নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অামাকে চিনি... অামি অামাকে খুজি...

তাহিন

তাহিন › বিস্তারিত পোস্টঃ

দেশ অপরিষ্কার বলার আগে আয়নাকে নিজেকে দেখি…

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

উপকুল ট্রেনে কুমিল্লা হতে আসব, সাড়ে সাতটার মধ্যে স্টেশনে গেলাম। দেখলাম ২ জন কর্মী স্টেশন ঝাড়ু দিচ্ছে। কিছুক্ষনের মধ্যেই স্টেশন পরিষ্কার।



প্লাটফরমে দাড়িয়ে ট্রেনের অপেক্ষা। অল্প কিছুক্ষনের মধ্যে দেখলাম একটা কিছু যাত্রী সিগারেটের বাট, থুতু আর কাগজ ফেলে ময়লা করে ফেলল।



অতপর

ট্রেনে এসে এয়ারপোর্টে নামলাম। দেখি প্লাটফরমের বাইরের প্রচুর ময়লা আর্বজনা। অথচ অনেক ওয়েস্ট বক্সগুলো খালি। ওয়েষ্ট বক্স-র বাইরে ময়লা ফেলা হয়েছে। কাগজ আর প্যাকেটগুলো কেন ওয়েষ্ট বক্সের বাইরে ফেলল? এয়ারপোর্ট ষ্টেশন ডাষ্টবিনের বাইরে ময়লাএয়ারপোর্ট ষ্টেশন ডাষ্টবিনের বাইরে ময়লা





দিন কয়েক আগের ঘটনা। মাস্তুল ফাউন্ডেশন এর ভাইদের অনুরোধ ধানমন্ডি লেকে তাদের কম্বল বিতরন অনুষ্ঠানে গেলাম। দাড়িয়ে আছি। আমাদের প্রোগ্রাম হতে একটু দুরে লক্ষ্য করলাম কিছু জাপানিজ লোকজন চা খাওয়াচ্ছে পার্কে আসা তরুণ/তরুণীদের। পোষাকী স্মার্ট সেই তরুণ-তরুণীরা চা খাচ্ছে আর ওয়েষ্টবক্স থাকা স্বত্বেও কাপগুলো ফেলে যাচ্ছে যত্রতত্র । নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মহিলা সেই ময়লা কুড়িয়ে বক্সে ফেলছে।ধানমন্ডি লোকের এই মহিলা কাপগুলো কুড়িয়ে বিনে ফেলেছেন।ধানমন্ডি লোকের এই মহিলা কাপগুলো কুড়িয়ে বিনে ফেলেছেন।



ঢাকা সিটি কলেজের সামনে কয়েকটা চায়ের দোকান আছে। দোকানের পাশে এই সুন্দর ওয়েষ্ট বক্সটা আছে। কিন্তু মানুষজন রাস্তায় ময়লা ফেলছে। সিটি কলেজের সামনে এই বিনে ময়লা না ফেলে রাস্তায় ময়লা ফেলে মানুষ...সিটি কলেজের সামনে এই বিনে ময়লা না ফেলে রাস্তায় ময়লা ফেলে মানুষ...



দেশ অপরিষ্কার বাইরের মানুষ করে না। আমরাই করি, আমাদের চারপাশের মানুষ করে। অনেকেই অবহেলা আর অমনোযোগের কারণে করি,

2. অনেকে অপরিষ্কার করছে দেখে কিছু বলিনা,

3. অনেকেই ভাবি আমার কি?

4. অনেকে পরিষ্কার করি না, কারণ এটা নোংরা কাজ,

5. অধিকাংশরাই সরকারকে দোষ আর গালি দিয়ে শেষ,

6. অনেকে ভাবি, এদেশের কিছু হবে না;

7. অনেক ভাবি, আমি তো দেশ ছেড়ে চলে যাব;

8. অনেক মানুষের এটা বদঅভ্যাব

9. অনেকেই ভাবি কেউ না কেউ পরিষ্কার করবে…

10. অধিকাংশ মানুষ উপদেশ আর করা উচিত বলেই দায়িত্ব শেষ করে…



তাই দেশ অপরিষ্কার বলার আগে আমার নিজের অবস্থানটা দেখে নেয়া উচিত। আমরা সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি… এ লাইন বলার সাথে দায়িত্ব শেষ হয় না। বরং শুরু হয়,



তাই কিছু মানুষ স্বপ্ন দেখে, কিছু করার দায়িত্ব নেয়। কারণ দেশকে নিজের মনে করে, দেশকে ভালবাসে। নিজের প্রশ্নের উত্তর দিতে আমি সেদিন আবারও রাস্তায় নামব পরিষ্কার করতে.... তথ্য সুত্র



মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: তাহিন ,




প্রচন্ড সুন্দর একটি কথা বলেছেন - আমরা সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি… এ লাইন বলার সাথে দায়িত্ব শেষ হয় না। বরং শুরু হয়,
......

আসলে, আমাদের নিজেকে-ই দেখে উঠতে পারার প্রশ্নটাই আগে ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫

তানজীব তন্ময় বলেছেন: ভাল লাগলো লেখাটি । খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন ।


৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৩০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: এই বিষয়গুলো দিনে দিনে ঠিক করা কঠিন। এর জন্য আমরা যারা সচেতন তাদেরকে মেনে চলতে হবে এবং নিজেদের আসে পাশের মানুষকে উদ্ভুদ্ধ করতে হবে। সংস্কৃতি ও মিডিয়া এ ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন । জনগন কারা ! আমরাই তো !.. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.