে আসলে আমার কাছে ঈশ্বরী। যাকে দেখে সব সময় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আজো। আর তাকে আবারো আজ হাটতে হাটতে দেখছিলাম, এ দেখার যেন শেষ নেই, আমার চোখে যেন কৃষ্ণ গহ্বর তার রূপ সুধা পান করার জন্যে, হ্যা আমার কাছে সে তো চন্দ্র দেবীই। তার অভিমানী বিদায়ী কান্নারা আমায় প্রতি রাতেই সিগারেট পোড়াতে বাধ্য করে কিন্তু তার স্মৃতিরা যেন পুড়ে পুড়ে শিলা লিপিতে পরিনত হয়েছে যা আর মুছবার নয়, আর তাইতো আমি ঘড়ির কাটার সামনেই পাতি মায়াজাল। যদি সে ফিরে আসে কোনোদিন।



ছবিটা পিকাসোর আঁকা, নাম ওলগা।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

বোকামন বলেছেন: যদি সে ফিরে আসে কোনোদিন ........

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

ভুল উচ্ছাস বলেছেন: আসতেই হবে, পিরিতির আগুন নিভানো এতোই সহজ নাকি। :) :)




শুভ কামনা জানবেন।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালো লাগা কবি লিখতেই থাকুন অসাধারণ সব কবিতা।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আমি কিন্তু নিজের জন্যে, নিজের মনের আনন্দে লিখি। আপনাদের ভালো লাগলে তখন শুধু ভালোলাগার পরিমান বেড়ে যায়।



ভালো থাকুন নিরন্তর। :) :)

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার ঘোর লাগা সমুদ্রে জেগে উঠেছে কৃষ্ণগহ্বর।
প্রস্তুত সে পুরো জোস্ন্যাটা গিলে খেতে,
চন্দ্রদেবী মুখ লুকোয় মেঘ পর্দায়,
মুগ্ধ সেও এমন পুজারী পেয়ে,

দারুন।প্লাস এবং প্রিয়তে রেখে দিলাম...

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: অনেক সুন্দর লাগছে আপনাকে পিপিতে। সে যাই হোক প্রিয়তে নেয়ায় অনেক সন্মানবোধ করছি আমি। ভালো থাকুন কেমন। :)

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

মাহবু১৫৪ বলেছেন: আমি সিগারেট পুড়ে খাই,
ছাই হয়,
স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,
হয়ে যায় পোড়া পাথর।
ইলাস্টিক মননে শব্দেরা যেমন তীরের মতো বিঁধে যায়
তেমনি করেই সময়ের স্রোতের অপেক্ষায়
পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,
বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।



৪ নং ভাল লাগা

+++++++++

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: মাহবু কে অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসার জন্যে। :) :)

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: :) :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ। :)

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: :) :)

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: :)

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

আশিক মাসুম বলেছেন: ১০০% সলিড কবিতা। অসাধারণ হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪

ভুল উচ্ছাস বলেছেন: আশিক সাহেব অনেক ধন্যবাদ পড়ার জন্যে। ভালো থাকুন সবসময়।

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৪

রেজোওয়ানা বলেছেন: খুব সুন্দর!

উচ্ছাস

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ রেজো বু। ভালোবাসা জেনো। :) :)

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

বটবৃক্ষ~ বলেছেন: ৭ম +++

কি অদ্ভুত!!

স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,
হয়ে যায় পোড়া পাথর।
...পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,
বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।

তাইতো আমি ঘড়ির কাটার সামনেই পাতি মায়াজাল। যদি সে ফিরে আসে কোনোদিন। .।.।

হুম সে ফিরে আসুক,
সে অশ্রু হয়ে না ঝরুক.।.।। :( :(

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: বটবৃক্ষ সে ফিরে আসুক আর না আসুক, আমার ভিতরেই সে আছে এটাও একটা অসুখ বটে। পাঠে কৃতজ্ঞতা রইলো। :) :)

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

স্বপনবাজ বলেছেন: সত্যি অসাধারণ !

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫

ভুল উচ্ছাস বলেছেন: স্বপনবাজকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। ভালো থাকুন কেমন। শুভেচ্ছা। :) :)

১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

তানিয়া হাসান খান বলেছেন: খুব সুন্দর লাগল.....+++++++++++++
প্রিয়তে.......

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬

ভুল উচ্ছাস বলেছেন: সন্মানিতবোধ করছি তানিয়া। ধন্যবাদ আপনাকে। :) :)

১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
আমি সিগারেট পুড়ে খাই,
ছাই হয়,
স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,
হয়ে যায় পোড়া পাথর।


দুর্দান্ত।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: পাঠে কৃতজ্ঞতা আরমান। শুভেচ্ছা নিরন্তর। :)

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০

বাংলার হাসান বলেছেন: ভাল লাগল

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: পড়ার জন্যে ধন্যবাদ বাংলার হাসানকে। ভালো থাকবেন। :)

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: স্বর্ণা কে ধন্যবাদ অনেক। ভালো থাকবেন নিরন্তর। :) :)

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

টানিম বলেছেন: পিরিতির আগুন নিভানো এতোই সহজ নাকি।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: হে হে হে। =p~ =p~

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

সায়েম মুন বলেছেন: নাইস। আপনের হাত পাইক্কা ঝুনঝুনা হইতাছে।
যাউগ্গা হেই। তাইলে আরো কোবতে পাবো। B-))

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

ভুল উচ্ছাস বলেছেন: কি যে বলেন না দাদা, আমার দুরাবস্থায় দেখি আপনিও খুশি হইলেন। এই দুস্ক কই রাখপো? :P



ধন্যবাদ কবি। ভালো থাকবেন সব সময়। :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন ...++++

ফিরে আসুক .... শুভকামনা রইলো... :)

ধন্যবাদ ... ভাল থাকবেন....

