নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

একজন বীরের প্রতি শ্রদ্ধাঞ্জলী

০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:২৮

যাদের ত্যাগে অর্জিত আমার লাল-সবুজের অহংকার



১৬ কোটি মানুষ, ৫৫৫৯৮ বর্গমাইলের বাংলাদেশে , আর লাল-সবুজের পাতাকা আপনারাই বুকে, প্রাণে ধারণ করতে পারেন। দেশের প্রতি ইঞ্চি ভুখন্ড, মান রক্ষায় অবিচল। তাই নিজের প্রাণ দিতেও কুন্ঠিত হন না।



নায়েক সুবেদার মিজানুর রহমান আপনার মতো মানুষদের কারণে দেশ এগিয়ে যায়, আপনার মতো মানুষদের কারণে আমরা নিশ্চিতে ঘুমাতে যাই। আপনার মতো মানুষ আছে বলেই আমার লাল-সবুজের পাতাকা অহংকারের সাথে উঠবে। আপনার মতো মানুষ থাকেই বলেই বিশ্বের মানচিত্রে আমার গর্বিত আর সুদৃঢ় অবস্থান।



আপনার ত্যাগ আর আত্মদান আমাদের মতো মানুষদের দেশপ্রেম শেখায়। বাংলাদেশী আর দলকানা, দলদাসের পার্থক্য উপলব্ধি করায়। আমাদের দুর্বল মন আর মেরুদন্ডকে শক্তি যোগায়। নিজের দেশপ্রেম, আর দায়িত্ব সম্পর্কে নিজেকে প্রশ্ন করতে শেখায়।



যতবার এ দেশের পাতাকা উড়বে, যতবার এ পাতাকার প্রতি মানুষ সম্মান জানাবে। এ সম্মান আপনার মতো বীরদের প্রতি। আপনাদের মতো মানুষদের ত্যাগে অর্জিত আমার লাল-সবুজের অহংকার।



কর্মস্থল থেকে আজ শহীদ নায়েক সুবেদার মিজানুর রহমানকে গ্রামের বাড়িতে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সহকর্মীরা শ্রদ্ধা আর ভালবাসায় বিদায় দিচ্ছেন এ বীরকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.