নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

বালিকার জন্যে লেখা শুধু। যে ধরে ছিলো হাত নির্মোহ বিশ্বাসে।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৫১

মধু পোকা, ও মধু পোকা, তোমায় একটা কথা বলার ছিলো,

আমার না একটা ভাবনা করিডোর আছে, সেখানে আছে সুখ পাখিদের বাসা,

ওরাও আজ একা, চুপ করে অপেক্ষায় আছে মধু পোকার জন্যে,

এতোটা নির্লিপ্ত হতে নেই পোকা, তোমার সামনের কাঁটা তারের বেড়া নেই, চীনের প্রাচীর নেই, একটা খোলা দরজা আছে, উঁকি দিয়ে দ্যাখো, কেমন সবুজ মাঠ, আলো ছায়ার খেলা, নির্জন নদী, ঝরনা অবাক পাহাড়, আর মেঠো পথ।

চলে এসো মধু পোকা, একটা শঙ্খ চিল তোমার অপেক্ষায় একা



-------------------------------------------------------------------------





আমার নির্লিপ্ত জীবনে যতটা কীবোর্ডের ভালোবাসা আছে ততটা রজনীগন্ধা ফুলের নাই,

আর তাই আমি ঘ্রান পাই বারুদের।

নস্টালজিয়া রাতের বুকে খুজি শুধু ধ্রুবতারা।

বাহুডোরে কেউ বাঁধে প্রেমিকার উষ্ম আলিঙ্গন,

আর আমায় বেধে রাখে অচিন শৃঙ্খল,

আমি কাঁদি না তাই, উপভোগ করে অশ্লীল অবগাহন,

প্রচন্ড ব্যাথাকে ছুয়ে দেয়ার অভিলাষে আক্রান্ত হই স্বেচ্ছায়,

পায়েলের শব্দে কারো বুকে জেগে উঠে প্রেম, আর আমার হয় ধ্যানভঙ্গের জ্বালা।

বিরক্ত হই আমি।

আহা এ যে অযাচিত কাব্য, কাম্য হতেই পারে না।



তবুও সেথায় আজ ফুটে উঠেছে গোলাপের বাগান,

সেথায় আজ অনুভূতির তীব্রতা,

আমার গরম চায়ের ফ্লাক্স, সিগারেটের আগুন, এসব আর ছুয়ে দিয়ে অনুভব করতে হয় না এই বিরক্তিকর জীবনটাকে।

সেথায় আজ স্নিগ্ধ আবেশ,

কে যে, কখন যে, কেন যে, এলে?

জানিনা, পুরোটাই তোমার করে নিলে,

লব্ধ ধারার প্রতিটি সুখ বিন্দুর মধ্যে অন্তর্বর্তী একটা নিউক্লিয়াস হয়ে,

ভাবি অনেক করে, তাও তার কুল যেন পদ্মা মেঘনার মোহোনার মত অধরাই রয়ে যায়,



আমি আজ অধরা যৌবনের কেন্দ্রে দাঁড়িয়ে ঠায়,

এ যেন শেষ হবার নয়, এ যেন অফুরন্ত, আবেশীয় বটে,

কে কাকে? এই প্রশ্নের উত্তর বাকি জীবনের হাতে।

এ বেলা চলো মুগ্ধ রাতে, হাতে হাত রেখে,

করিডোর ধরে হেটে যাই, বহুদুর বহুদুর,

কানাগলি এলে, আকাশ পথে ডানা মেলে,

উড়ে যাবো দু জনায়।

জেনে নাও, আমার দুইটি হাত আর নেই এখন,

সেখানে ডানা গজিয়েছে,

ডানার প্রতিটি কোষে কোষে একটাই পাদটীকা,

আমার মাধবীয়া লতা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ১:০০

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর আসলাম এই ব্লগ এ...।
হু কুরবানি হবার গল্প


আমার নির্লিপ্ত জীবনে যতটা কীবোর্ডের ভালোবাসা আছে ততটা রজনীগন্ধা ফুলের নাই, ......

