নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

মানুষ হিসেবে অন্তত কয়েকটা দিন দায়িত্বশীল আচরণ করি।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

মাননীয়, মহোদয়, জনাব,

একবার শুধু মানুষ হিসেবে মানবিক দায়িত্ব পালণ করেন। কোন দল বা গোষ্ঠীর চিন্তা থেকে নয়। এসময় একে অন্যের প্রতি দোষারূপ আর নিন্দা না করে। সরকারকে বলুন কি করা উচিত। উদ্ধারকারীদের সহযোগিতা করুন।জনগনকে ত্রাণ দিতে উদ্ধুদ্ধকরন। আহতদের চিকিৎসায় এগিয়ে আসুন। আসুন একে অন্যকে সহযোগিতা করি।



একে অন্যের প্রতি দোষারূপ, দায়িত্বহীন আচরণ অস্থির পরিবেশ সৃষ্টি করবে। আর এ অবস্থায় ক্ষতি হবে সাভারের দূঘর্টনায় আহত মানুষগুলো।



এ অসহায় মানুষগুলোর জন্য মানুষ হিসেবে অন্তত কয়েকটা দিন দায়িত্বশীল আচরণ করি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

পরিবেশ বন্ধু বলেছেন: দল মত নির্বিশেষে সব মহলের নিকট থেকে দায়িত্ব শিল আচরন
এবং সহযোগিতা হোক সাভার এর দুর্ঘত মানুষের সেবায় নিবেদিত
সুন্দর কথা
পোস্ট দাতা কে ধন্যবাদ

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

তাহিন বলেছেন: আপনাকে ধন্যবাদ দিন...

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

আমিতো সত্যবাদী বলেছেন: এ অসহায় মানুষগুলোর জন্য মানুষ হিসেবে অন্তত কয়েকটা দিন দায়িত্বশীল আচরণ করি।

পোস্টি পড়ে খুব ভাল লাগল... আসলেই আমাদেরকে তাদের সহযোগিতা করা উচিৎ...

সহমত

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

তাহিন বলেছেন: ধন্যবাদ বন্ধু

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অন্তত কযেকটা দিন দ্বায়িত্বশীল আচরণ করি!

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

চায়নাবুড়া১৮ বলেছেন: '' উক্তি '' নয় ''শক্তি'' হয়ে আসহায় মানুষ গুলার পাশে দাড়াই । আশা করি সব মহলের নিকট থেকে দায়িত্ব শিল আচরন। একটু সাহায্যর হাত। প্রার্থনা করি মহান শক্তিমানের কাছে,
তাদের জন্য.. যারা চলে গেছেন এই জীবন থেকে।
তাদের জন্য . যারা বেঁচে আছেন আসহায়্যত্ত জীবন নিয়ে।
যারা বেঁচে আছেন সজনহারা কষ্ট বুকে নিয়ে .. তাদের জন্য।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: যারা মানুষ তারা ঠিকই দায়িত্বশীল আচরণ করছে।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

রাজনীতির ভাষা বলেছেন: সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.