নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

বাসা খুজতে গিয়ে রাক্ষসের আস্তানাতে আমরা দুজন

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩০

রাতে আমি আর খলিল ভাই একটা বাসা দেখতে গেলাম।
এই মুহুর্তে বাসা নিয়ে খুবই সংকটে আছি, বাসাটা খুবই জরুরি। এজেন্টের কাছ থেকে এপয়েনমেন্ট নিয়ে রাতেই গেলাম দেখতে।
সাধারনত এজেন্ট বাসা দেখার সময় দিয়ে থাকে দুপুরে কিন্তু এই এজেন্ট রাতে যেতে বল্লো, ৯/৬ ভাবার সময় নাই। বাসা লাগবে জরুরি তাই ছুটলাম দুজন.........
প্রাইভেট এরিয়াতে ছিমছাম একটা বাংলো, লোকেশনটা একটু ভিতরে তাই বাসষ্টপে যেতে ৫/৭ মিনিট হাটতে হবে। বাসার এমন হরার দিনে ৫/৭ মিনিট হাটা তেমন বিষয়না।
বাসার সামনে গিরস্থ বাড়ির মত ছোট একটা উঠান আছে, ৬টা চেয়ার আর একটা টেবিল বিছানো। কাজ শেষে এখানে বসে কিছুটা সময় আড্ডা দেয়া যাবে। একটা গাড়িও পার্ক করা যাবে। দামের তুলনায় বাসাটা অনেক সুন্দর।
গেইট খুলে মেইন দরজার সামনে আসতেই ভিতর থেকে শব্দ আসলো "ভিতরে আসেন"। সাধারনত এজেন্ট দরজা খুলে দিলেও এখানে সম্পূর্ন ভিন্ন দেখা যাচ্ছে, এপয়েন্টমেন্ট অসময়ে আবার দরজাও খুলে ভিতরে আসতে বলছে। কিছুই মিলাতে পারছিনা।
যায়হোক ভিতরে আসতেই মধ্য বয়সি একজন মানুষ বসে আছে, আমাদের দুজনকে বাসাটা ঘুরে দেখতে বল্লো। আমরা আস্তে আসতে সবগুলি রুম ঘুরে দেখছি আর ভিডিও করছি, ৩টা বেড রুম একটা ডাইনিং ড্রইং কিচেন টয়লেট সাওয়ার ষ্টোর ক্লিনিং বে...... সবকিছুই দেখলাম। খলিলভাইয়ের সাথে পরমর্শ করছি কোন রুমে কি করা যায়, ষ্টোরে কি কি মাল পত্র রাখা যায়।
লিভিং এর ভিডিও দেখাতে গিয়ে নোটিশ করলাম ভিডিওতে এজেন্ট ভদ্রলোককে দেখা যাচ্ছেনা, এমন কি ছায়াও না। ভাবলাম হইতো উনি ছিলনা কিন্তু ক্যামেরা হাতে উনার সামনে আসার পরও মোবাইলের স্ক্রিনে উনাকে না দেখতে পেরে ভয় পেয়ে গেলাম। বেচারা আমার দিকে তাকিয়ে একটু হাসলো, ঠিক যেনো কোন রহস্য লোকিয়ে আছে হাসিতে।
ভাড়া নিয়ে কথা বলার জন্য সোফাতে বসতে যাবো এমন সময় কারেন্ট চলে গেছে, সিঙ্গাপুরে এই প্রথম এমনটা দেখলাম। এজেন্ট আমাদের দুজনের দিকে তাকিয়ে বল্লো, ইলেক্ট্রিসিটি লাইনে একটু সমস্যা তাই শট-সার্কিট হইছে। একটু বসুন আমি অন করে দিচ্ছি।
এই বলে চলে গেলও প্রায় ৫/৭ মিনিট আসার কোন খবর নাই, খলিল ভাই বল্লো কারেন্টে আটকে গেছে কিনা একটু দেখে আসি। আমি ভীতু মানুষ তাই বসে থাকলাম।
খলিল ভাই ভিতরে যাওয়ার ২/৩ মিনিট পর ভিতর থেকে কান্নার শব্দ পেলাম, অনেক মানুষের এক সাথে কান্না। ভয়ে হাত পা কাপছে, এতক্ষন সারা বাড়ি খুজেও একটা মানুষ দেখলাম না এখন এত মানুষের কান্না আসছে কোথা থেকে।
ভয়ে ভয়ে আমি ভিতরের দিকে গিয়ে দেখি দরজার সামনে কিছু পাউডার দেয়া আছে, পা ভিতরে দিতেই ভয়ংকর দৃশ্য। অনেকগুলি মানুষকে রুমে আটকে রাখা হয়েছে, উদ্ভট চেহারার কয়েকজন মানুষের হাতে বিকৃত অস্ত্র।
ভয়ে পিছন ফিরে দৌড় দিতে যাবো এমন সময় খেয়াল করলাম পা আটকে আছে, উদ্ভট মানুষগুলি উচ্চ স্বরে হাসছে।
এটা যাদুর রুম, এখানের রাক্ষসদের আস্তানা। বাহির থেকে কাউকে জোর করে আনতে পারেনা কিন্তু এই রুমে চলে আসলে রাক্ষসরা তাকে বন্ধি করে, রাক্ষসদের ক্ষমতা এই রুমেই সীমাবদ্ধ।
আমাকে দুজন রাক্ষস এসে ধরে নিয়ে গেছে, মানুষের রক্ত দিয়ে গোসল করানো হচ্ছে। একটু পরেই "বলি" দেয়া হবে। খলিলভাইকেও গোসল শেষে রাক্ষসদের দেবতার সামনে বেদে রাখা হইছে।
দোয়া দূরূস পরতেছি, কোন রকম জানে বাচতে পারলে আর কোনদিন রাতে বাসা খুজতে আসবনা।
যাকে এতক্ষন এজেন্ট মনে করেছিলাম সে আসলে একজন অভিশপ্ত রাক্ষস, দেবতার সাথে বেয়াদবির জন্য তাকে বিতারিত করা হয়েছে। শর্ত একটা, যদি ১০০ নর বলি দিতে পারে দেবতার জন্য তাহলে তাকে মুক্তি দেয়া হবে। আমরা দুজনকে নিয়ে আজ ১০০ নরবলি পূর্ন হবে। তারমানে আমাদের দুজনকে বলি দিলেই তার অভিশপ্ত দিনের শেষ।
