নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

কেউ যখন সম্মান দেয়, তখন আর পিছিয়ে থাকা যায় না...

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

কেউ যখন সম্মান দেয়, তখন আর পিছিয়ে থাকা যায় না...

নববর্ষে পুলিশের ‘চমক’ ফুল, বাতাসা



রাতে ক্লান্ত হয়ে যখন আমরা ঘুমাতে যাই। তখনও কিছু মানুষ ঘুম ছাড়া কাটান। তাদের স্ত্রী আছে সন্তান আছে আছে ভালবাসার মানুষ। কিন্তু তারপরও মানুষগুলো সারা রাত জাগ্রত থাকে আমাদের নিরাপত্তার জন্য। শত বছরে প্রাচীন এ প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পুলিশ।



এ মানুষগুলোর মাঝে গুটি কয়েক ব‌্যক্তি কারণে পুরো প্রতিষ্ঠানের উপর দোষ চাপানো হয়। কোন ঘটনা বা দূঘর্টনা যাই হোক দুর্ণাম আর সমালোচনা তাদের জন্য আমরা রেখে দিই। শতবছরের এই প্রতিষ্ঠানটির রয়েছে নানা সমস্যা কিন্তু তাদের এ সমস্যাগুলো তুলে ধরার সময় আর চিন্তা আমাদের নেই। নিন্দা, সমালোচনা আর দূর্নাম করাই আমাদের নিয়মিত কাজ।



আজ এই প্রতিষ্ঠানটি নববর্ষ উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ফুল, মিষ্টি দিয়ে মানুষকে অপ্যায়ন করেছে। তাদের এই ভালবাসার জন্য আমরা তাদের কিভাবে সম্মান দেখাবো।

বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের আহংকার... এই হোক নতুন বছরের প্রত্যাশা Picture Source: Interne



নববর্ষে পুলিশের ‘চমক’ ফুল, বাতাসা

বঙ্গাব্দ ১৪২০-কে বরণ করতে যারাই রোববার রাজধানীর রমনা উদ্যান বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছিলেন, তাদের অনেককেই এভাবে ‘চমক’ দিয়েছে পুলিশ। তাদের কেউ পেয়েছেন গোলাপ-রজনীগন্ধা, কেউবা বাতাসা।



উপহার পেয়ে অবাক জান্নাত পাশে দাঁড়ানো ভাই শফিক আহমেদকে বললো, “ভাইয়া! পুলিশ আমাকে ফুল দিল!”

এই বিস্ময়ের ব্যাখ্যা মিললো জান্নাতের কথায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বললো, “পুলিশকে তো ভয় লাগে। এখন দেখছি তারাও তো আমাদের মতোই। ভয়ের কিছু তো নেই।”



বঙ্গবাজারের কাছে পুলিশের বেরিক্যাডের ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয়মুখী জনতার মধ্যে এক পুলিশ সদস্যকে দেখা গেল উপহার বিলি করছেন।



তথ্যসুত্র: Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: হরতালের দিন আপনি ঘুম থেকে ওঠার অনেক আগেই রাস্তায় পুলিশ দাড়িয়ে থাকে। ভোর পাঁচটায় বের হয়ে আমি দেখেছি তারা রাস্তায় পৌছে গেছে। ভোর পাঁচটায় রাস্তায় দাড়াতে হলে তাকে কমপক্ষে ভোর চাারটায় উঠতে হয়েছে। এরপর নিরবিচ্ছিন্ন অবস্থান। প্রয়োজন হলে মারামারি। নাস্তা হিসেবে যা দেয়া হয় তা আমার মতো লোক হলে দু’ঘন্টা পর ক্ষুধা লাগবে। কিন্তু মারামারি করতে হলে কোন নির্দিষ্ট নেই সে কখন খেতে পারবে।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

তাহিন বলেছেন: তারপরও ধন্যবাদ অপেক্ষা বেশী গালি আর অপবাদ দিই

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

রিফাত হোসেন বলেছেন: ++

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

তুতুষার বলেছেন: বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের আহংকার... এই হোক নতুন বছরের প্রত্যাশা।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

তাহিন বলেছেন: বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের অহংকার

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

হাসানুর বলেছেন: amra jati hishabe eto kharap hoye gachi j amra police-k ekhon r manush hishabe gonno kori-na ! tara-o ai jatir ongsho, tara kharap hole amra valo ki?

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

শ্রাবণ জল বলেছেন: বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের আহংকার... এই হোক নতুন বছরের প্রত্যাশা

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪

তাহিন বলেছেন: বাংলাদেশ পুলিশ একদিন হবে আমাদের আহংকার... এই হোক নতুন বছরের প্রত্যাশা

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সেই দিনের প্রত্যাশায়.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.