নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

সতর্কতা মূলক পোস্ট,অরাজনৈতিক ব্যক্তিবর্গেরজন্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬

প্রতিনিয়ত রাজনৈতিক সহিংসতার শিকার হয় সাধানর মানুষ। বিরোধী দলের তান্ডব জ্বালাও পোড়াও, ককটেল পেট্রোল বোমার শিকার সাধারন মানুষ । যে বিরোধী দলই দেখছি নিরিহ লোকের রক্ত দিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে। রুজি রুটির সন্ধ্যানে মানুষ রাস্তায় এসে অপরাজনীতির বলী হয়ে বাড়ি ফেরে।দেখা গেল একটা পরিবারের আয় যোগ্য লোক একজন সে যদি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কবলে পড়ে শেষ হয় তাহলে বাকি সদস্যদের কি অবস্হা হবে চিন্তা করুন। সরকার বিরোধী দল কেউ এই দায় নিতে চায় না।অথচ তাদের বলীর শিকার হয়ে কত মায়ের বুক খালি হচ্ছে, কত শিশু তাদের পিতা, হাজারো স্ত্রী তাদের স্বামীকে। আমি খুলনা থেকে চিটাগাং যাওয়ার সময় এইরকম বিপদের কবলে পড়েছিলাম যা কোনদিন ভুলতে পারবো না। আমি সেদিন মরতে মরতে বেচে গেছি।
অথচ আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নেই তবু ও জীবন প্রায় অনিচ্ছায় উৎসর্গ হয়ে যাচ্ছিল।

তাই সবার সতর্ক হয়ে চলা উচিৎ যাতে আপনাকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে কেউ । বিশেষ করে ৮ই ফেঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে ঘিরে যেন আমরা বলীর পাঠা না হই সেদিকে নিজেদের খেয়াল রাখতে হবে। বিএনপি, আওয়ামীলীগের দলীয় আক্রমনের শিকার যেন আমার আপনার মত সাধারন মানুষের বরন করতে না হয়।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



আইয়ুব খানের আমলে, বাংগালীদের জান-মালের নিরপত্তা বেশী ছিল; বৃটিশের সময় মানুষের জানমাল আইয়ুব আমল থেকে ভালো ছিল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

আবু তালেব শেখ বলেছেন: বর্তমান সরকারের আমলে তাহলে মানুষের জানমালের নিরাপত্তা আরো মজবুত হয়েছে?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

রাফা বলেছেন: অনুগ্রহ করে রায় ঘোষণার পরে বাধ্য না হোলে নিরাপদ স্থানে থাকুন।অন্যদেরও সহযোগিতা করুন -যারা প্রত্যাহিক কাজ না করলে অন্ন যোগার হয়না তাদেরকে সহযোগিতা করুন যেনো অনাকাংখিত কিছু না ঘটে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

আবু তালেব শেখ বলেছেন: আমি ও সবার প্রতি অনুরোধ করছি আপনারা নিরাপদ থাকুন

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিছু ঝটিকা মিছিল, পুলিশের নির্দয় পিটানি, টিয়ার শেল, মিডিয়াতে লাইভ প্রচার, সোশ্যাল মিডিয়াতে পাব্লিক Re-action ছাড়া তেমন কিছু ঘটার সম্ভাবনা নাই।।। এই সময়ে সবচেয়ে ভালো অবস্হানে থাকবে পুলিশলীগ ভাইয়েরা...! তারা গণ-গ্রেফতার করে বাড়তি ইনকাম করবে।।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

আবু তালেব শেখ বলেছেন: সহমত আপনার সাথে। তবে হিংসাত্মক রাজনীতির বলীদান যেন নিরিহ মানুষের না দিতে হয় সেটা খেয়াল রাখা সবার দ্বায়িত্ব

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: আজ কিন্তু খালেদা জিয়া জাতীর উদ্দ্যেশে ভাষন দিবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

আবু তালেব শেখ বলেছেন: উনার নিজের পায়ের তলায় মাটি নেই জনগন কে আর কিইবা বলবেন। নিজের অস্তিত্ব নিয়ে চিন্তায় আছেন।
ধন্যবাদ ভাই

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: জনগণ নিজে গিয়ে গর্দান দিতে হয় না, সুকৌশলে জনগণের গর্দান পাটায় বলী দেয়া হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

আবু তালেব শেখ বলেছেন: দিনমজুর কে নেতার খেতাব দিলে সে থাকে সবার আগে। বুকে গুলি খাওয়া তার কাছে ডালভাত।

