নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

জনগনের অভিযোগের ঘন্টা....

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

বরিশাল গিয়েছিলাম পুকুর, নদীর রক্ষায় উদ্যোগ দেখতে। বরিশাল একটি ভিন্ন শহর যেখানে জলাধার রক্ষায় চোখ জুড়ানো পরিবেশবান্ধব উদ্যোগ নেয়া হয়েছে। তবে সেই তথ্য খুজতে গিয়ে সমাজকর্মী শিবলু ভাই বদৌলতে জানালাম আরো অনেক ভিন্ন কিছু তথ্য। জনগনের অভিযোগের ঘন্টা..



বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যেখানে জনগন সুবিধার জন্য স্থাপনা করা হয়েছে অভিযোগের ঘন্টা। কোন ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট হতে সহযোগিতা পেতে ব্যর্থ হন। তবে জেলা প্রশাসকের দরজায় স্থাপন করা এ ঘন্টার মাধ্যমে সরাসরি জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানাতে পারেন।



যদি কোন নাগরিক

১. রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করতে চান;

২. নুন্যতম এডিসি পর্যায়ে সেবাপ্রার্থী হয়ে ব্যর্থ হন;

৩. জেলা প্রশাসকের গোপনীয় শাখা হতে সেবাগ্রহণে ব্যর্থ;



তবে এ ঘন্টার মাধ্যমে সরাসরি জেলাপ্রশাসককে অভিযোগ জানাতে পারে। জেলা প্রশাসনের পরিকল্পনার আছে এ অভিযোগ ব্যবস্থা বরিশারের ১০০টি অফিসে স্থাপন করার।



অভিনন্দন বরিশালের জেলা প্রশাসক জনাব মো: শহিদুল ইসলাম ও তাঁর সকল কর্মকর্তা ও কর্মীদের, যারা সেবক হিসেবে জনগনের কাছে সেবা পৌছে দেয়ার অভিনব উদ্যোগ গ্রহণ করছে। অন্যান্য জেলা প্রশাসনও এ উদ্যোগ অনুসরণ করবে। জনগনের সেবা জনগনের কাছে পৌছবে এই প্রত্যাশা।

বরিশাল গিয়েছিলাম পুকুর, নদীর রক্ষায় উদ্যোগ দেখতে। বরিশাল একটি ভিন্ন শহর যেখানে জলাধার রক্ষায় চোখ জুড়ানো পরিবেশবান্ধব উদ্যোগ নেয়া হয়েছে। তবে সেই তথ্য খুজতে গিয়ে সমাজকর্মী শিবলু ভাই বদৌলতে জানালাম আরো অনেক ভিন্ন কিছু তথ্য। জনগনের অভিযোগের ঘন্টা..



বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে যেখানে জনগন সুবিধার জন্য স্থাপনা করা হয়েছে অভিযোগের ঘন্টা। কোন ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট হতে সহযোগিতা পেতে ব্যর্থ হন। তবে জেলা প্রশাসকের দরজায় স্থাপন করা এ ঘন্টার মাধ্যমে সরাসরি জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানাতে পারেন।



যদি কোন নাগরিক

১. রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় অবহিত করতে চান;

২. নুন্যতম এডিসি পর্যায়ে সেবাপ্রার্থী হয়ে ব্যর্থ হন;

৩. জেলা প্রশাসকের গোপনীয় শাখা হতে সেবাগ্রহণে ব্যর্থ;



তবে এ ঘন্টার মাধ্যমে সরাসরি জেলাপ্রশাসককে অভিযোগ জানাতে পারে। জেলা প্রশাসনের পরিকল্পনার আছে এ অভিযোগ ব্যবস্থা বরিশারের ১০০টি অফিসে স্থাপন করার।



অভিনন্দন বরিশালের জেলা প্রশাসক জনাব মো: শহিদুল ইসলাম ও তাঁর সকল কর্মকর্তা ও কর্মীদের, যারা সেবক হিসেবে জনগনের কাছে সেবা পৌছে দেয়ার অভিনব উদ্যোগ গ্রহণ করছে। অন্যান্য জেলা প্রশাসনও এ উদ্যোগ অনুসরণ করবে। জনগনের সেবা জনগনের কাছে পৌছবে এই প্রত্যাশা।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.