নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

কে এই মৃণাল হক?

২৯ শে মে, ২০১৭ সকাল ১০:০০


মৃণাল হক-এর প্রথম শিল্পকর্ম দেখি বিএনপির নেতা তারেক রহমানের জেলে থাকাকালীন কেন্দ্রীয় কারাগারের দেয়ালে একটা মুরালে। সেখানে তারেক রহমান হাত ওঠালেন অগণিত পায়রা উড়ে গেল। বোঝানো হলো আসছে তারেক, শান্তির সুবাতাস বয়ে যাবে দেশে। সেই স্বপ্নের দেশ…………।

খোঁজ নিয়ে জানলাম তিনি (মৃণাল হক) একসময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। বিএনপির মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের শ্যালক।

তার বাবা অধ্যাপক একরামুল হক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ভগ্নীপতিও দলটির নেতা। হিসাবটা মিলালাম। কিন্তু আমাদের বিচারালয়ে তার গ্রীক দেবীর বিষয়টা মিলাতে পারলাম না। তাকেই জিজ্ঞাসা করেছিলাম আবহমানকালের বর্ণিল ঐতিহ্যে লালিত বাংগালি জাতি কি গ্রীক ঐতিহ্যের উত্তরসূরি?

কুমকুম আক্তারের ফেইসবুক স্ট্যাটাস থেকে আরো বিস্তারিত কিছু কথা ও এই শিল্পীর সাতকাহন:
ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মৃণাল হক ক্ষমতাধর আইন অধিপতির সাথে যোগসাজশে দৃষ্টিনন্দন নয়, অথচ নিম্নমানের ভাস্কর্য সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করে ভালোই চাল চেলেছেন, তাঁদের প্রত্যাশিত অশান্তি বাংলাদেশে চলছে, একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির মধ্যে রাগ অনুরাগ, বামদের অপরিণামদর্শী কার্যকলাপ, হেফাজতিদের আস্ফালন, সবই সমান তালে প্রিয় বাংলাদেশে চলছে।

কে এই ভাস্কর মৃণাল হক?
ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য বেরিয়ে এসেছে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে, পাঠকদের অবহিত করার জন্য পুনরায় উল্লেখ করছি–

ভাস্কর মৃণাল হক সাবেক সাংস্কৃতিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। পিতা-অধ্যাপক একরামুল হক, বি এন পি,র সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা স্ট্যান্ডিং কমিটির সাবেক সদস্য। ভগ্নীপতি রাজশাহীতে জঙ্গি উত্থানের অন্যতম মদদদাতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

মৃণাল হক নব্বুই দশকে নিউইয়র্কে বসবাস করতেন, জাতীয়তাবাদী ঘরানার পত্রিকা ‘ঠিকানা’য় তখন এক সাক্ষাৎকারে ঔদ্ধত্য নিয়ে বলেছিলেন, ‘ইচ্ছে ছিল আমি নিজে গিয়ে শেখ মুজিবকে হত্যা করি।’

২০১৩ সালের ৫ জানুয়ারির মত এবারেও এটি একটি দাবার চাল, ফলে ভাইয়ে ভাইয়ে কলহ শুরু হয়ে গেছে। না বুঝে অনেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহবাগ উত্তপ্ত করছে, আমরাও বিভ্রান্ত হয়ে সরকারকে ভুল বুঝছি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশেই এটা সরানো হয়েছে। পূনশ্চঃ মৃণাল বিতর্কিত লেখিকা আওয়ামী লীগ এর পিণ্ডি চটকানোতে পারদর্শী মিনা ফারাহ’র ঘনিষ্ঠ বন্ধু। নিউইয়র্কে একসময়ের হিন্দু মিনা রানী জলদাশ ও পরে খতনা করা জামায়াতের সাথী, নও মুসলিম ও নয়াদিগন্ত পত্রিকার কলাম লেখক মিনা ফারাহ’র অফিসের সামনের মুরালও মৃণালেরই করা। সেখানে দেবী চণ্ডীর চণ্ডাল মূর্তি।

ভাস্কর মৃণাল হক কি ভাবে হাইকোর্টের সামনে এই ভাস্কর্য স্থাপনের কাজ পেলেন?
দেশ যখন উত্তপ্ত তখন বর্তমান সরকারের এক আদর্শিক যোদ্ধা কুমকুম আক্তারের এক পোস্টের বিপরীতে একজন ফেইসবুক বন্ধু দলছুট নক্ষত্র এভাবে মন্তব্য করছেন–

