নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

হাউ টু কন্ট্রোল এ টিপিক্যাল গার্লফ্রেন্ড

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

এই পোস্ট সেই সব প্রেমিকাদের জন্যে উৎসর্গকৃত যাদের জন্যে আজো পৃথিবীতে প্রেম টিকে আছে। আমার সাধারন ধারনা হচ্ছে মেয়েরা প্রেম করতে পারে না, তারা শুধু অভিনয় করে, আবার কেউ কেউ ইমোশনের আধিক্যে জর্জরিত হয়ে যায়, আর তখন শুরু হয় জ্বালা, হ্যা আমার এই পোস্ট সেই সব প্রেমিকদের জন্যে। কিভাবে সামলাবেন আপনার টিপিক্যাল প্রেমিকা। সে কখন কি বলে আর কখন কি চায়, আর তখন কি করা উচিত।



[১] এই শোনো আমার অমুক বান্ধবীর লাভার এই করছেঃ মারছে রে, উনার বান্ধবীর প্রেমিক যেটা করছে আপনাকেও সেটা করতে হবে ব্যাপার এমন নয় বরং আপনাকে তার থেকেও ইউনিক কিছুই করে দেখাতে হবে আর তাই সে এমন আহ্লাদেপনা শুরু করেছে।

সমাধানঃ মনে মনে হয়তো আমরা ঐ ছেলের গুস্টি উদ্ধার করি কিন্তু ভুলেও সামনে কিছু বলবেন না, কিংবা আপনি কিছু করবেন তাও বলবেন না, বরং আপনি চুপ করে শুনুন, মিষ্টি একটা হাসি দিয়ে বলুন দেখছো আমরা ছেলেরা তোমাদের কতো ভালোবাসি। এখন দেখবেন খেলা, সে নিজেই এখন উল্টো যুক্তি দাড় করাতে আপ্রান চেষ্টা চালিয়ে যাবে।



[২] বারবার ফোন দেয়াঃ দেখা গেলো আপনাকে সারাদিন ফোন দিচ্ছে, আপনার কাজের বারোটা বাজাচ্ছে, এই সেই হাবিজাবি নিয়ে কথা বলে বিরক্তির চুড়ান্ত অবস্থা। হয়তো দেখা গেলো সারাদিন সারারাত কথা বলার পর, ঘুমের মধ্যেও ফোন দিয়ে বলবে, একটা কথা ছিলো কিন্তু ভুলে গেছি, এখন মনে করতে পারছি না, মনটাই খারাপ, কি করি বলো তো?

সমাধানঃ এইসব ক্ষেত্রে যেটা করবেন, প্রথমেই তাকে বলুন যে ফোনের রিংটোন আপনার মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায়, আর তাই ফোন সাইলেন্স করে রাখার একটা অভ্যাস গড়ে তুলুন। সে হয়তো আপনাকে অনেক ফোন দিবে, দেখলেও রিসিভ করবেন না, বলবেন দেখতে পান নাই, এবং ফ্রি হলে তাকে ফোন দিয়ে বলুন যে আজ কিংবা কাল তাকে নিয়ে একসাথে লাঞ্চ করবেন, যদি ফ্রি থাকেন।



[৩] আমি পুরোনো হয়ে গেছিঃ মিস্টার ঘটনা যদি এইদিকে যায় তাহলে কিন্তু খবর আছে, সে হীনমন্যতায় ভুগছে। সে প্রথমে বিভিন্ন দিকে কথা প্যাচাবে, এবং বারবার আপনার সাথে ঝগড়া লাগাবার চেষ্টা করবে, অভিমানে হয়তো ঠোট ফুলে থাকবে, চোখে থাকবে ভয়াবহ তৃষ্ণা, আপনার দিকে তাকিয়ে সে খুজতে শুরু করবে তার অভিযোগ আসলেই সত্য কিনা।

সমাধানঃ প্রথমেই তাকে এসব ঝগড়া টগ্রা করার সুযোগ বন্ধ করবেন নয়তো নিজেই পরে টেম্পার ধরে রাখতে পারবেন না, আর যদি নাই পারেন তাহলে সে ধরে নিবে সে পুরান হয়ে গ্যাছে। বরং যখনি সে এরকম শুরু করবে তখন তার বাম শক্ত করে ধরুন আর অনামিকায় সুন্দর করে একটা পাপ্পি দিয়ে, মুখে বলুন আমি তোমাকে অনেক ভালোবাসি। [আমার তো লিখতেই লজ্জা লাগছেরে]



