নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

তাহমিদ রহমান

প্রবাসী চিকিৎসক ও স্বপ্নচারী। শখের বশে কবিতা লেখার প্রয়াস হয়। হয়তো সেগুলা কবিতা হয়ে ওঠে না, হয় অগোছালো শব্দমালা,জীবনের মতোন...

তাহমিদ রহমান › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চয়তার প্রতিটা দিন

২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২১

অদৃশ্য সময়ের হাত ধরে
আগামীর সিঁড়ি বেয়ে উঠতে থাকি,
গন্তব্য অনিশ্চিত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ক্ষুদ্র অভিব্যক্তিও
গেঁথে থাকে মনে,
দুঃখ আর সন্দেহের স্ট্যাপলারে।
দলা পাকিয়ে ওঠা খাবার বা শ্বাসকষ্টের মতো,
অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়।

এখন রাত কি দিন - দুটোই সমান,
তোমায় আয়নায়।

বল, লাল না সফেদ, কোনটি প্রিয় তোমার,
রাঙাবো তাতেই।

থেমে থাকা মিথ্যা কাব্য
আর অর্থহীন বক্তৃতা-
গৌণ হয়ে ওঠে।

মনের অদৃশ্য কোণের অনুভূতি,
প্রকট, অদ্ভূত!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৪

চাঙ্কু বলেছেন: মনের অদৃশ্য কোণের অনুভূতি,
প্রকট, অদ্ভূত!

কথা হাচা! মন আসলেই অদ্ভূত।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

তাহমিদ রহমান বলেছেন: আমাদের সৌভাগ্য যে এই অদ্ভুত আর প্রকট মনটা কেমন,সেটা অন্যরা দেখতে পারেনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:১১

টুটুল বলেছেন: “তাৎক্ষ্ণিক প্রতিক্রিয়া বা ক্ষুদ্র অভব্যাক্তিও
গেঁথে থাকে মনে,
দুঃখ আর সন্দেহের স্ট্যাপলারে।"

কী নিদারুণ সত্য কথা সহজ সরল ভাষায়।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩০

তাহমিদ রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০

আকিব হাসান জাভেদ বলেছেন: অনিশ্চিত ভালোবাসায় সবাই গা ভেসে যাচ্ছে , তার গন্তব্য যে কি ভয়ানক তা আগে থেকে উপলব্দি করা প্রয়োজন । অনুভূতি তো থাকবেই । যে অনূভুতিতে সাহস নেই সেখানে নিজেকে না জড়ানোই ভালো।
সুন্দর কাব্য অনূভুতি।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩

তাহমিদ রহমান বলেছেন: সবকিছুতেই প্রবল অনিশ্চয়তা, ভালোবাসায় তো বটেই। ভালোবাসা একটা ঘোর, মোহাবিষ্ট করে রাখে, মোহ কেটে গেলে তারপর নিঃস হয়ে যায় প্রেমিক...
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: আসলেই অনিশ্চয়তা, যে কোনো সময় আমরা মরে যেতে পারি।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

তাহমিদ রহমান বলেছেন: সেটাই, তবু আশা আকাঙ্ক্ষার শেষ নাই আমাদের।

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ভাই, শুভেচ্ছা জানবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

তাহমিদ রহমান বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

তাহমিদ রহমান বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক সুন্দর! ভালো লাগল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

তাহমিদ রহমান বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.