‘কাকতালীয়ভাবে হাইকোর্টের সামনে মূর্তির যে কাজটা হয়েছে, তার প্রেক্ষাপট আমি জানি, এই কাজটার জন্য যে টেন্ডার পেয়েছিলো তাঁর নাম আসিকুর রহমান। প্রধান বিচারপতি মেয়র সাইদ খোকনের সাথে ৩ দফা মিটিং এবং প্রজেক্টর দেখানো হয়েছিলো। কিন্তু প্রধান বিচারপতি সব বাদ দিয়ে কখন যে কাজটি করে ফেলেছেন তা আসিকুর রহমান তো দুরের কথা, মেয়র সাইদ খোকনও জানেন না।
চিটাগাং এর একটি প্রতিষ্ঠানের সাথে আসিকের চুক্তি হয়, আসিক এ কাজটা পাওয়ার জন্য ৩ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন, পরে হতাশ হয়ে পড়ে এবং মেয়র সাইদ খোকন তাঁকে অন্য একটা কাজ দেওয়ার কথা বলে। আমার কাছে প্রতিটি কাজের প্রমাণ আছে, আসিক এখন দার্জিলিংয়ে আছে।’
সুত্র
ভাস্কর্য ইস্যুতে আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই এখন বলছেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির মত এবারেও এটি একটি দাবার চাল, ফলে ভাইয়ে ভাইয়ে কলহ শুরু হয়ে গেছে। না বুঝে অনেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহবাগ উত্তপ্ত করছে, আমরাও বিভ্রান্ত হয়ে সরকারকে ভুল বুঝছি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশেই এটা সরানো হয়েছে এবং পুনঃস্থাপন করা হয়েছে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: এইটা নিয়া আরো জল ঘোলা হবে বলেই মনে হয়, তবে বাঙালীকে গেলানোর প্রাণান্ত চেষ্টা বড্ড দৃষ্টিকটু। এক অদ্ভুদ উটের পিঠে চলেছে স্বদেশ

২৯ শে মে, ২০১৭ সকাল ১০:২০

তালপাতারসেপাই বলেছেন: ভাস্কর্য ইস্যুতে আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই এখন বলছেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির মত এবারেও এটি একটি দাবার চাল, ফলে ভাইয়ে ভাইয়ে কলহ শুরু হয়ে গেছে। না বুঝে অনেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহবাগ উত্তপ্ত করছে, আমরাও বিভ্রান্ত হয়ে সরকারকে ভুল বুঝছি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশেই এটা সরানো হয়েছে এবং পুনঃস্থাপন করা হয়েছে।

২| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

খরতাপ বলেছেন: আমার মনে হয় আপন জুয়েলার্সের দিলদার মৃণাল হক আর হেফাজতিদেরকে টাকা খাইয়েছে ব্লগারদের দৃষ্টি যাতে অন্যদিকে ঘরে যায়।

২৯ শে মে, ২০১৭ সকাল ১০:২০

তালপাতারসেপাই বলেছেন: ভাস্কর্য ইস্যুতে আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই এখন বলছেন, ২০১৩ সালের ৫ জানুয়ারির মত এবারেও এটি একটি দাবার চাল, ফলে ভাইয়ে ভাইয়ে কলহ শুরু হয়ে গেছে। না বুঝে অনেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহবাগ উত্তপ্ত করছে, আমরাও বিভ্রান্ত হয়ে সরকারকে ভুল বুঝছি, উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান বিচারপতির নির্দেশেই এটা সরানো হয়েছে এবং পুনঃস্থাপন করা হয়েছে।

৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:২৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: তা বলা বা অনুমান করা যায়, ভাইয়ে ভাইয়ে কলহ এটাতো চাণক্য নীতি (বাংলার রাজনীতি) যা বাংলায় প্রায় প্রতিষ্ঠিত হয়েই যাচ্ছে..

৪| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৬

ম্যাক্সিম বলেছেন: দায়িত্বশীলদের চোখ কি খুলবে?
গ্রীক দেবী কেন অামাদের সুপ্রীম কোর্ট চত্বরে থাকবে?