[৪] নির্দিষ্ট ডেটের আগেই যদি সে এসে অপেক্ষা করেঃ অনেক সময় হয়তো কয়েকদিন দেখাই করতে পারেন নাই, ব্যস্ততার কারনে। তখন সে হয়তো ডেটের দিন আগেই এসে বসে আছে, কখনো কখনো ১ ঘন্টা আগেও এসে বসে থাকে। এসব ক্ষেত্রে মধুর মিলনের পরিবর্তে উত্তপ্ত বাক্যবিনিময় দিয়ে শেষ হয়, যা আপনার কয়েকদিনের শান্তির বারোটা বাজাবে।

সমাধানঃ আপনি তো অবশ্যই আপনার বান্ধবীকে ভালো চিনেন, যদি সত্যি তার এই অভ্যাস থাকে তবে হাতে এক গুচ্ছ ফুল নিন, অবশ্যই রেড রোজ, আর পারলে একটা বেলী ফুলের মালা, আর হ্যা অতি অবশ্যই আধা ঘন্টা আগে আসুন। যদি সে না আসে তাহলে একটা সিগারেট আর একটা সেন্টার ফ্রুটো কিনে তার সদ্ব্যবহার করুন।



[৫] অনবরত ঝগড়া করার অভ্যাসঃ এইটা সেইটা নিয়ে সারাদিন খোঁচাবে, কি করছো কেন করছো কেন করো নাই ইত্যাদি ইত্যাদি। এতো খবরদারি বাপ মাও করে কিনা সন্দেহ আছে। যাই হোক আপনাকে সব সময় ঝাড়ির উপ্রে রাখবে মাঝে মধ্যে ধোলাইও দিতে পারে।

সমাধানঃ চুপ করে হজম করুন ভায়া, মেয়ের উপরে সবল হইলা লাভ নাই, বরং ঘরে শান্তি রাখতে হইলে উহাকে জিততে দিন। উহারাই আপনার সকল সুখের উৎস না হইলেও সকল দুঃখের উৎসে পরিনত হইবে অন্যথায়। আর হ্যা যেটা করতে পারেন, প্রতিদিন দেখা করতে যাবার সময় একটা বাবল গাম চুইংগাম নিয়ে যান। আর দেখা করার সময় বাদাম তুলে দিন হাতে। এতে তার মুখ এবং হাত উভয়েই থাকবে বিজি, যা আপনাকে দিবে সুরক্ষা।



[৬] তুমি ঐ মেয়ের দিকে তাকালে কেনঃ আপনি যদি কোনও মেয়ের দিকে তাকান সে পাশে থাকা অবস্থায় কিংবা কোনও মেয়ের হাত ধরেন হ্যান্ডশেক করার জন্যেও তাহলেই কিন্তু তার মুখে একটা ক্রুর হাসি দেখতে পাবেন, সে এখন মনে মনে বলছে দাড়াও চাদু তোমারে একলা পাইয়া নেই। আর একা হবার পর আচ্ছা মেয়েটা খুব সুন্দর আর ভালো তাই না? এই টাইপের আলোচনা দিয়ে শুরু হবে, বাকিটা আপনারা জানেন।

সমাধানঃ যখন সে একা পেয়ে শুরু করবে আচ্ছা মেয়েটা ভালো না? আপনি তখন বলবেন আর কিসের ভালো, তুমি জানো না তো, ঐ মেয়ের কাজিন এলাকার অনেক বড় গুন্ডা, ঐ মেয়েরে হাতে রাখলে ভবিষ্যতে আমাদের প্রেমের ব্যাপারে বিশাল হেল্প পাওয়া যেতে পারে, অথবা এরকম কিছু একটা ম্যানেজ করেন। আর যদি বলে হাত ধরেছো কেন? একটা মিচকা বুদ্ধি দেই, দেখলাম হাত গুলা কেমন, অনেক শক্ত বুঝলা, মনেই হয় না যে ওইটা মেয়েদের হাত, আর দেখো তোমার হাত কতো কোমল। ধরলেই শান্তি। বলেই তার হাত ধরুন। :P



[৭] এই আমার সব বান্ধবী বিয়ে করেছেঃ বিয়ের প্যাচাল শুরু করছে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান। এই জানো বাবুটা অনেক সুন্দর ছিলো। আজকে আম্মু বলল আমি নাকি মোটা আর অসুন্দর হয়ে যাচ্ছি দিনদিন, তারপর আমার চেহারা নষ্ট হয়ে গেলে তো তুমি অন্য কারো হাত ধরে পালাবা। ইত্যাদি ইত্যাদি।

