নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

শুভশ্রী আমি আর স্কাইলাইনের বাড়িটি

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

শুভশ্রীর কফি খাওয়ার দৃশ্যটা দেখছি, অপলক নয়নে। এই সময়টা আমার চোখের পলক ফেলতে ইচ্ছে করেনা, যেন ইচ্ছে করে শুধুই তাকিয়ে থাকতে।
দুখাতে কফির মগটা ধরে রেখে একমনে কফি কাপে চুমুক দিয়ে যাবে, রাজ্যের সকল চিন্তা শক্তি যেন এই সময়ে উকে কাছে টেনে নেই নাকি প্রাকৃতি চাই সে নিরবে শুধু কফি কাপে চুমুক দিয়ে যাবে।
প্রাকৃতিক সুন্দর্যের সবটুকুই দেওয়া আছে শুভশ্রীর জন্য, প্রাকৃতি যেন দুহাত উজার করে উকে দিয়েছে।
দক্ষিন করিডোরে আমি দাড়িয়ে ছিলাম অনেকক্ষন, একা একেবারেই একা।
বাহিরে বেড়াতে যাওয়ার চেয়ে এই করিডোরে দাড়িয়ে থাকতে আমার অনেক ভাল লাগে, এখান থেকে সাগর পরিষ্কার ভাবে দেখা যায়।
সাগরে কখনো উত্তাল ঢেউ, আবার কখনো ছিমছাম নিরবতা।
বিশাল আকৃতির জাহাজগুলি নুংগর করা থাকে পিএসএ, দেখতে ভালই লাগে এইসব কেমন যেন না খুজতেই পেয়ে যাওয়া একটা আনন্দ।
এই বাড়িটা কিনতে গিয়ে শুভশ্রীর সাথে অনেক ঝগড়া করেছি, আমি কিছুতেই এখানে ফ্ল্যাট কিনবনা আর শুভশ্রী এই বিল্ডিং ছাড়া কোথাও কিনবেনা।
আমি সব সময় চেয়েছে ৩ রুমের একটা ফ্ল্যাট হলে দুজনে মাষ্টার বেডরুমে থেকে বাকি দুইটা বেডরুম ভাড়া দিয়ে কিছু এক্সটা আয় করা যাবে, আর শুভশ্রী চেয়েছে ছোট্ট একটা ষ্টুডিও ফ্ল্যাট যেখানে আমি আর সে ছাড়া অন্য কেও থাকবেনা। গোছালো পরিপাটির ফ্ল্যাটে রংধনুর সাত রং এর মিলনে তৈরী করবো আমাদের ভালবাসার ঘড়টি।
যেহেতু দেশের বাহিরে তাই সাধারনত আত্নীয় স্বজন তেমন বেড়াতে আসেনা, সিঙ্গাপুরে আমার কোন আত্নীয় স্বজন নেই বল্লেই চলে।
আর বন্ধুদের সাথে আড্ডা বলতে কফিসপে অথবা ফ্যামিলি কোন আয়োজন থাকলে কোন রেষ্টোরেন্ট, বলতে গেলে এটাই সিঙ্গাপুরের বন্ধু কিংবা আত্নীয় স্বজনের মিলন মেলা।
অনেক ঝগড়া কথা কাটাকাটির পর দুজনেই সিদ্ধান্তে পৌছলাম ক্রিকেট খেলার মত টস হবে, যে জিতবে তার পছন্দের যায়গায় ফ্ল্যাট কিনা হবে।
টসে শুভশ্রী জিতে গিয়েছিল, তাই চুক্তি অনুসারে এই বিচরোডের ''স্কাইলাইন কনকর্স'' এর ৪২ তলার দক্ষিন মুখি ফ্ল্যাটটি কেনা হল।
প্রথম কিছুদিন ওর সাথে রাগকরে থাকলেও, সাগরের অপার সৌন্দর্য আমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে।

দুটি মগে কফি নিয়ে শুভশ্রী করিডোরে আসল, ডিনারের পরে কফি খাওয়াটা আমাদের নিত্যদিনের রোটিন হয়েগেছে। যেন একদিন কোন কারনে কফি না পেলে ভাল ঘুম হয়না, মনে হয় কি যেন একটা নিয়ম থেকে উল্টা পাল্ট হয়ে গেছে।
শুভশ্রীর হাতের কফিটার স্বাধ পৃথিবীর অন্য যে কোন কফিথেকে আলাদা, সৃষ্টিকর্তা যেন ওর হাতে অন্য রকম একটা স্বাদ দিয়ে দিয়েছেন কফির জন্য।
নিয়ম করেই শুভশ্রী আমার জন্য কফি বানাই, আমার কফিতে শরবতের মত চিনিদিতে হয় নাহলে আমার ভাল লাগেনা তবে শুভশ্রীর কফিতে মনে হয় ১ চামচের বেশি চিনি দেইনা। একদিন ভুলে ওর কফিতে চুমুক দিয়ে আমারতো ভবি করার অবস্থা একে বারে চিরতার রসের মত তিতে, কি করে যে এই মেয়েটা এটা গলদকরন করে?
আজ শুভশ্রীকে অন্যরকম সুন্দর লাগছে, যে এক মায়াপরী।
এমনিতেই শুভশ্রীর মাঝে খুজে পাওয়া যায় পৃথিবীর অন্যরকম সুন্দর্য তার মাঝে আজ হালকা একটু সেজেছে, "কি অপরূপ রূপমা তোমার....." গানের সাথে কেমন জানি আজ শুভশ্রীকে মিলিয়ে নেওয়া যাচ্ছে.......................


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভাল হইছে। তবে বানানের ব্যাপারে আরও কিছুটা সর্তকতা কাম্য।

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: পড়রার জন্য ধন্যবাদ,

আসলে আমার বানানে অনেক ভুল হয়, চেষ্টা করেও ঠিক করতে পারছিনা। তবে এখন থেকে অন্যভাবে চেষ্টা করব, আশা করি ঠিক হয়ে যাবে।
কমেন্ট এর জন্য ধন্যবাদ

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর গল্প

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ পড়া এবং কমেন্ট করার জন্য।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

নীড়ের খুজে বলেছেন: ভাল লিখেছেন, তবে এই শুভশ্রী কি কলকাতার নায়িকা শুভশ্রী নাকি?

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: জ্বী এটা কলকাতার নায়িকা শুভশ্রী

৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

সজিব মিডিয়া বলেছেন: আকাশ কুশুম স্বপ্ন হয়ে গেলনা, তবে বাস্তবে এমনটা হলে অনেক রোমান্টিক হবে।

আপনার কল্পনার জগতে বাস্তবতার আগমন হোক, শুভ কামনা রইল আপনাদের জন্য

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

কলমের কালি শেষ বলেছেন: অনুভূতিগুলো চমৎকার ।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ উৎসাহের জন্য

৬| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুভূতিরা সত্যিই ভালো লাগার জন্ম দিল।

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.