আমাদের পাশে আরও ৯৮জনকে বন্ধি করা হইছে, এমনও কাউকে বন্ধি করা হইছে যে প্রায় ৩০ বছর আগে। একসাথে সবাইকে বলি দিতে হবে।
এতদিন খলিল ভাই ভূত দেখার জন্য বন জঙ্গলে ঘুরতো, এখন চোখের সামনে ভূত পেত্নি আর আমরা বন্ধি। ভয়ের মাঝেও হাসি আসলো। একটু পরেইতো শেষ, তাহলে আর হাসতে মানা কোথায়।
একজন একজন করে মানুষের রক্ত দিয়ে ঘুসল করানো হচ্ছে, কপালে এবং মাথায় ভিন্ন ভিন্ন রংএর পাউডারের মত ছিটানো হচ্ছে মন্ত্র পরে পরে। চোখ মুখ জ্বালা করছে, ঠিক মরিচের ঘুরো চোখে মাখার মত জ্বালা।
পানির পিপাশাতে কলিজা ফেটে যাচ্ছে, সাহস করে একজন রাক্ষুসের কাছে পানি চাইলাম। এই রাক্ষসটা বয়সে একটু ছোট, শারীরিক গঠনও অন্যদের তুলনা একটু নরম। একটা মাটির গ্লাস হাতে কাছে আসছে, গ্লাসে ভর্তি মানুষের রক্ত। একেবারে তাজারক্ত। পানি খাওয়ার বধলে ভমি করে বসলাম, এও কি সম্ভব!!!!!!!!!!!!!!!!
যতটুকু জানতে পারলাম, এখানের বন্ধি সবাইকে এতদিন যাবত মানুষের রক্ত পান করিয়ে বাচিয়ে রাখা হয়েছে।
মানুষের রক্ত দেখে ভমি করে দেয়াতে ছোট রাক্ষসটা কেমন মায়া নিয়ে আমার দিকে তাকাচ্ছে, কাছে এসে কুকুরের মত কি যেন ঘ্রাণ নিচ্ছে, রাক্ষসের শরীর থেকেও কেমন একটা উদ্ভট ঘন্ধ আসছে। মনে হচ্ছে এখনি আবার ওর উপরে ভমি চলে আসবে।
এমন সময় রাক্ষসটা কানের কাছে মুখ নিয়ে আসতে আসতে বলছে, এখানে সবাইকে বলি দেয়া হবে চাঁদ গ্রহন হলেই। কিন্তু বাচার একটা উপাই আছে যদি কোন নারি এখানে এসে উপস্থিত হয় তাহলে নরবলি অসম্পূর্ন রেখে দেবতা চলে যাবে, সবাই মুক্তি পাবে। অভিশপ্ত রাক্ষস নতুন করে আবার ১০০ নর যোগার করতে হবে।
ভাবছি সিঙ্গাপুরের মত দেশে পরিচিত নারি পামু কই? আর কাজের ক্ষেত্রে যে কয়েকজনের সাথে পরিচয় তারা আমাকে বাচানোর জন্য এমন ভূতুরে জায়গাতে আসবেনা। সুতরাং বাঁচার সব পথই বন্ধ।
.
সব পেত্নি রাক্ষস মিলে গলা কাটার অস্ত ধার দিচ্ছে, নরবলির এটা সর্বশেষ প্রস্তুতি। আমরাও দোয়া দুরুদ পরে মরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় মনে হলো, আরে!!! আমার বউকে একটু খবর দিতে পারলেইতো বেচে যাবো। সমস্যা হইছে যদি বউকে এই বিপদের কথা বলি তাহলে বউ অজ্ঞান হয়ে পরে থাকবে কয়েক ঘন্টা ততক্ষনে কল্লা শেষ।
ছোট রাক্ষসকে একটু ইশারা করে ডাকলাম, কাছে আসতেই আস্তে করে বল্লাম হাতের বাধনটা খুলে দিতে প্রচন্ড ব্যাথা লাগছে, রাক্ষস একটু হাসলো। কেন হাসলো বুঝতে পারিনি। হেসেই হাতের বাধন খুলে দিল। আমি আস্তে আস্তে পকেট থেকে মোবাইল বের করে বউকে লোকেশন পাঠিয়ে লেখলাম "অনেদিন হলো সিঙ্গাপুর এসেছো, দেখি ১৫ মিনিটের মধ্যে এই লোকেশন খুজে বের করতে পারো কিনা"
রাক্ষসের আস্তানাতে কোন প্রকার কথা বল্লেই এরা কিভাবে যেনো বুঝে যায়, তাই বাধ্য হয়ে টেক্স করলাম। রাক্ষসের জগতে এখনো ফেইসবুক হোয়াইটএ্যাপস আসে নাই, তাই এরা এমন সোস্যাল মিডিয়াতে কমুনিকেশন করলে বুঝতে পারেনা।
বউ মনে করছে আমি মস্করা করছি, তাই রেগে আগুন হয়ে উত্তর দিছে। অপেক্ষা করো, সময়ের আগেই চলে আসবো, তুমি কি ভেবেছো আমি রাস্তা ঘাট চিনিনা?
.
এখন অপেক্ষা করছি কল্লা কা টার আগে যদি বউ এসে উপস্থিত হতে পারে তাহলেই বাচি।
সামনের কাতারের দুজনকে ঝুলানো হইছে, জল্লাদ রাক্ষস মন্ত্র পরছে। কিছুক্ষনের মধ্যেই সবার কল্লা আলাদা করবে।
এমন সময় ভুমকম্পের মত সারাটা ঘর কেপে উঠলো, পাশে থাকা আগুনের প্রদীপ গুলি মাটিতে পরে গেছে। রাগান্নিত দেবতা অভিশপ্ত রাক্ষসের কানে ধরে হাওয়াই মিলে গেছে, আমি তাকিয়ে দেখি বউ পাশে দাড়িয়ে ধমকের সাথে বলছে "এতবড় মাঠে এতরাতে দুজন কি করো? অফিস থেকে অনেক আগেই বের হইছো, কি করেছো এতক্ষন?"
কোন কথা বলতে পারছিনা, অজ্ঞান হওয়ার আগে বউকে বল্লাম একটু পানি দাও..................................