সমাধানঃ তাকে বলুন, বিয়ে তো আজ বাদে কাল অবশ্যই করতে হবে। সো চলো প্ল্যান করি কি কি লাগবে বিয়ের সময়, বিশাল একটা লিস্ট তাকেই করতে দিন। অতঃপর বলুন এতো টাকা এই মুহূর্তে নাই আপনার কাছে, আগে নিজেকে গুছিয়ে তারপর বিয়ে করবেন। আর যদি বলে কিছুই লাগবে না, তাহলে তাকে নিয়েই প্ল্যান করুন সুন্দর সুন্দর বিয়ের পর কি কি করবেন তার। আর এভাবেই তাকে ব্যস্ত রাখুন দিনের পর দিন। সে রোম্যান্টিক মুডে থাকবে, আর তারপর যথা সময়ে তাকে বিয়ে করুন। তবে হ্যা বিয়ের একটা কার্ড আমাকে পাঠাতে ভুলবেন না কিন্তু।



[৮] সন্দেহপ্রবনঃ আপনার ফোন যদি কোনও কারনে একবার বিজি পায় কিংবা আপনি যদি কোনও ক্লাসমেট, আত্মীয়া কিংবা বড় অথবা ছোট আপুর প্রশংসা তার সামনে করেন, অথবা কোনও কারন লাগবে না, সন্দেহ তার বাতিকে পরিনত হইছে। বারবার সে মোবাইলের হেডফোনের মতো প্যাচ খায়া যায়, আর আপনারেও সেই প্যাচে ফেলার ধান্দায় থাকে।

সমাধানঃ দুইটা ওয়ে আছে এখানে, প্রথমত সে যদি এধরনের টেনশনে থাকে তাহলে সেটা আপনার জন্যে ভালো কারন সে নিজে আপনাকে এসব টেনশনে ফেলতে পারবে না। আর যদি খুব প্রকট হয়ে উঠে তাহলে যা যা করবেন। ফোন বিজি পাইলে পরে ফোন দিয়ে বলুন অমুকের অমুক মারা গ্যাছে, অমুকের ওইখানে আগুন লাগছে, অমুক দুস্তের জিএফ আরেকটা প্রেম করা শুরু করছে ও ব্যাচারা অনেক কষ্টে আছে, অমুকের জিএফ বিয়ে করছে অন্য পুলা, এইভাবে তারেই থামায়া রাখেন। পারত পক্ষে আপনার বান্ধবীর সামনে অন্য মেয়ে নিয়ে আলোচনা করবেন না একদম, পুরোন জিএফ থাকলেও খুব সৎ হবার জন্যে তাদের কথা শেয়ার করবেন না একদম। তাদের সামনে থাকাকালীন নিচের দিকে এবং তার দিকে তাকিয়ে কথা বলুন, একেবারে চোখে চোখ রেখে যাতে সে নিজেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়।



[৯] ছিচকাদুনেঃ আপনার বান্ধবী ভয়াবহ ছিঁচকাঁদুনে, অল্পতেই কেঁদে কেটে অস্থির কিংবা ন্যাকামি করতে করতে এমন পর্যায়ে চলে যায় যেন এই মুহূর্তে ভূমিষ্ঠ হলো। আপনি হয়তো একটু বকা দিলেন কিংবা সামান্য ঝাড়ি প্রথমেই ঠোট ফুলিয়ে রাখবে তারপরেই কান্নার নদী বইয়ে দিবে। অথবা বাচ্চাদের মতো আহ্লাদেপনা করতেই থাকবে।

সমাধানঃ প্রথমেই বলি যে মেয়েটি আপনাকে ভালোবাসে সে আপনার কাছে অনেক অধিকার আশা করে, সে চায় আপনার পুরোটা পেতে, আই মিন মনোযোগ দাবী করে আর কি। সো তার কান্না করার কারন হচ্ছে এইটাই। এসব ক্ষেত্রে তার কান্নার সময় আপনি অট্টহাসি দিতে পারেন এবং যদি খুব ক্লোজ হন তো কাতুকুতু ভালো অথবা বিভিন্ন রকম ফান করতে পারেন। মোট কথা তার ছিচ কান্না একদম পাত্তা দিবেন না। আর যদি ন্যাকামী করে এর মানে তো খুব সহজ, বাচ্চারা আহ্লাদেপনা করে আদর পাবার জন্যে আর আপনার সামনে দাঁড়ানো এই বুড়ো বাচ্চাটাও আদর চায়। বুঝে নিন। :P







