নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ৫ পাওয়ার লোভ কার?

২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

প্রশ্নপত্র ফাঁস, জিপিএ ৫ পাওয়ার লোভ কার?

প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ক্ষুদ্ধ জনতা। জিপিএ ৫ পাওয়ার নেশা বা চাহিদা এই শর্টকার্ট প্রক্রিয়াকে উৎসাহী করছে। বাচ্চাদের অপেক্ষা অধিকাংশ অভিভাবকদের জিপিএ৫ পাওয়ার ঝোক প্রচন্ড। বাচ্চা কি জ্ঞান লাভ করছে, তা অপেক্ষা কত মার্ক পাচ্ছে তা আলোচ্য বিষয়। কিছু মৌলিক বিষয়ে নিজেদের কাছে প্রশ্ন করা প্রয়োজন।

১. ক্লাস ৫ পড়া এই বাচ্চাদের এই পরীক্ষার যুদ্ধে নামানোর প্রয়োজন আছে কি?

২. বাচ্চা কি শিখতে বা জ্ঞান অর্জন করছে, তা অপেক্ষা কত নম্বর পাচ্ছে তাকে আমরা যোগ্যতার মানদন্ড বিবেচনা করে নিচ্ছি কি না। জ্ঞান মানুষের আচরণ পরিবর্তন করে, মানবিক বোধ সৃষ্টি করে। মুখস্ত আর নম্বর তা সৃষ্টি করছে কি ?

৩. ক্লাস ৫ পড়া একটি বাচ্চাকে যে প্রক্রিয়ায় জোর করে জিপিএ৫ পাওয়ানো চেষ্টা করা হয়। তাতে কি প্রামণ করতে চাই।

৪. মুখস্ত করে পরীক্ষায় জিপিএ পাস জরুরি? না জ্ঞান অর্জন অর্জন জরুরি।

৫. একটি শিশুর মানসিক, শারিরীক বিকাশের জন্য জ্ঞান অর্জন খেলাধূলা, সামাজিকতা, পরিবারের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আমরা কি শুধুমাত্র মুখস্ত করা শিক্ষাকে প্রধান্য দিব?

৬. আমাদের চেষ্টার উদ্দেশ্য কি শিশুর মানসিক, শারিরীক ও আত্মিক গঠন? যদি তাই হয়ে তবে :

১. আমাদের জিপিএ মানসিকতার পরিবর্তন করতে হবে।
২. শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য কথা বলতে হবে

আসুন... ঘটনা নয় ঘটনার কারণ বিষয়ে মনোযোগী হই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

ঢাকাবাসী বলেছেন: সবচাইতে বেশী লোভ সরকারের।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জিপিএ, প্রাথমিক সমাপনী পরীক্ষা এসব নিয়ে ভাবা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.