নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

ফ্রড মজার ভাঁড় ও কিছু প্রশ্ন

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮


সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক উস্কানি ও উগ্র মৌলবাদের বিস্তার ঘটানোর ক্ষেত্রে ফরহাদ মজহারের ভূমিকা কতো নির্লজ্জ তা নিশ্চয়ই কারও অজানা নয় ...

অসহিষ্ণু ও নৃশংস নীতির উপর ভিত্তি করে ধর্মান্ধ ও মতান্ধ একটি গোষ্ঠী তৈরি করে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার নানারকম অপকৌশল তিনি উদ্ভাবন করছেন বেশ কয়েক বছর ধরে।

তথাকথিত ইসলামী ভাবধারার রাষ্ট্র গঠন করার নামে তিনি এমন কিছু লেখা লিখেছেন যে লেখাগুলোতে আছে জঙ্গিবাদ সৃষ্টির আহ্বান আছে উস্কানিমূলক বিষয়বস্তু।

প্রথম দশকের শুরু থেকে বাংলাদেশে যতো উগ্রবাদী ঘটনা ঘটেছে তার প্রত্যেকটার পক্ষে তিনি নানা রকম যুক্তি স্থাপন করে পাবলিক সেন্টিমেন্ট আদায়ের চেষ্টা করেছেন এবং বেশ কয়েকটি ঘটনার রূপরেখা তিনি নিজেই তৈরী করেছেন।

ধার্মিক বেশে ইসলামিক শাসনব্যবস্থা কায়েম করার জন্য যে ফরহাদ মজহার এতো সোচ্চার, সেই ফরহাদ মজহার বাস্তবিক অর্থে কতোটা ধর্মসচেতন? এই প্রশ্নের উত্তরে তাঁর বাসায় নিয়মিত মদ্যপান, মদ্যপ অবস্থায় গানবাজনা, বন্ধুত্বের নাম ধরে নারী-পুরুষের অবাধ মেলামেশার দিনগুলোর কথা উদাহরণ হিসেবে আসতে পারে। তবে এরচেয়েও বড় উদাহরণ হতে পারে তাঁর কবিতার বই "এবাদতনামা"।

এই বইয়ের একটি কবিতায় তিনি লিখেছেনঃ
"বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি:
বিসমিল্লাহ কহিব না,শুধু খদিজার নাম নেবো।

প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও না একবার শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব মাবুদ। নবীজীর নাম? উঁহু, তার নামও নেবোনা মালিক শুধু খদিজার নাম- অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে।"

নাস্তিক্যবাদে বিশ্বাসী না হয়ে এরকম কোন লেখা সম্ভব কি না তা বুঝার জন্য গবেষক হওয়ার প্রয়োজন নাই।

অসভ্যতা ও উগ্রতার কোন স্তরে অবস্থান করে একজন নাস্তিক ধর্মের আবরণে মুখ ঢেকে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পায়চারা করে তা ভাবতেও ঘৃণা লাগে।

ফরহাদ মজহার নামক এই মানুষরূপী জানোয়ার অসভ্যের মতো বলেছেনঃ "বোমা হামলাকারীরা সন্ত্রাসী হলে মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী"

"যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু হয় নাই, ৭১ সালে মূলত দাঙ্গা হয়েছিলো।"

জানোয়ার টা সাম্প্রতিক সময়ে জঙ্গীবাদ নিয়ে বলেন-
"জঙ্গিবাদ মানে বিপ্লব,জঙ্গীরা বিপ্লবী। "

নিকৃষ্টতম এই ব্যক্তির নাম গতকাল থেকে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরালো ও হাস্যরসাত্মকভাবে উচ্চারিত হচ্ছে।

হঠাৎ গতকাল ভোরে জানতে পারলাম তিনি গুম হয়েছেন, এর অল্প কিছুক্ষণ পরে জানলাম তিনি অপহরণ হয়েছেন । তারপর আরও কিছুক্ষণ পরে জানলাম তিনি নিখোঁজ হয়েছেন।

ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাঁধে ব্যাগ নিয়ে তিনি কেনো বের হলেন? এই প্রশ্নটা করার সাথে সাথে একটি তথ্য জানিয়ে রাখি, তাঁর ব্যাগে মোবাইল ফোনের চার্জার, শার্টসহ বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস ছিলো। কতোটা বুদ্ধিমান হলে এরকম সাত সকালে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অপহরণকারীর দিকে এগিয়ে যায় তা ভেবেই তাকে স্যালুট দিতে ইচ্ছে করে। শুধু শুধু কি তাকে বুদ্ধিজীবী বলা হয়???