আপাতত এই কয়টা সমস্যা মাথায় এলো, আরো কিছু ছিলো কিন্তু এখন ভুলে গেছি। আপনাদের যদি আরো সমস্যা জানা থাকে তাহলে জানান, আমি সমাধান দেয়ার চেষ্টা করবো। আর হ্যা জয়তু প্রেম। প্রেম হোক অমর। প্রেম বিহীন জীবন একটা মৃত জীবন বলেই মনে করি আমি। সবার জীবনে একবারের জন্যে হলেও প্রেম আসুক। ভালো থাকুন সবাই।

মন্তব্য ৯২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

সবুজ মেঘ বলেছেন: :D B-) ;) :P


+++ সহ শো-কেসে ... তবে সময় ও অভিজ্ঞতা নিয়ে আরও রিচ করে ফেলুন ... :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ সবুজ ভাই, ব্লগ বাড়িতে স্বাগত জানাই। ভালো থাকুন। :) :)

২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

স্পাইসিস্পাই001 বলেছেন: জটিল গবেষণা .... :-B ......

ধন্যবাদ...

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

ভুল উচ্ছাস বলেছেন: স্পাইসিস্পাই কে ধন্যবাদ। :)

৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

মামুণ বলেছেন: পুরাই লাল হয়া গেলাম :!> :!> :!> :!> :!>

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

ভুল উচ্ছাস বলেছেন: মিলে গেলো নাকি? আরে মিয়া শরমের কি আছে? :P :P

৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

খাঁচার পাখি বলেছেন: bhai...bhaloi laglo...kaje lagte pare...:-P
tobe 4 no. a ciggerat ar center fruite ar kahini ta bujlam na........

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

ভুল উচ্ছাস বলেছেন: বুঝেন নাই ক্যান? সহজ হিসাব বিড়ি খাবেন, টাইম পাস হবে, সে যাতে স্মেল না পায় তাই সেন্টার ফ্রুটো।


ভালা না বুদ্ধি? :) :)

৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

বৃতি বলেছেন: দারুণ analytical !অনেকের কাজে আসবে আশা করি । :) :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

ভুল উচ্ছাস বলেছেন: হয়তো কেউ একজন আপনার বিরুদ্ধেই ইহা প্রাকটিস করিবে। :P :P

৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

খাঁচার পাখি বলেছেন: ami aitai bujchilm....bt ektu deeply chinta korechilm r ki.... :-P

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: কি চিন্তা করছিলেন? খুইলা কন। নতুন আইডিয়া নাকি? :) :)

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

খাঁচার পাখি বলেছেন: থাক ভাই, আরেকদিন বলি। আইডিয়াটা আরও ডেভলাপ করি। :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

ভুল উচ্ছাস বলেছেন: আইচ্ছা, অপেক্ষায় থাকলুম। :) :)

৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: বুঝা যাইতেছে আপনার জীবন ঝলাপালা হইয়া গেছে !! =p~ =p~ =p~

গবেষনায় সিরাম পিলাস !!

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: নারে ভাই এখনো কাউরে পাই নাই যে আমার জীবন ঝালাপালা করপে, তয় অগ্রিম সাবধানতা অবলম্বন করলাম। এই গুলা বন্ধুবান্ধব এর কাছ থেকে দেখা অভিজ্ঞতা বাকিটা নিজেই চিন্তা ভাবনা কইরে বাহির করেছি।



আপ্নের তো মিয়া কাজে লাগবে এইসব। :P :P

৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

মোঃ নুর রায়হান বলেছেন: আপনার নিজের অভিজ্ঞতা আছে নাকি ভাই? :P :P :P :P

আইডিয়া জটিল।।
কিন্তু আমার উনি যে আরও ট্রিপিকাল।
সামলানোই মুশকিল। :-B :-B :-B
ভালো লিখেছেন ভাই।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: নারে ভাই, আমার নিজের অভিজ্ঞতা নাই তবে ফ্রেন্ড গো দেইক্ষা দেইক্ষা এইসব শিখলাম তাছাড়া অনেক ফ্রেন্ডকে ফোন দিয়ে দিয়ে জিগাইছি কি কি সমস্যা হয় এইসব, তারপর লিখছি। অনেক বাদ পড়ছে। যাই হোক তোমার সমস্যা লিখে দাও, আমি সমাধান দিমু নে। :) :)

১০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

রিফাত মাহমুদ বলেছেন: ভাই এর মনে হয় খুব ভাল এবং সুদীররঘ অভিজ্ঞতা আছে ;)
ইনশাল্লাহ কাজে আসবে :#)

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: সত্য কইতাছি আমার কুনো অভিজ্ঞতা নাইই। আপনার কাজে লাগলে আমার অনেক ভালো লাগবে। :) :)

১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫

মাক্স বলেছেন: বিয়াফুক গবেষণা!!!

