নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

মানুষ গুলি কেন এমন হয়

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

গতকাল ব্যাংকে গেলাম দেশে কিছু টাকা পাঠানোর জন্য, সিঙ্গাপুরে বাংলাদেশের কয়েকটা ব্যাংক আছে তারপরও আমি ন্যাশনাল ব্যাংকের মাধ্যমেই বেশিরভাগ সময়ে দেশে টাকা পাঠাই। হয়তো কেও মনে করবেন তাখলে কি এদের মান অন্য ব্যাংকের তুলনায় অনেক ভাল, আমি উত্তর দেব "না"। বরং এখানে মাঝে মাঝে উদ্ভট ধরনের স্টাফ আসে যাদের আচরন খারাপের চেয়েও খারাপ।
তারপরও আসি কেননা এখানে একটা মেয়ে জব করে, মোটামুটি ব্যবহার ভাল তাছাড়া মেয়েটা প্রতি কেমনজানি একটা দূর্বলতা কাজ করে।
যেখানে লম্বা লাইন থাকলে সবাই বিরক্ত হয়ে যায়, সেখানে আমি বরং খুশি মনেই দাড়িয়ে থাকি। যত লম্বা লাইন তত বেশি সময় নিয়ে মেয়েটাকে দেখতে পারব, আমার এমন পাগলামী মেয়েটাও খুব ভাল করেই বুঝতে পারে তাই মাঝে মাঝে আমার উপস্থিতি টের পেয়ে কেমন করে যেন একটু হেসে উঠে যা হৃদয় ছুয়ে যায়।
আজো দাড়িয়ে আছি, আর কেমন অপলক নয়নে মেয়েটাকে দেখছি। কি সুন্দর করেইনা নিজের দায়িত্ব পারলন করে চলছে, কারো সাথেই তেমন অতিরিক্ত কথা বলছেনা শুধু টাকা নিচ্ছে আর রিসিপ্ট দরিয়ে দিচ্ছে।
অন্য কাউন্টার ফাকা থাকলেও আমি যায়না, এই বার্তটা এই ব্যাংকের সবাই জানে যার জন্য কেও ডাকাডাকি করেনা।
আমার সামনের যে লোক উনি ২ এবং ৫ ডলারের কয়েকটা নোট গুনছেন, বারবার গুনছেন হয়তো কোন ভুল আছে নতুবা মিলাতে পারছেন না। আমি উনার বারবার গুনতে থাকাটা ভালই উপভোগ করছি, উনার দেরি মানে আমারো দেরি আর এই সুযোগে কইন্যারে বেশি সময় নিয়ে দেখতে পারছি।
প্রায় ৩/৪ বার গুনার পরে এবার কইন্যার কন্ঠে কর্কস শব্দ এসে পরল, এক প্রকার দমক দিয়ে বল্ল এই কয়েকটা টাকা পাঠাবেন তার জন্য এতবার গননার কি আছে? সাইড দেন, পরের লোক আসোক আপনি একটু দূরে গিয়ে টাকা গুনেন।
লোকটা মন খারাপ করে দূরে চলে যাচ্ছে, আমি হাতরা টানদিয়ে দরলাম আর জানতে চাইলাম কি ব্যাপার।
উনি মলিন মুখে উত্তর দিলেন দেশে ৫ হাজার টাকা পাঠাবেন কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছেন না, ব্যাংকে যে ৫ ডলার সার্ভিস চার্জ নিবে এটা উনি জানতেন না। এখন ৫ ডলার কম আছে কিছুতেই ৫ হাজার টাকা পাঠাতে পারছেনা, কিন্তু বাড়িতে এই টাকাটার খুব দরকার।
পকেট থেকে ৫ ডলারের একটা নোট বাহির করে উনার হাত দিয়ে বল্লাম নেন এবার মিলিয়ে পাঠিয়ে দেন, লোকটা কেমন যেন ইতস্ত করছিল। কাপাকাপা হাতে টাকাটা নিল, এদিক সেদিক না তাকিয়ে সোজা কাউন্টারে গিয়ে টাকাটা পাঠাল।
আমার সামনে যখন আসল তখন মনে হচ্ছিল উনি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন, কথা প্রসঙ্গে জানতে পারলাম উনার বেতন ৪৫০ ডলার। এত কম টাকা বেতনের মানুষগুলি কত পরিশ্রম করেইনা কিছুটাকা জমিয়ে রাখে আপন মানুষ গুলির নিকট পাঠানোর জন্য, অথচ ব্যাংকের বড় কর্তারা কত খারাপ ব্যবহার করে উনাদের সাথে।
টাকা পাঠানো পর উনার মাঝে বিশ্ব জয় করা একটা আনন্দ কাজ করছিল। এতই আনন্দিত হয়েছিল যেন রাখার জায়গা ছিলনা, তাই আনন্দগুলো অশ্রু হয়ে গাল বেয়ে বেয়ে বিচে পরতে লাগল।
আমি দ্রুত নেমে গেলাম ব্যাংক থেকে, বেশি আবেগের জায়গায় দাড়িয়ে থাকতে নেই। টাকাটা না হয় অন্য দিন পাঠানো যাবে.............

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু আবেগ, কিছু মানবতা, কিছু ভালবাসা অনেক চমৎকার লিখেছেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, আসলেই প্রবাসের জীবনে এমন ঘটনা নিত্যদিন ঘটে থাকে

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

দিগন্ত জর্জ বলেছেন: কত অল্পতেই মানুষ সুখি হয়।, আর কত অল্পতেই মানুষকে সুখি করা যায়!!!!! লেখাটা ভালো হয়েছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন অনেক ভাল প্রিয় মানুষ গুলিকে নিয়ে

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাল লাগল। অনেক অনেক শুভ কামনা থাকল। ভাল থাকবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

তিমিরবিলাসী বলেছেন: মানুষের কষ্ট, মেয়েটির কর্কশ ব্যবহার …কোনটা যে বোঝাতে চেয়েছেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: মেয়েটিকে শুধু সামনে নিয়ে এসেছি, কিছুটা লুল পুরুষের মত।
এখানে অনেক কিছু বুঝার আছে, বিশেষ করে প্রবাসীদের। অনেক কষ্ট করে কেমন ২/১ ডালার মিলিয়ে দেশে টাকা পাঠায়, আবার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে গিয়ে বার বার হেনস্ত হতে হয়। এই মানুষগুলি অল্পতেই কত খুশি হয়.............

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

রাজীব বলেছেন: ভাই এই ৫ ডলার দিয়ে আপনি যে ভালো কাজটি করেছেন মানুষ অনেক টাকা দিয়েও সেটি করতে পারে না। ধন্যবাদ আপনাকে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাই, আসলে একজন প্রবাসী অন্য জনের কষ্টটা খুব সহজেই বুঝতে পারে

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

নতুন বাঙ্গাল বলেছেন: এগিয়ে চলুক আপনার এই সহযোগিতা, এগিয়ে চলুক বাংলাদেশ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ, আশা করি এই এগিয়ে চলার পথে ১৬ কোটি মানুষকেই পাশে পাবে প্রিয় জন্মভুমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.