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বেশ ভুতুরেই বটে। এনালগ রাক্ষস দেখে বেঁচে গেলো বেচারা!
ডিজিটাল হলে হয়তো জ্যামার বসিয়ে রাখতো ;) হা হা হা

টাইপো গুলো সময় পেলে ঠিক করে দিয়েন প্লিজ।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: রাক্ষসরা এখনো ডিজিটাল হইনি, তবে দ্রুতই হয়ে যাবে মনে হচ্ছে

২| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দূর প্রথমে ভাবছিলাম সত্যি ঘটনা পরে দেখি ভৌতিক।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কাজ না থাকলে বসে বসে এমনই করি, বিভ্রান্ত করা

৩| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: বানোয়াট কাহিনী। তবে ভালো কাহিনী।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কাহিনী বলতেই বানোয়াট, কাজ ছিলনা তাই বসে বসে একটা কল্পনা তৈরী করা

৪| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

গেঁয়ো ভূত বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৫| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:০৪

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া

মরে গেছি হাসতে হাসতে।


বউকে সত্যি বললে সে অজ্ঞান হয়ে কয়েক ঘন্টা পড়ে থাকতো। হা হা

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমিতো ভয়ে ছিলাম, তবে বাসা খুজতে গিয়ে কিছুটা ভয়ে পেয়েছিলাম তাই একটু বানিয়ে গল্প তৈরী করে ফেল্লাম।
বউ যে ভয় পেতো এটা সত্যি, কোন কারনে ফোন না করে এসে বাসার দরজায় নক করলেই ভয়ে কাপতে থাকে।

৬| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথমত ভেবেছিলাম সত্যি সত্যি বুঝি…

৩১ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এক সময় গল্প লেখতে পারার এক বিশাল ক্ষমতা ছিল আমার, গল্পের মাঝে বুঝতেই পারতোনা সত্য মিথ্যার পার্থক্য। তবে বয়সের সাথে সাথে গল্প লেখার ক্ষমতাটা হারিয়ে ফেলেছি।

৭| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

মিরোরডডল বলেছেন:




মনে মনে এই ছিলো শয়তানি , বউকে রাক্ষসের হাতে তুলে দেওয়া ।
মরবো যখন একা কেনো, বউকে সাথে নিয়েই ......
কেমন স্বার্থপর X((

ভৌতিক রম্য ভালো লেগেছে :)



৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: নাহ নাহ, এমনটা বলে বিপদে ফালাইয়েন না।
বউ আসলে নরবলির অনুষ্ঠান শেষ হয়ে যাবে তাই বউকে আসতে বলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.