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: হয়। :) :)

১২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ভুল উচ্ছাস বলেছেন:
একি কোন আপু এক্ষণ পর্যন্ত আমার পুষ্টে মুখ দেখায় নাই। :P :P

১৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

বটবৃক্ষ~ বলেছেন: মাক্স wrote:বিয়াফুক গবেষণা!!!!!হাহাহাহাহা!! মাক্স ভাইকে +++

ভুল উচ্ছাস wrote:
একি কোন আপু এক্ষণ পর্যন্ত আমার পুষ্টে মুখ দেখায় নাই

মুখ দেখাইলাম!! X( X( X( X( X((
পুরাই বিয়াফুক গবেষণা!!!

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

ভুল উচ্ছাস বলেছেন: আপনি আপু? B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮

অচিন.... বলেছেন: GF nai :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ভুল উচ্ছাস বলেছেন: উখে বস, জিএফ কালেক্ট করার তরিকা কয়েকদিন পরেই পাইয়া যাইবেন, এইটা নিয়ে পোস্ট দিতে অনেক কষ্ট করা লাগবে।


সাথে থাকেন। :) :)

১৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

মোঃ নুর রায়হান বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে যেয়ে আমার লেখাগুলো পড়ে দেখার জন্য।

আপনি অনেক ভালো লিখেন, এবং অনেক আন্তরিক। এইজন্য আরও একবার ধন্যবাদ।

আপনার পোস্টগুলো পড়লাম।
গতানুগতিক ভাবে শুধু ভালো লেগেছে বললে হয়তো ভুল হবে।
আপনাকে আমার অনুসারিত ব্লগে রেখেছি।
আপনার লেখা অনেক চমৎকার।

আর সমস্যার কথা বলছেন?
আমার সে অনেক বেশি ছিঁচকাঁদুনে। অনেক অনেক বেশি।

আমি আমার চেয়ে বড় কাউকে তুমি বলতে পারি না ভাই।
আমি যদি জানতাম আসলে আপনি কত বড় তারপর বলতে পারবো।
অনেক শুভকামনা রইল আপনার জন্য।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

ভুল উচ্ছাস বলেছেন: সমস্যাটা মাথায় রাখলাম, কালকে এসে সমাধান দেখে যেও। সবার কাছ থেকে ধার করতে হয় আমাকে। ধন্যবাদ এতো চমৎকার মন্তব্যের জন্য। :) :)

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: হাহাহাহাহা!!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :-B :-B :-B :-B

ধীরে....চোখ তো বাইর হইয়া যাইতেসে!!!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

ভুল উচ্ছাস বলেছেন: দেখেন আপু আমার কোনও কন্সেপ্ট নাই কে আপু আর কে ভাইয়া। একদম নতুন ব্লগে আমি। এখনো এক মাস হয় নাই।

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

কামরুল হাসান শািহ বলেছেন: ভাবতাছি প্রিয়তে নিমু :!> :#>

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২০

ভুল উচ্ছাস বলেছেন: ব্যাপার কি কামরুল সাহেব? তার মানে আপ্নারো একজন আছেন। :P

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৫

বটবৃক্ষ~ বলেছেন: হাহাহ!! ব্যাফার না!!!বুঝলা!! আমি ইউজড টু হয়ে গেসি!! কেউই বুঝতে পারেনা...

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

ভুল উচ্ছাস বলেছেন: এই যে এখন আমি বুঝতে পারলাম। সে যাই হোক এখন থেকে আর আমার ভুল হবে না।
সো হাসেন বেশি করে, সাস্থের জন্যে খুব ভালো হাসি। ইয়ে আপু হাউ কন্ট্রোল ইউর বয়ফ্রেন্ড নিয়ে পোস্ট লাগবে নাকি? ;) ;)





শুভ সকাল আপু।

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩

তামিম ইবনে আমান বলেছেন: সিঙ্গেল মানুশের মহা যন্ত্রনা। এসব পোস্ট তারা পড়তে পারে না। লজ্জায় ।
দেখেন না, আমিও এই পোস্ট পড়তে পারি নাই।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

ভুল উচ্ছাস বলেছেন: তামিম সাহেব এর পরেরটার পরেরটা তাহলে আপনাদের জন্যেই লিখবো, কিভাবে কাটতি দিতে হয়। ;) ;)

