নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

শীতকালের একটা মজার গল্প(সত্য ঘটনা)

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

পৌষমাস। শীতের দাপট কেমন হয় সবাই অবগত আছেন। তো এক ভদ্রলোক বেড়াতে গেল আত্মীয়র বাড়ি। গ্রাম এলাকায় শীতের প্রকোপ আরো বেশি থাকে। লোকটার স্বভাব একটু গোয়ার টাইপের ছিল। নিজেকে সে শক্তিশালী আর অপরাজেয় জাহির করতে বেশ পটু ছিল।
এবারো তার ব্যতিক্রম করলো না, আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে এক বাজি ধরে বসলো। সারা রাত এই কনকনে শীতে একটি মাত্র পাতলা চাদর গায়ে দিয়ে রাত অতিবাহিত করবে। তো রাতে খেয়ে দেয়ে সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লো। এবং তাকে পর্যবেক্ষণ করার দায়িত্ব যার উপর পড়লো সে একটু কবি টাইপের।রাত পার হল।

পরদিন সকালে উঠে সবাই দেখলো বীর সাহেব মোটা কম্বল গায় দিয়ে অঘোরে ঘুমাচ্ছে। যে পর্যবেক্ষণে ছিল তাকে এর কারন জিজ্ঞাসা করলো বাকি সকলে,
সে উঃ দিলো কবিতার ছন্দে,

প্রথম প্রহরে ঠাকুর ঢেঁকি অবতার,

দ্বিতীয় প্রহরে ঠাকুর ধনুষ্টঙ্কার,

তৃতীয় প্রহরে ঠাকুর কুকুর কুন্ডুলি,

চতুর্থ প্রহরে ঠাকুর ব্যাং এর পুটুলি।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: মজার গল্প । ভালো ছিল

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

আবু তালেব শেখ বলেছেন: একটু হলেও মজা পেয়েছেন? এটাই সার্থকতা

২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সত্য ঘটনা? হাস্যরস হিসেবে ঠিক আছে...

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

আবু তালেব শেখ বলেছেন: হ্যা ঘটনাটা সত্য। আমার দাদির তখন নতুন বিয়ে হয়েছিল। দাদির ভাই বেড়াতে এসেছিল। তখন আমাদের কাছারি তে পিয়ন সাহেব নামের ভদ্রলোক রাত্রীযাপন করতো। এই পিয়ন সাহেব বেশ জ্ঞানী ছিলেন শুনেছি দাদির মুখে।
তার দায়িত্ব ছিল পাহার দেওয়া। কিন্তু মাঝরাতে দেখে সেই মহাবীর শীতের কাছে আত্মসমর্পণ করেছে।
ধন্যবাদ

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


শীতের রাতে বাংলাদেশে শুধু চাদর গায়ে ঘুমানো অসম্ভব নয়।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

আবু তালেব শেখ বলেছেন: হইতো যেতে পারে। শহর থেকে গ্রামে শীতের তীব্রতা বেশি থাকে। আর এই ঘটনাটা প্রায় ৫০ দশকের দিকের।
ধন্যবাদ চাঁদগাজি আংকেল

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
প্রথম প্রহরেই কূপকাত ।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

আবু তালেব শেখ বলেছেন: না আপু প্রথম প্রহরে বীরত্বের সাথে ঢেকির মত সোজা হয়ে শুয়েছিল। যেন শীত বলে কিছুই নেই।
ধন্যবাদ মনিরা আপু

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: হা হা হা। মাঘের শীতে বাহাদুরী।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

আবু তালেব শেখ বলেছেন: পৌষের শীত মহিষের গায়,
মাঘের শীত বাঘের গায়,

কেমন আছেন আখেনাটেন ভাই?

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে ঢেঁকি মত সোজা মানেই তো ধরা ;)

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আবু তালেব শেখ বলেছেন: হইতোবা। তবে সবার ক্ষেত্রে নয় মনিরা আপু। বেশি শীত লাগলে সোজা থাকেনা শরীর বরং মাথা আরা হাটু একজায়গায় চলে আসে বেশির লোকের।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

আমি তনুর ভাই বলেছেন: more appreciating blog! Great internet site! It looks extremely good! Maintain a good job!| you are rocking man…!

০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪১

আবু তালেব শেখ বলেছেন: বাংলা ব্লগে ইংরেজি লিখে পান্ডিত্য দেখানো বেমানান

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৬

ওমেরা বলেছেন: আমাদের এখানে একটা লোক আছে মাইনাস ১৫/২০ তাপমাত্রায় তাকে দেখেছি শুধু একটা হ্যাপপ্যান্ট পরে বাহিরে ঘুরতে ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

আবু তালেব শেখ বলেছেন: বাব্বা সেকি উঃ মেরুর বাসিন্দা নাকি ওমেরা আপু? আমি শীতকে গুরু মানি

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

সাহিদা সুলতানা শাহী বলেছেন: পোষ্টটা ভাল লাগল। তবে শীত কিন্তু আমার কাছে মন্দ নয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

আবু তালেব শেখ বলেছেন: নেই কোন ঝড় বৃষ্টির দাপট। গা হিম করা শীত কাল আমার কাছে বসন্তের থেকেও ফেবারিট। শাহিদা সুলতানা শাহী আপু কেমন আছেন???

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: শীতের গল্প ভাল হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ সরকার সাহেব। ভাল লেগেছে জেনে নিজেকে বাহাদুর মনে হচ্ছে।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

অলিউর রহমান খান বলেছেন: ইউনিক কিছু পড়তে পেরে ভালো লাগছে।
ভালো ছিলো..

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ বস। ব্লগে স্বাগতম

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

জাহিদ হাসান বলেছেন: আমাদের এখানে এত শীত পড়েনা।

আলেক্সান্দ্রো দো রোসাঁ
বেলমোপান,বেলিজ

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

আবু তালেব শেখ বলেছেন: বুঝলাম জাহিদ ভাই।
আলেক্সান্দ্রো দো রোসাঁ
বেলমোপান,বেলিজ

এটা কি নতুন গবেষনার শিরোনাম নাকি?

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

জাহিদ হাসান বলেছেন: I'm not jahid. I'm Alexandro Do Rosa , from Belize . Nice to meet you

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

আবু তালেব শেখ বলেছেন: আচ্ছা ঠিক আছে। আপনার মংগল কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.