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

ভুল উচ্ছাস বলেছেন: সে আসলে কিন্তু আর কবিতা লিখবো না। তখন তো তারেই সময় দেয়া লাগপে। :)


ধন্যবাদ আপনাকেও। ভালো থাকা হোক নিরন্তর। :)

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

লেখোয়াড় বলেছেন:
নিরেট কবিতা।
বাহুল্যতা নেই, আবেগ আছে।
দিনের আলোর মতো পরিস্কার আর গভীর।

ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ লেখোয়ার ভাই। আমার ব্লগ বাড়িতে স্বাগত জানাচ্ছি।



ভালো থাকবেন নিরন্তর।



ইয়ে এইভাবে কবিতার উপরে অপারেশন চালালেন? :(

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

হাসি .. বলেছেন: ভাল লাগলো
+

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

ভুল উচ্ছাস বলেছেন:
ধন্যবাদ হাসি, সব সময় হাসি ধরে রাখুন। আপনার জীবন হোক হাস্যময়।



ভালো থাকবেন কেমন।

২০| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

মাক্স বলেছেন: আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম!
ভালো লাগলো!!!

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: আমিও আচ্ছন্ন হয়েই আছি।



ধন্যবাদ মাক্স পড়ার জন্যে। শুভেচ্ছা জানবেন। :) :)

২১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

ইখতামিন বলেছেন:
১৩তম ভালো লাগা ভাই.
++++++++++++++


সব ফাঁস করে দিয়েছি ;)

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

ভুল উচ্ছাস বলেছেন: কি ফাঁস করলেন ইখতামিন সাহেব? ভয় পাচ্ছি কাকে না কাকে আবার কি মনে করে ফাঁস করলেন।


বলবেন আমাকে? :) :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ভালোলাগা।


এখন থেকে অনুসারিত ।
দেখা হবেই, সাথে কথাও হবে। ;)

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ভুল উচ্ছাস বলেছেন: প্রথমেই জানাই স্বাগত।


আর হ্যা কথা তো হবেই। :) :)

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ইখতামিন বলেছেন:
ভাই. আপনি ভয় পান কেনো?
আপনাকে কিছুই বলিনি.

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

ভুল উচ্ছাস বলেছেন: এই রে, এ তো দেখি গল্পের মধ্যে গল্প। ;) ;)

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

সোমহেপি বলেছেন: অনেক সুন্দর !!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

ভুল উচ্ছাস বলেছেন:
Lots of thanx somhappy. :)

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খুব সুন্দর।
শুভেচ্ছা।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

ভুল উচ্ছাস বলেছেন: আপনার পিকটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ আমার ব্লগ বাড়িতে আসার জন্যে। শুভেচ্ছা জানবেন। :)

২৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন?

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

ভুল উচ্ছাস বলেছেন: কাঁধের উপ্রে ইক্সাম নামের সিন্দাবাদের ভূত সওয়ার না হইলে মনে হয় ভালোই থাকতাম। :)



আপনি ভালো আছেন? :)

২৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

আলম িসিিদ্দকী বলেছেন:
চন্দ্রদেবী আজ গলে যাওয়া আইস্ক্রিমের মতো,
আঙ্গুলের ফাক বেয়ে গলে গলে পড়ছে।

মাঝে মাঝে অভিমানী হও,
অঝোর ধারায়, আমায় করো উর্বর।

আমি সিগারেট পুড়ে খাই,
ছাই হয়,
.....................................................
ভালো লাগলো। ভালো থাকুন।

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আলম সাহেব। আবার ব্লগ বাড়িতে স্বাগত জানবেন। শুভেচ্ছা।

২৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

ফারজানা শিরিন বলেছেন: স্মৃতিরাও পোড়ে তবে ছাই হয় না,
হয়ে যায় পোড়া পাথর।
...পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,
বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।

অনেক অনেক শুভকামনা ।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ ফারাজানা শিরিনকে। ভালো থাকবেন।


শুভেচ্ছা।

২৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: এইটা দেখি চন্দ্রদেবীর কাব্য লিখেছো ভাইয়া।


অনেক অনেক সুন্দর!!!!!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

ভুল উচ্ছাস বলেছেন: হ্যা হ্যা আপু চন্দ্রদেবী। আমার চন্দ্রদেবী কে নিয়ে লিখেছে। ভালো থেকো আপুনি।



শুভেচ্ছা। :) :)

৩০| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
মুগ্ধ হলাম কবিতায়।
অনেক শুভকামনা।।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ দুর্জয় সাহেব। আমার ব্লগ বাড়িতে স্বাগত। :)

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫

মোঃ নুর রায়হান বলেছেন: ইলাস্টিক মননে শব্দেরা যেমন তীরের মতো বিঁধে যায়
তেমনি করেই সময়ের স্রোতের অপেক্ষায়
পড়ে থাকি মাকড়সার জালের মতো করে,
বুক বাধি একদিন তুমিও ছটফট করবেই।

ভাষা হারিয়ে ফেলেছি ভাই।
বাকরুদ্ধ
অসাধারণ

অসাধারণ

অসাধারণ অসাধারণ !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১

ভুল উচ্ছাস বলেছেন: ভাই ভাই করিও না তো, তুমি হয়তো আমার কাছাকাছি বয়সের হবা, শিউর না, তবে কাছাকাছিই হবে। তুমি আমাকে তুমি করেই বলিও। সমস্যা নাই।

৩২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

ভিয়েনাস বলেছেন: ভাই আপনিও তো অনেক ভালো লেখেন :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

ভুল উচ্ছাস বলেছেন: আরে নাহ। :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.