২০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: হাউ টু কন্ট্রোল এ টিপিক্যাল গার্লফ্রেন্ড

শিরোনাম দেইক্ষা আর কিছু কইলাম না, আমি ত এক্সক্লুসিভ আছিলাম
B-)) B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

ভুল উচ্ছাস বলেছেন: এইটা কি কইলেন, এক্সক্লুসিভ? ;) ;)


আপু আপনারে তো তাইলে কেউই কন্ট্রোল করতে পারবে না বরং আপনিই মে বি কোনও একজন বেচারাকে কন্ট্রোল করতেছেন। তাহার জন্যে আমার সমবেদনা রহিলো। :P :P

২১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

সর্ট সার্কিট বলেছেন: প্র্যাকটিকাল ক্লাসে যদি ফেইল করি আপনের খবর আছে....... X((

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ভুল উচ্ছাস বলেছেন: দায়দায়িত্ব শুধু এর ব্যবহারকারীর উপর বর্তাবে। :P

২২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মুনসী১৬১২ বলেছেন: :| /:) B:-) B:-/ :P =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

ভুল উচ্ছাস বলেছেন: এতো ইমুর ভীড় কেন মুনসী সাহেব? :) :)

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

ফারজানা শিরিন বলেছেন: ভাই যে জ্বালায় আছে বুঝতে পারলাম ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২২

ভুল উচ্ছাস বলেছেন: নাহ, আমার তেমন কোনও জ্বালা নাই। ভালো আছি আপাতত। :)


হা হা নিশ্চয়ই আপনিও এরকম করেন উনার সাথে তাইনে? :P

২৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: ইয়ে আপু হাউ কন্ট্রোল ইউর বয়ফ্রেন্ড নিয়ে পোস্ট লাগবে নাকি?
জ্বিনাহ....! /:) /:) !

ভালোবাসার সাথে কনট্রোল ওয়ার্ড টা যায়না...উহু! নোপ!!! :| :|

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: জী জী আমি বুঝতে পেরেছি ক্যান লাগবে না, আপনি নিশ্চয়ই এক্সপার্ট এই ব্যাপারে। আর ভালোবাসা ক্যান সব কিছুরি কন্ট্রোল থাকা উচিত নইলে না সব ভুল উচ্ছ্বাসে শেষ হয়ে যায়।


তবে যদি আইডিয়া লাগে তাহলে আমি লাভগুরু উচ্ছাস পাশে আছি, শত হইলেও আপনি আমার আপুই তো। :) :)

২৫| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি মিথ্যুক। আপনার অভিজ্ঞতা আছে /:) /:) /:)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

ভুল উচ্ছাস বলেছেন: আমি মিথ্যুক? এতো বড় কথা? তো মিস স্বর্ণা আমার জিএফ কে? X((

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

ভুল উচ্ছাস বলেছেন: আপনি যে টিপিক্যাল কোনও সন্দেহ নাই। =p~

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: আশাকরি কারো গার্লফ্রেন্ডের চোখে এই পোষ্টটা পড়বেনা। দেখা গেল আপ্নে পরামর্শ দিছেন এই অনুসারে কাজ করতে গেলে তখন বলল যে, জানি জানি এইসব সিস্টেমবাজী তোমারে ভুল উচ্ছাস শিখাইছে!!!!! :P

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

ভুল উচ্ছাস বলেছেন: আরে সমস্যা নাই, মেয়েরা এতো বুদ্ধিমতী না, বুঝবেই না কি থেকে কি হচ্ছে। ক্যারি অন কুনো। :) :)

২৭| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১১

দিশার বলেছেন: ভাই ফোন কিনলে নকিয়া,

প্রেম করলে পরকিয়া ,

ই ফর্মুলা আজও কাজ করছে। চেষ্টা করে দেখেন।

পরিকিয়ার মধ্যে, GF সংক্রান্ত কোনো ঝামেলা নাই ! নিখাদ প্রেম আর প্রেম !

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

ভুল উচ্ছাস বলেছেন: ছি ছি । দিশার সাহেব বিকৃত মানসিকতা নিজের মধ্যে লালন করি নাই কোনোদিন। করবোও না।


ভালো থাকবেন।

২৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: পিলাচ আর লগে শো কেচ।


চখাম হইছে রে ভাই। আরও ইনফরমেশন লাগান।

;) ;) ;)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

ভুল উচ্ছাস বলেছেন: সমস্যা বলেন আমি সমাধান করে দিবো নে। :) :)

২৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২

লুকার বলেছেন:
একদম ঠিক লিখেছেন। কিন্তু ইম্যাচিউরড মেয়েদের সাথে এত ঝামেলা করে প্রেম করার দরকারটা কী?

