নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

না ফেরার দেশে মুক্তামনি

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০২

জন্মিলে মরিতে হবে একথা অস্বীকার করার উপায় নেই। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করতে হবে। প্রেসিডেন্ট হোক বা মহাধনী মৃত্যুর কবল থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব।বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৩ মে) সকাল ৮টার কিছুক্ষণ আগে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
গত সোমবার থেকে জ্বরে আক্রান্ত হয়েছিলো মুক্তামনি। তার অস্ত্রোপচার হওয়া হাতটি ফুলে দুর্গন্ধ বের হচ্ছিলো। কথা বলতেও পারছিলো না সে।
জন্মের দেড় বছর পর শিশু মুক্তামনির দেহে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি।
মুক্তামনির আক্রান্ত ডানহাত ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে ওঠে। এতে পচন ধরে পোকাও জন্মে। দিন-রাত চুলকানি ও যন্ত্রণায় অস্থির হয়ে থাকতো শিশুটি। আক্রান্ত স্থান থেকে বিকট গন্ধ বের হতো। এ রোগ তার দেহের সর্বত্র ছড়িয়ে গিয়েছিলো।
গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন গণমাধ্যমে বিরল রোগে আক্রান্ত মুক্তামনির সংবাদ প্রকাশের পর তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন।
এরপর ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় মুক্তামনিকে। সেখানে মুক্তামনির চিকিৎসায় গঠিত হয় বোর্ড। পরীক্ষা-নিরীক্ষা শেষে ধরা পড়ে মুক্তামনির হাত রক্তনালীর টিউমারে আক্রান্ত। তারপর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করে অপসারণ করা হয় তার হাতের অতিরিক্ত মাংসপিণ্ড।
কয়েক দফা অস্ত্রোপচার শেষে গত বছরের ২২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মাসের ছুটিতে বাড়ি নেওয়া হয় মুক্তামনিকে। এরপর আর ঢামেকে যেতে রাজি হয়নি মুক্তামনি। বাড়িতেই কোনোমতে চলছিলো তার চিকিৎসা।
আমরা মুক্তামনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! বাচ্চাটা চলে গেল।মুক্তামনির বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওযেন বেহেস্ত বাসি হয়, এই কামনাই করি।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৩

আবু তালেব শেখ বলেছেন: মুক্তামনি নিঃসন্দেহে নিষ্পাপ। আল্লাহ পরকালে ভালো রাখবেন দোয়া করি

২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৯

বৃষ্টি বিন্দু বলেছেন:
আমি আমাদের চিকিৎসকদের কথা খুবই লজ্জায় বলিতে চাহিয়াও বলি না।

যদি রাজিবের ন্যায় মুক্তামনির চিকিৎসা করা হয়, তবে এখন আমাদের প্রধানমন্ত্রীওও সেই খসাইদের পৃষ্ঠপোষক হয়ে গেলেন হয়তো।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৯

আবু তালেব শেখ বলেছেন: রাজিবের ব্যাপারটা মেনে নেওয়া যায়না। একটা হাতে আঘাত পেয়ে মৃত্যু? একটু সন্দেহ থেকেই যায়।

তবে মুক্তামনির রোগটা জটিল ছিল। উন্নত চিকিৎসার দেশ থেকে ফেরৎ রোগি এই দেশের ডাক্তার অপারেশন করেছে। সেটা অবশ্যই সাহসি পদক্ষেপ।
সামন্তলাল অবশ্যই প্রসংশার যোগ্য

৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই ভাল হল

যাতনাময় যাপিত জীভনের যন্ত্রনার চেয়ে সকল যাতনার অবসান হল।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
আল্লাহ তুিম তাকে ক্ষমা করো এবং জান্নাত নসীব করো।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১১

আবু তালেব শেখ বলেছেন: মৃত্যুর আগে অনেক যন্ত্রনা সহ্য করেছে বাচ্চাটা

৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: কতো কঠিন পরিস্থিতি থেকেও তো মানুষ বেঁচে ওঠে। মুক্তামনির রোগটা বিরল। তাই তার চিকিৎসাটা বোধ হয় ঠিকমতো হয়নি। আর আমাদের দেশে তো অসুখ বিসুখ নিয়ে গবেষণা হয় না। উন্নত দেশ হলে হয়তোবা গবেষণা করে রোগের কারণ ও প্রতিকার বের করে ফেলতো। মুক্তামনিকে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিতো। কিন্তু দেশটা তো বাংলাদেশ যেখানে চিকিৎসা ক্ষেত্রে আছে পাহাড় সমান সীমাবদ্ধতা।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৪