আমি এরকম লোকের কথা বলিনি। যারা রাজনিতি থেকে দুরে তাদের উদ্দেশ্যে

ধন্যবাদ

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

সৈয়দ ইসলাম বলেছেন: যারা রাজনীতি থেকে দূরে তারা জানেনা কিভাবে তাদেরকে পিষ্ট করার জন্য রাজনীতিবিদরা তাদের সমর্থন আদায় করে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

আবু তালেব শেখ বলেছেন: সহমত। তবে রাজনৈতিক কর্মকান্ড থেকে দুরে থাকার দরুন এ বিষয়ে ধারনা কম।
আপনি ব্লাকমেইল বা ভয়ভীতি দেওয়ার কথা বলছেন?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

রুরু বলেছেন: চাঁদগাজী বলেছেন:



আইয়ুব খানের আমলে, বাংগালীদের জান-মালের নিরপত্তা বেশী ছিল; বৃটিশের সময় মানুষের জানমাল আইয়ুব আমল থেকে ভালো ছিল।

খুব সত্য কথা লিখেছেন.....
বাবার মুখে অন্তত তাই শুনেছি।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

আবু তালেব শেখ বলেছেন: আমরা বৃটিশ আইয়ুব আমল অনেক পিছনে ফেলে এসেছি। বর্তমান আমল নিয়ে ভাবলে উত্তম।
ধন্যবাদ আপনাকে

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা জনগন হলাম বোকার হদ্দ। জনগন সকল ক্ষমতার উৎস এই কথা শুনে আমরা আনন্দে বগল বাজাই, জনগন রাষ্ট্রের মালিক এই কথা শুনে আমরা খুশিতে আটখানা হয়ে যাই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই কথা শুনে আমরা ভাব নিই, রাজনীতিবিদরা জনগনের খাদেম এই কথা শুনে আমরা ফুলে ফেঁপে ঢোল হয়ে যাই। আসলে আমরা জনগন হলাম ধোপার গাধা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

আবু তালেব শেখ বলেছেন: যেটা আমি বলতে পারিনি সেটা আপনি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন হেনা ভাই।
আপনার সংগে পুরোপুরি সহমত।
ধন্যবাদ

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: জী না।
"ব্লাকমেইল বা ভয়ভীতি" এগুলো দৃশ্যমান। আমি এমন সমর্থনের কথা বলছি, যা রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষের কাছ থেকে আদায় করে নেয়া হয়। এটা কেবল বাংলাদেশেই না। বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলোতেও এটা চলে।

আমাদের জানার পরিধি বাড়াতে হবে।




আপনার প্রতি চিরন্তন ভালবাসা রইলো।

আপনাদের দু'আয় আমিও চলমান কোন অপরাজনীতির সাথে যুক্ত নেই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

আবু তালেব শেখ বলেছেন: ঠিক বলেছেন সৈয়দ ভাই আমাদের জানার পরিধি আরো বাড়ন্ত করতে হবে।
অসংখ্য ধন্যবাদ

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

সৈয়দ ইসলাম বলেছেন: মহামান্য মুরব্বি আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমরা জনগন হলাম বোকার হদ্দ। জনগন সকল ক্ষমতার উৎস এই কথা শুনে আমরা আনন্দে বগল বাজাই, জনগন রাষ্ট্রের মালিক এই কথা শুনে আমরা খুশিতে আটখানা হয়ে যাই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই কথা শুনে আমরা ভাব নিই, রাজনীতিবিদরা জনগনের খাদেম এই কথা শুনে আমরা ফুলে ফেঁপে ঢোল হয়ে যাই। আসলে আমরা জনগন হলাম ধোপার গাধা।

দুঃখের সাথে পুরোটাই সহমত ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

আবু তালেব শেখ বলেছেন: রাজনীতিবিদ গন জনগন কে যেভাবে নাচায় সেভাবেই নাচে আর এটাই আমাদের বড় দোষ। মাতব্বর বললে নিজেকে রাষ্ট্রনেতা মনে হয়।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

যবড়জং বলেছেন: কে যেন বলেছিলেন পাগল আর শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তাই যেখানেই নিরপেক্ষতার ধোয়া উড়তে দেখি তখনি ভাবি বাহ বেশ !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

আবু তালেব শেখ বলেছেন: কথাটা একেবারে ফেলে দেওয়া যায়না। তবে অনেকে আছে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। যখন যাকে ভালো লাগে সীল টা তার নামেই মেরে দেেয়