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

ভুল উচ্ছাস বলেছেন: ম্যাচিউর আর ইমম্যাচিউরড নাই, সবাইই সেইম। অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে হলে এসব সমস্যা হয় না।


আর এই পোস্ট তাদের জন্যেই যারা প্রেম করছে এবং সমস্যায় পড়ছে।

৩০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :-B :-B :-B :-B




B:-/

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

ভুল উচ্ছাস বলেছেন: ধরা খেয়ে গেলেন তাইলে? =p~

৩১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

শের শায়রী বলেছেন: বিরাট গবেষনা। চালাইয়া যান ভাই। ওই পর্যায় শেষ কইরা অখন বিবি লইয়া ঘর করি, আর ডেইলি সকাল বিকাল দুই বেলা নিয়ম কইরা ঝগড়া করি =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

ভুল উচ্ছাস বলেছেন: বাহ ভালোই তো, নিশ্চয়ই প্রতিবার ঝগড়ায় ইনিংস ব্যবধানে পরাজিত হচ্ছেন আবার হাসেনও। :-B :-B B:-) B:-/


আপনাদের সুখি দাম্পত্যজীবন কাম্না করি। ভালো থাকুন শায়েরী ভাই।

৩২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

রামিজের ডিপফ্রিজ বলেছেন: এত গবেষণা না করে নীৎশে যা বলেছিল সেই এক লাইনের প্রস্তাবটা একবার পড়ে দেখেন।



(বিধিসম্মত সতর্কীকরণ : আমি সিরিয়াস নই)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

ভুল উচ্ছাস বলেছেন: নীৎশে কি বলেছে সেটা না বললে তো কিছুই বুঝলাম না। B:-/ /:)

৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক গবেষনা।পিলাচপূর্বক প্রিয়তে

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

ভুল উচ্ছাস বলেছেন: :) :)

৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :#> :#> :#> :#>
:!> :!> :!> :!>
ব্যাপক লজ্জা পাইলাম।


তয়, আগে থেকে পড়া লেখা কইরা নিলাম।

ভবিষ্যতে , সমস্যা হইলে যাতে ট্যাকল করা যায়.........
( তয় ,আমার বড় সমস্যা আমি তো এখনও তারে :!> প্রপোজই করতে পারি নাই ) /:) /:)


আমার সমস্যাটা নিয়া যদি একটা গো + এষণা মূলক পোস্ট লিখেন তাইলে বড়ই উপকার হইতো। ;) ;)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: হ্যা আমি ওটা নিয়েই আপাতত কাজ করতেছি, কিভাবে প্রেমিকা পাবেন, বাতলে দিবো সব। তবে একটু সময় লাগবে আমার। অভিজ্ঞদের কাছ থেকে বুদ্ধি ধার করা লাগবে তো নাকি। ;) ;)

৩৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


তখন বিস্তারিত লিখতে পারি নাইক্কা!!! ১ নং পড়েই ওই ইমো দিয়েছিলাম ... :P ...



নিঃসন্দেহে ব্যপক গবেশনার ফল ইহা ... তাই না ভাইডি ?? ;) ;) ;)



পড়তে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা ... মাগো মা ... যার মধ্যে সব গুলাই বিদ্যমান তার জামাইর কথা চিন্তা করে কান্দন আইতেসে গো ( মানে তোমার ভাইইয়ার কথা ;) :P ) :(( :(( :((

আসলেই জানতাম না উহার ( অবলা প্রাণীর =p~ ) অবস্থা কতটা শোচনীয় করে রাখতাম ,এবং রাখছি ... এখন যেন কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো :( :( 8-|






পোস্ট এ চরম প্লাস ... দুঃখিত শুধু একবার এই প্লাস দেয়া যায় ... তাই শেয়ার করলাম :D








ভালো থাকো ,



আরও পোস্ট চাই ... হি হি হি =p~ =p~ =p~ :-P





১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

ভুল উচ্ছাস বলেছেন: অনেক গবেষণা করেই লিখছি এইটা সত্য তবে যেভাবে চাম ইমু দিছেন অমন কিছুই না। বন্ধুদের হেল্প নিসি শুধু। আর আপনি যে এমুন টিপিক্যাল যে আমারি খারাপ লাগতেছে বেচারা দুলাভাইয়ের জন্যে। আপনারে বিশাল বিশাল মাইনাস দিলাম।