মহান এই বুদ্ধিজীবী খুলনা থেকে ঢাকা আসার উদ্দেশ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট কাটার সময় নাম পরিচয় গোপন করে ছদ্মনাম হিসেবে নিজের নাম বলেন গফুর। এই লিমিটেড এডিশন মার্কা গফুর নামটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ভাবলাম । দুনিয়াতে এত্ত নাম থাকতে গফুর কেনো? হানিফ পরিবহনের বাসের Ticket এর গায়ে লেখা নাম গফুর। তখন মনে হল আমার হানিফ বাউলের কণ্ঠে আবদুল গফুর হালীর গান তাঁর প্রিয় তাই হয়তো এই নাম ..

"সোনাবন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা " ..
হানিফ বাউলের কণ্ঠে আবদুল গফুর হালীর এই গানটা আমার আসলেই খুব প্রিয়।

ফরহাদ মজহারের নিখোঁজ বা গুম বা অপহরণ নাটকে খালেদা জিয়া একটা সেই রকম কাজ করেছেন।

তথাকথিত অপহরণের ১৬ ঘণ্টা পরে বা উদ্ধারের ঘণ্টাখানেক আগে তিনি টুইটারে টুইট করেনঃ
" ফরহাদ মজহারকে এখনি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে। এটি শাসকচক্রের আরেকটি নিষ্ঠুর কর্ম।"

বাহ্ ...
চমৎকার.....
ফরহাদ মজহারকে উদ্ধারের অল্প কিছুক্ষণ আগে হলেও ম্যাডাম খালেদা সরকারকে একটা হুমকি দিতে সক্ষম হয়েছেন বলে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। সুত্র

জানতে ইচ্ছা করে
১. অপহৃত (কথিত) অবস্থায় যিনি পাঁচবার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুক্তি পাওয়ার পর তিনি কেন স্ত্রীকে ফোন করলেন না?
২. বিপদ তার পিছু ছাড়তে না পারে, এই আশঙ্কা থেকে তো তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা উচিত ছিলো। সেক্ষেত্রে মোবাইল ফোন থেকে তিনি পরিচিতদের কল করে সাহায্য চাইতে পারতেন। তিনি কোন বাসে আছেন, সেই নম্বর তো টিকিটেই ছিলো।
৩. প্রত্যুষে (ভোর পাঁচটা) তার এমন কী জরুরি ওষুধ কেনার প্রয়োজন হলো- যা পরিবারের সদস্যরাও জানেন না।
৪. পারিবারিক বন্ধুদের বয়ানে যে কথা প্রথম শোনা গিয়েছিলো, একটি ফোন পেয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন, সেই ফোন কে করেছিলো?
৫. কথিত অপহরণকারীরা মুক্তিপণ না চাইতেই, কেন তিনি স্ত্রীকে ৩৫ লাখ টাকা জোগাড় করতে বলেছিলেন?
বিশেষ দ্রষ্টব্য: ....
লুঙ্গি আরামদায়ক পোশাক। তবে, বাতাসের বেগ বেশি হলে অনেক ক্ষেত্রেই বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় !!!!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝতে পারছি না।

২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

একে বারে যৌক্তিক কথা।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভন্ড বাম!

৪| ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

মাঝিবাড়ি বলেছেন: আপনি এক্কাম করেন......
"পাকা তেতুল মিঠা দিয়া শরবত বানাই খেয়ে একটা ঘুম দেন!
ঘুম থেকে উইঠা দেখবেন, বাসের ভিতর গফুর আর পাশে দুই লোক ছাড়া আর কেউ ছিল না!!

আর খালেদা জিয়ার বক্তব্য ছিল রাজনৈতিক, এটা সরকার কে হালকা চাপ আর কি!? শিশু হলেও বুঝতেন বৈকি!

আর নারায়ন গঞ্জের ৭ লাশ শীতলক্ষ্যায় ভেসে না ঠলে.....
"সামু তে আপনার চমৎকার গল্প পড়তে পাড়তাম!!

বেহুদা!!!!!!

৫| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২১

বিষক্ষয় বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এটা কোনো ছোট বিষয় নয়। গত সোমবার শুধু তার পরিবার নয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ অনেকেই বিষয়টি নিয়ে উদ্‌গ্রীব ছিলেন।’
তিনি আরো বলেন, ‘যদি কেউ তাকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।’ Click This Link

অর্বাচীন ট্যাবলেট খাওয়া আওয়ামীলীগার

৬| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পোষ্ট, উচিৎ কথাই বলেছেন ভাই ভালো লাগলো পোষ্ট, উচিৎ কথাই বলেছেন ভাই এই হল পাকিস্তানি ভণ্ড মহাপাপ (মাজহার)!!

৭| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

ঢাকার লোক বলেছেন: মাইরের বাড়া ওষুধ নাই, সেটাই দরকার, মাইর পড়লে হর হার কইরা আসল কথা বাইর হইবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.