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

রায়হান চৌঃ বলেছেন: চলুন সবাই.....
শিয়াল V কুকুরের কামড়া কামড়ি দেখি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

আবু তালেব শেখ বলেছেন: খারাপ বলেননি। ওরা শেয়াল কুকুরের থেকেও অধম

ধন্যবাদ

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন রাজনৈতিক সংস্কৃতি যেন ভবিষ্যৎ প্রজন্ম চর্চা না করে।

ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

আবু তালেব শেখ বলেছেন: ভবিষ্যত প্রজন্ম আমাদের আমাদের কাছ থেকে হিংসাত্মক কার্যকলাপ শিখছে। আল্লাহ জানেন আগামিতে এরা কি করবে?

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

জাহিদ হাসান বলেছেন: আজকে সাত তারিখে যা যা করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সেটাই অনেক।
দেশের সবাই খুব ভীত। কাল আট তারিখে কি হবে কেউ জানে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

আবু তালেব শেখ বলেছেন: আইনশৃঙ্খলা বাহিনী তাদের মত কাজ করছে নিরাপত্তার খাতিরে যাতে এই রায়কে ঘিরে কোন সহিংসতা সৃষ্টি না হয়। সেটা কে সাধুবাদ জানাই।

ধন্যবাদ

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৯

জাহিদ হাসান বলেছেন: যা খুশি তাই ঘটুক। দেশে যুদ্ধ লাগুক। দেশ ধ্বংস হয়ে যাক। তাতে কিছু আমার যায় আসে না। বাংলাদেশ আমার দেশ না। আপনাদের দেশ। ভালো থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

আবু তালেব শেখ বলেছেন: আপনার দেশ কোনটা? একটা দেশের ধ্বংস কামনা কুটিলতার বহিঃপ্রকাশ।

ধন্যবাদ রইলো

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

সোহানী বলেছেন: হায়রে দেশ................

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

আবু তালেব শেখ বলেছেন: দেশের জায়গায় দেশ আছে আপু। আমরা নিজেরাই ধ্বংসের দিকে এগোচ্ছি।
ধন্যবাদ আপু

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

এম এম করিম বলেছেন: সবাই নিরাপদে থাকুক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

আবু তালেব শেখ বলেছেন: এটাই কামনা করছি। নেতার জায়গায় নেতা থাকবে মরবো আমরা সাধারন মানুষ।

ধন্যবাদ করিম ভাই

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২

পদাতিক চৌধুরি বলেছেন: রাজনীতিবিদদের পরিচয় বিশ্বের সব দেশেই মোটামুটি এক।ওরা শাসক শ্রেণী আর জনগন শোষিত শ্রেণী। কাজেই এ লড়াই চিরন্তন। তবে ভোটের সময় আমরাই আবার ওদের হয়ে ভোট ম্যানেজে বাধ্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৮

আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন

অসংখ্য ধন্যবাদ

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৭

মলাসইলমুইনা বলেছেন: আমাদের দুর্ভাগ্য এটা |যারাই ক্ষমতায় যাই অন্যদের মেরে পিটিয়ে তক্তা বানিয়ে এমন অবস্থা করি যে দ্বিমত প্রকাশের সব পথই এমন ভাবে বন্ধ করি যে সামান্য প্রতিবাদও সহজেই রক্তাক্ত হয়ে যায় |সহিংস হওয়া ছাড়া আর কোনো পথ থাকেনা প্রতিবাদকারীর| স্বাধীনতার পর থেকেই সেটার শুরু এখনো চলছে |শেষ হবার কোনো ব্যাপার মনে হয় নেই | ইতিহাস থেকে কিছু সুখটা আমাদের ভীষণ অনীহা | আট তারিখ সবাই সহি সালামতে পার করুক সেই কামনা আন্তরিক ভাবেই করছি |

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৮

আবু তালেব শেখ বলেছেন: সহমত।
এরকম শক্তহাতে বিরোধীদল দমনের নজীর কোন আমলে ছিল না বলে ধারনা।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক দল গুলো জনবান্ধব নয় তাই সাধারন জনগন তাদের বলির পাঠা হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬

আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন। আমাদের নেতা নেত্রীরা নিজেদের সার্থের জন্য সব কিছু করতে পারে। ।

ধন্যবাদ

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাস্তবতা অনেক কঠিন।

সুস্থ রাজনীতির প্রত্যাসাই...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

আবু তালেব শেখ বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.