নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

ইইউ\'র জেরুজালেম কে ফিলিস্তিনি রাজধানী ঘোষনার আশ্বাস। আমেরিকার গালে চপেটাঘাত

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

জেরুজালেম কে ইসরাইলের রাজধানী ঘোষনা আমেরিকার একক সিদ্ধান্ত। জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত রাষ্ট্র এই একঘেয়েমি সিদ্ধান্তের বিরোধি এবার আমেরিকার বিশিষ্ট মিত্র পক্ষ ইইউ এই সিদ্ধান্তের বিরোধিতা করে জেরুজালেম কে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন আশ্বস্ত করেছে যে, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে (জেরুসালেম) তারা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে সমর্থন দেবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে ইইউ জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন।এ সম্পর্কে মোগেরিনি তার ভাষায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ নিশ্চিত প্রতিশ্রুতির বিষয়ে আবারো আশ্বস্ত করতে চাই যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউ’র সমর্থন রয়েছে এবং বায়তুল মুকাদ্দাস হবে দুই রাষ্ট্রের রাজধানী।’

ট্রাম্পের স্বীকৃতি প্রসঙ্গে মোগেরিনি বলেন, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের জ্ঞানের পরিচয় দেয়া উচিত এবং সেভাবে কাজ করা দরকার।
পাগলা ট্রাম্পের একক সিদ্ধান্ত আমেরিকার মিত্র ইইউ ও বিরক্ত বোধ করছে।

তবে একটা প্রশ্ন থেকে যায় জেরুজালেম দুই রাষ্ট্রের রাজধানী হওয়া কিভাবে সম্ভব?

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


একই শহর ২ দেশের রাজধানী হলে কোন অসুবিধা নেই; বরং, এটাই হবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপুর্ণ শহর; কিন্তু দেশ তো ২টা নেই!

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

আবু তালেব শেখ বলেছেন: আস্তে আস্তে ইসরাঈল ফিলিস্তিনের সমস্ত ভুমি গ্রাস করে নিচ্ছে। নতুন নতুন বসতি নির্মান করছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়?

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

আবু তালেব শেখ বলেছেন: স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইইউ। এখন দেখার বিষয় স্বীকৃতি দেবে কি না। ইইউ আমেরিকার খুবই ঘনিষ্ঠ মিত্র আমরা জানি। ন্যাটো জোট সহ নানা রকম অর্থনৈতিক, সামরিক জোন ঘটিত ইইউ র সাথে।
আর এরা আমেরিকার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া মাানে বিশ্বে আমেরিকার প্রভাব কমছে।
ভবিষ্যতে একক ইসরাইল প্রীতি সংকটে ফেলবে আমেরিকাকে। সমস্ত বিশ্বকে উপেক্ষা করে আমেরিকা স্বাধীন ফিলিস্তিন গঠনে বাধাগ্রস্ত করতে পারবে না একক সিদ্ধান্তে

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

তারেক ফাহিম বলেছেন: অান্তর্জাতিক রাজনীতি, অামার পক্ষে বুঝার সেই ক্ষেমতা নাই বাপু।

স্বদেশের রাজনীতির অস্থিরতায় বাঁচি না :((

পড়েছি তাই প্রমাণ স্বরূপ মন্তব্য করে গেলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

আবু তালেব শেখ বলেছেন: ফাহিম ভাই আমাদের দেশে গনতন্ত্র বলে কিছু নাই। এখানে জনগনের মতামত গবেষনা, সিদ্ধান্তর কোন মুল্য নাই।
সরকার যা বলবে সেটা ই সঠিক। নেতারা যা বলবে সেটাই সত্য।
জনগনের কথার মুল্য যেখানে যেদিন হবে? সেদিন থেকে দেশ নিয়ে ভাববো।
ধন্যবাদ

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


"আস্তে আস্তে ইসরাঈল ফিলিস্তিনের সমস্ত ভুমি গ্রাস করে নিচ্ছে। নতুন নতুন বসতি নির্মান করছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে। "

-ফিলিস্তিনের প্রতি সবার সহনুভুতি আছে; কিন্তু ওরা সঠিক পথে নেই; সঠিক পথ হলো অস্ত্র ত্যাগ করা

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

আবু তালেব শেখ বলেছেন: হইতো সেটাই সঠিক। তবে ইসরাঈল কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বের সবাই জানে।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:






হিটলার বলছেনঃ দিন দিন ঘোলাটে হচ্ছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

আবু তালেব শেখ বলেছেন: আপনার তিন শক্তি এক করে এই সংকটের মোকাবেলা করতে পারেন। তবে হিটলার যদি বেচে থাকতো ইসরাইল রাষ্ট্রটি সপ্নই থেকে যেত

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: জাতিসংঘ কি করছে???