এখন নিশ্চয়ই বেলি ফুল এর ভালবাসা আছে ?

২৪ শে মে, ২০১৩ রাত ১:০৫

ভুল উচ্ছাস বলেছেন: কুরবানী হবার গল্প? B:-) B:-) B:-)

হা হা হা।

না আপি কোনো ফুলের ভালোবাসা ছিলো না। :-* :-*

২| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগছে :)

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: ;) ;)

শাহী ভাই থেঙ্কু।

৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আজ অধরা যৌবনের কেন্দ্রে দাঁড়িয়ে ঠায়,
এ যেন শেষ হবার নয়, এ যেন অফুরন্ত, আবেশীয় বটে,
কে কাকে? এই প্রশ্নের উত্তর বাকি জীবনের হাতে।


জীবনের উত্তর খুঁজে পেতে কাউকে ভালবাসলেই হয় ।

২৪ শে মে, ২০১৩ দুপুর ১:৩৯

ভুল উচ্ছাস বলেছেন: কান্ডারী ভাই, আমার আনাগোনা সব সময় হয় অসময়ে। কবিতা পড়ার জন্যে ধন্যবাদ। :) :)

৪| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

রহস্যময়ী কন্যা বলেছেন: পোষ্টে ভালোলাগা এবং +++++++++++++++
অনেক দিন ধরে ভাইয়ার পোষ্ট দেখিনা, আজকে দেখে ভালো লাগলো :) :)

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

ভুল উচ্ছাস বলেছেন: এইখানে পোষ্ট দিসি যাতে হারিয়ে না যায়, আর কোনও উদ্দেশ্য নাই রে বুড়ি। ভালো আছিস নিশ্চয়ই, আর হ্যা ভুল করে মাধবীয়া লতা লিখি নাই বরং আদর করে লিখেছি। পাগলী। :)

৫| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

রহস্যময়ী কন্যা বলেছেন: মাধবীয়া লতা না,ঐটা মাধবীলতা হবে...... আমার প্রিয় ফুলের নামটাই ভুল করসে... X(X(X(X(

৬| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ফারিয়া বলেছেন: বাহ বেশ লেখেছেন! মাধবীলতা হবে ফুলটার নাম!

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ভুল উচ্ছাস বলেছেন: ইচ্ছে করে ভুল করবার আলাদা নির্যাস আছে।

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। তবে সেথা/যেথা জাতীয় সেকেলে শব্দ এখন আর পড়তে ভালো লাগে না।

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ভুল উচ্ছাস বলেছেন: হাসান ভাই হয়ে যাবে আমারো, আমি খুব চমৎকার নকল করতে পারি, একদিন আপনাকেও নকল করবো। ;)

৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা।

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ শোভন।

৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি আজ অধরা যৌবনের কেন্দ্রে দাঁড়িয়ে ঠায়,
এ যেন শেষ হবার নয়, এ যেন অফুরন্ত, আবেশীয় বটে,
কে কাকে? এই প্রশ্নের উত্তর বাকি জীবনের হাতে। '',,,,,,,,,,,,,,,,,,,,,ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,,,,,,,ভাল থাকেন কবি,,,,,,,,,,,,

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ মিস।

১০| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

ফারজানা শিরিন বলেছেন: আমি কাঁদি না তাই, উপভোগ করে অশ্লীল অবগাহন,
প্রচন্ড ব্যাথাকে ছুয়ে দেয়ার অভিলাষে আক্রান্ত হই স্বেচ্ছায়,
পায়েলের শব্দে কারো বুকে জেগে উঠে প্রেম, আর আমার হয় ধ্যানভঙ্গের জ্বালা।
বিরক্ত হই আমি।
আহা এ যে অযাচিত কাব্য, কাম্য হতেই পারে না।