আবু তালেব শেখ বলেছেন: সঠিক বলেছেন। আমাদের চিকিৎসা ব্যবস্হা প্রশ্নবিদ্ধ।তবে মুক্তমনির রোগটা ছিলো কঠিন। বিদেশ ফেরৎ রোগি দেশেই বা কত ভালো চিকিৎসা পেতে পারে?

৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:২৪

খনাই বলেছেন: আল্লাহ রহমত করুন মুক্তামণির ওপর !

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

আবু তালেব শেখ বলেছেন: আল্লাহ মহান

৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: যাপিত জীবন দীর্ঘ হয়নি, এরই মধ্যে যাতনার যেন কোন শেষ ছিল না। অনেক কষ্ট পাওয়া এই ফুলটিকে আল্লাহ রাব্বুল 'আ-লামীন বেহেস্তের বাগানে রাখুন!

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩

আবু তালেব শেখ বলেছেন: আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল

৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন:
যারা ভুক্তভোগী তারা কখনো সমর্থন করতে পারে না ভাই।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১১

আবু তালেব শেখ বলেছেন: বেঁড়ে বলেছেন

৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বল্পায়ু জীবনে এই নিস্পাপ শিশুটিকে আল্লাহ যেন বেহেশতের বাগানে ঠাঁই দেন, কায়মনোবাক্যে এই দোয়া করি।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

আবু তালেব শেখ বলেছেন: পবিত্র মাহে রমজানের দিনে মৃত্যু খুব ভাগ্যবানের কপালে জোটে। আল্লাহ মহান

৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আহ্ ! বাচ্চাটার মুখের দিকে তাকালে খুব খুবই কষ্ট হতো। ওর জীবনটা যেন কষ্টের ঘানী টানটেই সৃষ্টি হয়েছিল; সেটার অবসান হলো। আল্লাহ ওতো এই জীবনে কোন সুখ পেলনা পর জনমে ওর জন্য ভালো প্রতিদান দিও মাবুদ।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

আবু তালেব শেখ বলেছেন: আমরাও সবাই এই দোয়া করি তাকে জান্নাতের পরম সুখ দিক মহান সৃষ্টিকর্তা

১০| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

জুন বলেছেন: অত্যন্ত মায়াভরা মুখ নিয়ে মুক্তামনি সকল কষ্ট থেকে যেন পরিত্রান পেলো। আল্লাহ রাব্বুল আল আমীন তুমি তাকে এবার চির শান্তিতে রেখো ।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৬

আবু তালেব শেখ বলেছেন: আল্লাহ মহান। মুক্তামনির পরিবারের লোকজনের ধৈর্যধারন করার শক্তি দান করুন

১১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

চাঁদগাজী বলেছেন:



চিকিৎসাটা অনেক দেরীতে শুরু হয়েছিল। ওর বয়স কত হয়েছিল মৃত্যুকালে?

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আবু তালেব শেখ বলেছেন: মুক্তামনির চিকিৎসা প্রথমে হলে আজ হইতো অকালে মরতে হতনা মাত্র ১২/১৩ বছর বয়সে

১২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃজনক

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

আবু তালেব শেখ বলেছেন: মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে

১৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: খুব কষ্ট পেলাম।

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আবু তালেব শেখ বলেছেন: আসলে ওর প্রতি একটা মায়া পড়ে গেছিল

১৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: মেয়েটার দিকে তাকালে খুব কষ্ট লাগে।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:০০

আবু তালেব শেখ বলেছেন: মায়বতি কন্যা আর কখনো ফিরবে না

১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:০৭

পবন সরকার বলেছেন: কষ্টের খবর

২৫ শে মে, ২০১৮ দুপুর ২:১০

আবু তালেব শেখ বলেছেন: যদিও মৃত্যুর স্বাদ সবাইকে পেতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.