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

আবু তালেব শেখ বলেছেন: জাতিসংঘ আসলে আমেরিকার হাতের পুতুল। যেভাবে নাচতে বলে সেভাবে নাচে। কিছু বিরোধী পদক্ষেপ নেয় শুধুমাত্র নিরপেক্ষতা প্রমানের জন্য।

ইসরাইল জাতিসংঘের কোন আইন আহ্বান মানে না

ধন্যবাদ ভাই

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

জাহিদ হাসান রানা বলেছেন: -ফিলিস্তিনের প্রতি সবার সহনুভুতি আছে; কিন্তু ওরা সঠিক পথে নেই; সঠিক পথ হলো অস্ত্র ত্যাগ করা।।
-অস্ত্রের ব্যাখ্যা আজ প্রয়োজন।ফিলিস্তিনি বালকের গুলতিগুলোও যে আজ ইস্রাইলের মিশাইলের চেয়েও আমাদের মানবতাবাদীদের মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছে।
:-0 সাইডে এসে চাঁদ্গাজী ভাইকে একটা স্যালুট দিলাম সাথে লেখক কেউ

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আবু তালেব শেখ বলেছেন: আসলে অস্ত্রের মুখে আর সহিংসতা দিয়ে সবকিছু অর্জন করা যায় না। তবে ফিলিস্তিনি জনগন নিপীড়ন নির্যাতনের স্বিকার হয়ে অস্ত্র ব্যবহার করছে। এরা নিজেদের ভুমি সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে।
যেমন আমরা একাত্তর এ পাকিদের বিরুদ্ধে করেছিলাম।

ধন্যবাদ আপনাকে

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


অস্ত্র নিয়ে নামলে, যুদ্ধে জয়ী হতে হয়; পরাজিত হলে কিছু পাওয়া যায় না; এটা নিয়ম

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন। যুদ্ধে নামলে জয় নিশ্চিত করার সংকল্প করেই নামতে হয়। আক্রমনের উঃ প্রতিঘাত।
ফিলিস্তিনি রা যুদ্ধ না করলেও প্রতিরোধ করার চেষ্টা করছে

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: সামনে মনে হয় ফিলিস্তিনী নিয়ে ভালো কেওয়াজ হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০২

আবু তালেব শেখ বলেছেন: কেওয়াজ তো চলছেই। সমাধানের পথ খুজে বেরোতে হবে বিশ্ব কে।
ধন্যবাদ

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর সমাধান হোক।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

আবু তালেব শেখ বলেছেন: এটাই কামনা।
তবে পশ্চিমা নীতির কবল থেকে এই সমস্যা সহজে সমাধান হবে না। সমস্ত মুসলিম বিশ্ব এক হতে হবে।
অস্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান আরো বিপদ বয়ে আনবে।

ধন্যবাদ সরকার সাহেব

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

আটলান্টিক বলেছেন: এতে চীনের কোন ভূমিকা আছে?

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

আবু তালেব শেখ বলেছেন: চীনের সমর্থনের কথা চীনা রাষ্ট্রদূত ব্যক্ত করেছে তারা ফিলিস্তিনের পক্ষে আছে।
তবে চীনের রোহিংগা নীতি অবাক করার মত ? এরা আসলে সার্থের সন্ধ্যানে থাকে।
সমস্যার সমাধান বিশ্বের মুসলমানদের ঐক্য।

ধন্যবাদ মহাসাগর ভাই

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



ইসরাইলের মত অবৈধ রাস্ট্রের অস্তিত্ব বিশ্ব সভ্যতার জন্য, বিশ্ব শান্তির জন্য নিরন্তর হুমকি। এটির মূলোতপাটন বিশ্ববাসী সকল মানুষের কল্যানেই করা প্রয়োজন। ফিলিস্তিনীদের তাদের স্বাধীকার, স্ব-ভূমি প্রতি ইঞ্চি করে ফিরিয়ে দিতে হবে। আগ্রাসী ইসরাইলের সাথে আপোষের কিছু নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৮

আবু তালেব শেখ বলেছেন: আগে মুসলিম বিশ্বের ঐক্য। নিজেদের ভিতর মনোমালিন্য সৃষ্টি করাচ্ছে পশ্চিমা বিশ্বসহ ইহুদি খৃষ্টান চক্র। সৌদিআরব আবার পশ্চিমাদের মুল পৃষ্টপোষক। সাম্প্রতিক সময়ে তুরস্ক ইরানের নেতৃত্ব মুসলিম বিশ্বকে একতাবদ্ধ করা। এবং ফিলিস্তিন, মিয়ানমার সহ নির্যাতিত মুসলমানদের

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

আবু তালেব শেখ বলেছেন: মুল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ নতুন ভাই

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:



জার্মানী আসছে জেরুসালেমে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১১

আবু তালেব শেখ বলেছেন: আমেরিকা আসলে ধীরে ধীরে সবাই আসবে। গায়ে বাস করবেন আর মোড়লের বিরুদ্ধচারন করবেন সেটা কি মোড়ল মানবে?

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: লেখক বলেছেন, আস্তে আস্তে ইসরাঈল ফিলিস্তিনের সমস্ত ভুমি গ্রাস করে নিচ্ছে। নতুন নতুন বসতি নির্মান করছে আন্তর্জাতিক আইনে তোয়াক্কা না করে।


দক্ষিণ লেবানন তারা এভাবেই দখল করে। ধ্বংস করেছিল লেবাননের সৌন্দর্য, স্বাধীনতা ও অধিকার। ওদের পাশে আমেরিকা ছিল। এই সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোকে এক দেহে বন্দি হয়ে সোচ্চার হতে হবে। নতুবা একেএকে সব গিলে খাবে। মুসলিম রাষ্ট্র চালকদের শুভবুদ্ধি কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.