পোস্ট আরো আসবে সন্দেহ নাই। ফিরতি মন্তব্যের জন্যে ধন্যবাদ।


দেরীতে রিপ্লাই দেয়ার জন্যে দুঃখিত আসলে কবি ও কাব্যের রাজাকার নামা যে এতো বড় আমার বুঝা উচিত ছিলো শুধু ওইটা পড়তেই তিন দিন লাগবে।


আপনাদের সুখি পরিবারের জন্যে শুভ কামনা রইলো। :) :)

৩৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: ভাইডি, সুইচ গিয়ার কন্ট্রোল পড়বার সময়েও এত এত কন্ট্রলিং প্যারামিটার মাথায় আসেনাই। B:-) B:-) B:-) B:-)

প্রেমে পড়ার একটা সুপ্তবাসনার গুপ্ত হত্যা কইরা দিলেন এই পোস্টটা দিয়া। :P :P :P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

ভুল উচ্ছাস বলেছেন: ভাইরে আমাদের প্রেম করবার সময় কই? আপচুচ মেয়েরা এইটা বুঝেই না, হুদাই আমাদের পিছনে দৌড় ঝাপ করে। :) :)

৩৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

পথহারা সৈকত বলেছেন:


ওরে...........পিলাচ আর পিলাচ........পিলাচের বান ডেকেছে..........

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৯

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

পথহারা সৈকত বলেছেন:


ওরে...........পিলাচ আর পিলাচ........পিলাচের বান ডেকেছে..........

৩৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

পথহারা সৈকত বলেছেন:


ওরে...........পিলাচ আর পিলাচ........পিলাচের বান ডেকেছে..........

৪০| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

আশিক মাসুম বলেছেন: হাহাহা আল্লাহ রহম করো :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

ভুল উচ্ছাস বলেছেন: কারে রহম করবে? আপনারে? :P :P

৪১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

একজন আরমান বলেছেন:
অপু তানভীর বলেছেন: বুঝা যাইতেছে আপনার জীবন ঝলাপালা হইয়া গেছে !!

=p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

ভুল উচ্ছাস বলেছেন: আমি ভালো আছি। :| :|

৪২| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
টিপিকাল কিভাবে হবো? আমি তো কখনও প্রেম করিনি।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫

ভুল উচ্ছাস বলেছেন: ও সু স্যাড। আমিও করিনি। :(

৪৩| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

লুছিফার বলেছেন: রোমিও দের জন্যে জ্ঞানী পুষ্ট :P

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

ভুল উচ্ছাস বলেছেন: আবার জিগায় এই পোস্ট অবশ্যই আপনার জন্যে। =p~

৪৪| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

মোঃ নুর রায়হান বলেছেন: ভাই, ভালোই তো বললেন। কিন্তু কথা হল আপনি যদি তাঁর ইমোশনের উপর এমন অট্টহাসি হাসেন, তাহলে তাঁর কতটা কষ্ট হবে আপনি বুঝে দেখেছেন?
হয়তো রিলেশনটাই ভেঙে যাবে।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

ভুল উচ্ছাস বলেছেন: আরে নাহ তার ইমোশোনের উপ্রে হাসবা ক্যান? তারে নাকি কান্না গুলার উপ্রে হাসবা, তারে হাসাবার জন্যেই এই চেষ্টা।


আর এইখানে যেই সমাধান দিসি এইটা পরীক্ষিত। ব্লাফ দেই নাই। যাই হোক প্রয়োগ করবা নিজ দাইত্তে।

৪৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

এ্যাপোলো৯০ বলেছেন: এমন করতে করতে একজন আমাকে ছ্যাঁকা দিয়ে গেছে গা। এখন বুঝলাম সে এসব আপনার কাছ থেকেই শিখেছে। আপনাকে মাইনাষ।সেইরকম মাইনাস।

৪৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

রিপেনডিল বলেছেন: বাদাম চুইংগাম থেরাপী ব্যায়াফুক হইসে!
++++্

৪৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

সাাজ্জাাদ বলেছেন: ভাই কি বিবাহিত?? বাস্তবধর্মী গবেষণা।

৪৮| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮

ডক্টর এক্স বলেছেন: প্লাস দিয়ে গেলাম গবেষণামূলক পোস্টে। শুভ কামনা।

৪৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই আপনারেই তো খুজতে ছিলাম



পুস্টে +++++++++++++++++++++++


যাই হোক...আমার কেলাস ৭ এ পড়া গার্লফ্রেন্ড ৯ নং টাইপ।

৫০| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

পারভেজ রবিন বলেছেন: আহা, এইসব সমস্যায় যে কবে পড়ব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.