৫| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: informative

৬| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯

ইফতি সৌরভ বলেছেন: যাক! বাঁচা গেল। যেহেতু উনি জাতীয়তাবাদের তাই তার মূর্তিও তেমনই হবে। অতএব সাংস্কৃতিক বোদ্ধা গণ এখন থেমে যাবে

৭| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৭

সমাজের থেকে আলাদা বলেছেন: আপনার মৃণাল হক সম্পর্কে আরও ভালোমতো খোঁজ করা উচিৎ। হেফাজতের পা না চেটে একটু ভালো হন ভাই। ভাস্কর মৃণাল হককে চেনেনা বা নাম শোনেনি এমন লোক বাংলাদেশের বিসিএস পরীক্ষায় পাশ করার আশা রাখে না।
দেশের বর্তমান সবচেয়ে স্বনামধন্য শিল্পীদের একজন মৃণাল হক। তাঁর সম্বন্ধে এমন মিথ্যা-প্ররোচনামূলক লেখা ব্লগে দেয়ার সাহস পান কী করে আপনি?
হেফাজত যে জঘন্যভাবে নিজেদের দাবী আদায়ের চেষ্টা করল তার প্রতিবাদ না করে আপনি তাদের ঘৃণ্য পরিক্লপনাকে প্রশ্রয় দিচ্ছেন। ছিঃ ছিঃ ছিঃ! ছিঃ!!!
হেফাজত যে এবার সারাদেশের সকল ভাস্কর্য সরানোর চক্রান্ত করছে তাতে আপনার মতো লোকেই সায় দেবে। বাংলাদেশের শিল্পপ্রেমী ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আপনারাই ক্ষুণ্ণ করছেন। এরপর যখন হেফাজতি মোল্লারা 'অপরাজেয় বাংলা' সরানোর দাবি করবে তখন আপনি অবশ্যই 'ইসলামে শিল্পের প্রতি অবমাননা' শীর্ষক লেখা দেবেন।

৮| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১১

গেম চেঞ্জার বলেছেন: তামশা :-0

৯| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৫

নতুন নকিব বলেছেন:



'আলাদা' কেঁদে কেটে কি কহিতে চাহেন? তারে একটু শ্বান্তনা টান্তনা দেন না ভাই।

ভাল থাকবেন।

১০| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সমাজের থেকে আলাদা বলেছেন: নতুন নকিব বলেছেন:



'আলাদা' কেঁদে কেটে কি কহিতে চাহেন? তারে একটু শ্বান্তনা টান্তনা দেন না ভাই।

ভাল থাকবেন।

আপনার মতো ফাতরা লোকের আমাকে দেখার অপেক্ষায় আছি।

১১| ২৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: একজন শিল্পী কখনও খারাপ হতে পারেন না।

১২| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩৫

অাব্দুল মান্নান বলেছেন: চিন্তা করে সিদ্ধান্ত নিতে হপে!

১৩| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫৫

রাখালছেলে বলেছেন: আজেবাজে কথা বলবেন না । মানুষ হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রীষ্টান,বিএনপি না আম্বালীগ সেটা কখনও গৌণ না । আসল কথা হল সে কি কাজ করল । সমস্যা আপনার মত মানুষ তৈরি করে । জাতিভেদ তৈরি করেন । ধর্ম দিয়ে মানুষ বিভাজন করেন । তুতেল খেয়ে মরা উচিত আপনাদের । ছি:

১৪| ৩০ শে মে, ২০১৭ ভোর ৫:৩৩

তপোবণ বলেছেন: এই লেখাটাও একটা দালালী, ব্লগ অপবিত্র করছে এই পোষা চামাড় জাতের লেখকরা। এরা কখনো চায়না এই দেশে শান্তি বিরাজ করুক। ওদের কারণেই এই দেশ এখন বিভক্ত।

১৫| ৩০ শে মে, ২০১৭ ভোর ৫:৪৭

তপোবণ বলেছেন: শেখ মুজিবের চামড়া দিয়ে যারা জুতা বানাতে চেয়েছিল তারা আজ কোথায়? তারা আজ মন্ত্রী! আব্বে ফাতরা লেখক তোর চোখের সামনেইতো তারা মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। চোখ মেলে তাকাও বাছা ধণ। দালালী ছেড়ে মানুষ হও মিয়া।

১৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমার মন্তব্যটা মুছে দিয়েছেন। ভালোতো ভালনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.