________ অযাচিত কাম্যহীনতাকে মানুষের নাকি সবচেয়ে বেশী মেনে নিতে হয় !!! ঃ(

৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ভুল উচ্ছাস বলেছেন: আমার কাছে অযাচিত কিছুই নাই, যা আছে সবই প্রাপ্তির খেরোখাতা।

১১| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১৭

দুঃখিত বলেছেন:
আমি আজ অধরা যৌবনের কেন্দ্রে দাঁড়িয়ে ঠায়,
এ যেন শেষ হবার নয়, এ যেন অফুরন্ত, আবেশীয় বটে,
কে কাকে? এই প্রশ্নের উত্তর বাকি জীবনের হাতে।


খুব সুন্দর লিখেছেন ভাই :) ভালো থাকবেন :)

১২| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৬:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: ফারিয়া বলেছেন: বাহ বেশ লেখেছেন! মাধবীলতা হবে ফুলটার নাম! ;) ;) :D :D =p~ =p~ =p~ =p~

১৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

নাছির84 বলেছেন: সেথায় আজ ফুটে উঠেছে গোলাপের বাগান,
সেথায় আজ অনুভূতির তীব্রতা,
আমার গরম চায়ের ফ্লাক্স, সিগারেটের আগুন, এসব আর ছুয়ে দিয়ে অনুভব করতে হয় না এই বিরক্তিকর জীবনটাকে। ..............এই লাইনটুকু শুধুই আমার। সপ্তম ভাল লাগা........

১৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১২

বাঘ মামা বলেছেন: হুম :)


কেমন আছেন ভুল?


শুভ কামনা

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১০

ভুল উচ্ছাস বলেছেন: ভালো আছি মামা। আপনি কেমন আছেন?

লিখতে ইচ্ছে করে না এখন আর।

১৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

একজন আরমান বলেছেন:
মুগ্ধ।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৫

বেঈমান আমি. বলেছেন: তুমি নেই তাই জীবনটা ভরা যে শুন্যতায় ভুল ছাগু ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ভুল উচ্ছাস বলেছেন: তোর মতো জারজ যদি আলাদাভাবে পাত্তা দেয়া লাগে।

আবাল।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

বেঈমান আমি. বলেছেন: ;) B-)) :P তোকে আমার চিড়িয়াখানার পশু মনে হচ্ছে। আর আমি হলাম দর্শক ;)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

ভুল উচ্ছাস বলেছেন: তোর মতো থার্ড ক্লাস পবালিককে বাংলা ভাষায় দেয়া এইটাই আমার লাস্ট রিপ্লাই।

নেক্সট রিপ্লাই দেবো গাবের কচা দিয়া ।

১৮| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিব্বাস!!! উচ্ছাস ভাই ব্লগে অনলাইন...!!

আপনারে অনলাইন দেখে চমকায় উঠসি রীতিমত ...! :) :)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

ভুল উচ্ছাস বলেছেন: হু এখন থেকে মাঝে মাঝে ঢু দিমু ঠিক কর্ছি, কয়েকদিন ধরে খুব লিখতে ইচ্ছে করতেছিলো, কিন্তু নিজের ফিউচার যে নিজের হাতেই আগে লিখে বসে আছি, পুরান লেখা গুলা পড়তে পড়তে উপলব্ধি করলাম আর কি !!!


কিছু লিখতে ইচ্ছে করলেও কি লিখবো? কার জন্যে লিখবো? কাকে নিয়ে লিখবো? কেন লিখবো? এই প্রশ্ন গুলো বেশি তীব্র হয়ে গ্যাছে আজকাল। ভাল্লাগে না কিছু।

খুব শীত পড়তেছে কয়েকদিন ধরে।

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

মনিরা সুলতানা বলেছেন: ওয়েল কাম ব্যাক ...

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

ভুল উচ্ছাস বলেছেন: জি আপি। ধন্যবাদ তোমাকে। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

ভুল উচ্ছাস বলেছেন: জি আপি। ধন্যবাদ তোমাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.