নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা কে জানতেই আমি বেশি আগ্রহী

আবু তালেব শেখ

রুজি রুটির সন্ধ্যানে ব্যস্ত থাকি অলটাইম। একটু সময় পেলে ডু মারি সামুতে

আবু তালেব শেখ › বিস্তারিত পোস্টঃ

আমরা বঞ্চিত নিপিড়িত নির্যাতিত তবুও মানবতা বিক্রির বিরোধী

০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:২৭

বিশ্ব মানবতা আজ চরম শিখরে উন্নীত। মানবতার বুলি আওড়াতে গিয়ে কিছু ব্যক্তি,শাষক,রাষ্ট্রের মুখে ফ্যানা উঠে যাচ্ছে। মানবতার দৃষ্টান্ত স্হাপন আজ সিরিয়া,ফিলিস্তিন,ইয়েমেনে। মিয়ানমারে চলছে মানবতার শুদ্ধি অভিযান।

বলছিলাম বর্তমানের মুসলিম নির্যাতনের হালচিত্র নিয়ে। কেউ অস্ত্র বিক্রি করে লাভবান,কেউ ক্ষমতা ধরে রাখতে পাগলা কুত্তা, কেউ আধিপত্য ধরে রাখতে মিত্রতা করছে। আর মাঝখানে মরছে সাধারন নিরপরাধ মানুষ। হাজার হাজার শিশু, মহিলা। মানবতা এদের ব্যাপারে যেন ম্লান। মানবতার বুলি আওড়ানো রা এদের ব্যাপারে নিরব।
উপরে যে ছবিটা দেখছেন একটা সিরিয় শরনার্থী শিশু। ক্ষুধার্ত ভেবে শিশুটি নিজের খাবার এক ফটোসাংবাদিককে খাওয়ার জন্য এগিয়ে দিয়েছিল। ছবিটি সিরিয়ার শরণার্থী শিবির থেকে তোলা।
আমি ছবিটা অবাক হয়েছি কারন এতো ছোট বাচ্চাটার মানবিকতার জ্ঞান দেখে।
নিজে ক্ষুধার্ত হয়েও আরেকজন কে ক্ষুধার্ত ভেবে নিজের খাবার এগিয়ে দিচ্ছে। যার সর্ব দেহে এখনো আঘাতের চিহ্ন বিদ্যমান সে মানবতার কিঞ্চিৎ পরিমান ও ভুলেনি।
আর আমরা?

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমার জন্মের আগেই আমার ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। সেটা পরিবর্তনের সাধ্য কারো নাই একমাত্র আল্লাহ ছাড়া,,,,

০১ লা জুন, ২০১৮ রাত ১০:১৫

আবু তালেব শেখ বলেছেন: তাতো বটেই। তবে কর্মের ভিতরও ভাগ্য লুকায়িত

ধন্যবাদ রাজিব ভাই

২| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১৭

ঢাবিয়ান বলেছেন: মানবতা এখন শুধু একটা শব্দ যার অস্তিত্ব শুধু ডিকশনারীতে।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:১৬

আবু তালেব শেখ বলেছেন: মানুষও বৈশ্বিক জলবায়ুর মত পরিবর্তন হচ্ছে। হিংস্রতা যেন বেড়েই চলেছে

৩| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

মোছাব্বিরুল হক বলেছেন: মানবতার সংগা আজ একেক জনের বেলায় একেক রকম।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:১৮

আবু তালেব শেখ বলেছেন: ক্ষনিকের দুনিয়ায় আমরা নিজ সার্থে ভাইয়ের গলা কাটতেও দ্বিধা করিনা

৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:৪২

কাইকর বলেছেন: রাজীব ভাইয়ের সাথে একমত

০১ লা জুন, ২০১৮ রাত ১০:১৯

আবু তালেব শেখ বলেছেন: ভাগ্যের দোষ দিয়ে আমরা কিছুতেই দায় কাটাতে পারিনা ভাই।

৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথচ এই যুদ্ধ করেও কেউ ২০০ বছর বাঁচেনি...

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২২

আবু তালেব শেখ বলেছেন: এটা আমাদের মগজে ঢুকতেই চাইনা যে ক্ষনিকের দুনিয়া যাত্রায় শান্তিপুর্ন বসবাস করার

৬| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খেলা চলছে। এই খেলায় বলি হচ্ছে সাধারণ জনগণ।

০১ লা জুন, ২০১৮ রাত ১১:১৯

আবু তালেব শেখ বলেছেন: মরছে নিরীহ মানুষ আর লাভবান হচ্ছে ধূর্ত শেয়াল পন্ডিতগন

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: এসব দৃশ্য দেখলে বিবেক নাড়া দিয়ে উঠে। ধন্যবাদ এধরনের পোষ্টের জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

আবু তালেব শেখ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

৮| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটি মানুষের ক্ষমতার লোভের বলি পুরো সিরিয়া।

অনেক দিন পর আপনাকে দেখলাম।

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: একদিন এই নিপীড়ন থেকে অবশ্যই মিলবে মুক্তি। সেই দিন আমরা হব মানবিক ও সারা বিশ্বে বই আনব শান্তি ইনশাআল্লাহ। এই শিশুটি তারই ইঙ্গিত মাত্র।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


শিশুরা মহামানব হয় একদিন

১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

Where is the new post?

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

আবু তালেব শেখ বলেছেন: মাইদুল ভাই এখন ব্লগে আসা হয় না।
আশা করছি নিয়মিত ব্লগে থাকবো ভবিষ্যতে। তখন ব্লগে লিখবো।

অসংখ্য ধন্যবাদ আমার মত অধমের প্রোফাইলে নক করার জন্য।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

নজসু বলেছেন: ব্লগে আসা হয় না বললে চলবে না ভাই।
আসতে হবে।
আপনাদের দেখেই তো আমরা এসেছি।
আপনাকে নিয়মিত থাকতে হবে।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আবু তালেব শেখ বলেছেন: আমি শিখতে এসেছি। শেখাতে নয়। তারপরও আপনাদের ভালবাসা দেখে আমি গর্বিত

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শিরনামটি দেখেই পড়তে চলে আসলাম, অনেক দারুণ লিখেছেন।
সম্প্রতি আমি সমাজের অভাবী দরিদ্রদের শিক্ষা ব্যবস্থা নিয়ে পোষ্ট করেছি, আশা করি দেখে আসবেন। ধন্যবাদ আপনাকে।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০০

আবু তালেব শেখ বলেছেন: ভালো লাগলো আপনার প্রসংশা।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

নজসু বলেছেন:


কেমন আছেন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.