নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

পেশা যখন আউটসোর্সিং

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

বর্তমানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দ দুটি এ দেশে অনেকের কাছেই পরিচিত। দেশের প্রচুর ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার, রাইটার, মার্কেটার বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সাফল্যের সঙ্গে কাজ করছেন, আবার অনেকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে প্রবেশ করার চেষ্টা করছেন।

পেশা হিসেবে আউটসোর্সিং
আউটসোর্সিংকে পার্টটাইম বা ফুলটাইম দুভাবেই পেশা হিসেবে নিতে পারেন। তবে আপনি যেভাবেই নিতে চান, শুরুতে আপনাকে এটার পেছনে অনেক সময় দিতে হবে, বিশেষ করে কাজ শেখার সময়। কাজ শিখে দক্ষ হয়ে এই পেশায় নামাই ভালো। তাহলে আর শুরুতে হোঁচট খেতে হয় না।

কী কাজ শিখবেন?
প্রথমে আপনাকে জানতে হবে মার্কেটপ্লেসে কী কী ধরনের কাজ পাওয়া যায়। তারপর সেখান থেকে বাছাই করে কোনো একটি কাজ শিখতে পারেন, যেটা আপনার ভালো লাগে। যে কাজ সহজ, সে কাজের রেট কম। তাই ভবিষ্যতের কথা চিন্তা করলে একটু কষ্ট করে হলেও ভালো মানের কাজ মানে যে কাজে পয়সা বেশি এবং সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়বে, এমন কাজই শেখা উচিত। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইত্যাদি কাজের চাহিদা সব সময়ই থাকে।

কোথায় কাজ শিখবেন?
আপনি ইচ্ছে করলে নিজে নিজে ঘরে বসে ইন্টারনেট (গুগল, ইউটিউব) থেকে কাজ শিখতে পারেন। বই পড়ে বা ভিডিও দেখেও শিখতে পারেন বা কোথাও কোনো কোর্সও করতে পারেন। কোথাও কোনো কোর্স করতে গেলে আগে ওই বিষয়ের প্রাথমিক জ্ঞানটুকু অর্জন করে যাওয়াই ভালো। তাহলে ক্লাসে বুঝতে সুবিধা হবে। কাজ শিখে দক্ষ হওয়া পর্যন্ত তিন-ছয় মাস সময় লাগতে পারে।

কোথায় কাজ পাবেন?
আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক মার্কেটপ্লেস আছে। আবার অনেক ভুয়া সাইটও বের হয়েছে। ফলে সতর্ক হয়েই কাজ শুরু করা ভালো। আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা হলো-
www.odesk.com
www.elance.com
www.freelancer.com ইত্যাদি।
সব কটি মোটামুটি একই রকম। তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওডেস্ক।

কখন সফল হবেন?
কখন সফল হবেন, এটা নির্ভর করছে কাজ জানার ওপর। যাঁরা কাজ জানেন, তাঁদের সফল হতে বেশি সময় লাগে না। অনেকে বিভিন্ন অফিসে গ্রাফিকস, ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য অনেক কাজ করে থাকেন। তাঁরা আউটসোর্সিংয়ের নিয়মকানুন জেনেই কাজের জন্য আবেদন করতে পারেন। কাজ পেতে সময় লাগবে কিন্তু ধৈর্য হারাবেন না। কাজ শিখে দক্ষ হওয়ার পরই সফলতা আশা করা যায়।

লেখক : মো. আমিনুর রহমান

প্রথম আলো থেকে সরাসরি কপিকরা

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

মানুষ বলেছেন: এই সব কাপি পেষ্ট কেন করেন? লেখার ক্ষমতা না থাকলে পড়েন।

২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কেন ভাই, কপি পেষ্ট করা কি ৫৭ ধারায় নিষেধ নাকি?

আমিতো লেখকের নাম এবং লিংক সব কিছু দিয়েছি তারপরও আপানর সমস্যাটা কোথায়?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

খেলাঘর বলেছেন:

হাউকাউ

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: হুম, হাউকাউ না করলে পতিবেশি ঘুম যে ভাঙ্গবেনা

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ভিটামিন সি বলেছেন: অনেক বিষয়ই অনেকের মাথায় হান্দায় না। তখন তারা কোনকিছুতেই ভ্যালু খুজেঁ পায় না। শরীফভাই লেখায় অনুপ্রাণিত হলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাই............

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১১

খেলাঘর বলেছেন:


ওকে, দেখা যাক।

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ, চেষ্টা করে দেখা যেতে পারে।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: ++++++++
ভাল পোস্ট

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

খেলাঘর বলেছেন:


ভালো

০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২২

রাজিব বলেছেন: এ বিসয় নিয়ে আমার পোস্ট
http://www.somewhereinblog.net/blog/razibahmed/29970668

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.